বানভাসি অসমের জনপদ দাবিতে ছড়াল চিনে বন্যার পুরনো ছবি
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি ৮ জুলাই, ২০২০ তোলা পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের জিউজিয়াং-এ একটি বানভাসি জনপদের দৃশ্য।
২০২০ সালের জুলাই মাসে চিনে (China) বন্যায় প্লাবিত জনপদের ছবি বিভ্রান্তিকর দাবি সহ অসমে (Assam Flood) বন্যায় বেহাল দশা বলে ছড়ানো হচ্ছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি ৮ জুলাই, ২০২০ তোলা পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের জিউজিয়াং-এ একটি বানভাসি গ্রাম্য জনপদের দৃশ্য।
১৮ জুন, ২০২২ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী সপ্তাহব্যাপী অতিষ্টিতে বন্যায় মৃত্যু হয়েছে ৬২ জনের। ৩০ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্য়ায়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানানো হয় ওই রিপোর্টে।
ফেসবুক পোস্টে ভাইরাল হওয়া গ্রাফিক ছবিটিতে দেখা যায় জলমগ্ন জনপদ ও বাড়ি ঘর। ছবিটিতে লেখা হয়েছে, "প্রচন্ড বন্যায় বিধস্ত আসাম কিন্তু কোনাে খবরের চ্যানেল ঠিক করে এই খবর দেখাচ্ছে না। ভগবান তুমি আসামের মানুষ দের এই বিপদ থেকে রক্ষা করাে।"
ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "খবরের চ্যানেল গুলো শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: গুজরাতে অগ্নিকাণ্ডের ভিডিও পশ্চিমবঙ্গে হিংসার ঘটনা বলে ছড়াল
তথ্য যাচাই
বুম ছবিটিকে রিভার্স সার্চ করে ২০২০ সালের ১০ জুলাই প্রকাশিত সিজিটিএনের এক প্রতিবেদনে খুঁজে পায়।
ছবিটির ক্যাপশন হিসাবে সেখানে লেখা হয়, "৮ জুলাই, ২০২০, পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের জিউজিয়াং শহরের একটি গ্রামে ভারী বৃষ্টির কারণে বন্যা হয়।"
আমরা একই দাবি সহ ছবিটি ২০২০ সালের ১১ জুলাই সাউথ চায়না মর্নিং পোস্টের এক টুইটে দেখতে পাই।
চিনের ইয়াংৎজি নদীর জলস্ফীতি হওয়ায় বন্যার ঘটনাটি ঘটে।
২০২০ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত গ্লোবাল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, সেবছর ইতিহাস গড়ে চিনে ২১টি বড় মাপের বন্যা হয়। ওই বছরে ইয়াংজি নদী এবং হলুদ নদী সহ চীনের ছয়টি প্রধান নদী অববাহিকায় বন্যা হয়েছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: নূপুর শর্মার মন্তব্য বিতর্ক: ছড়াল পুরনো সম্পাদিত কাশ্মীরের ভিডিও