প্যালেস্তাইনকে অক্ষয় কুমারের সমর্থন দাবির ভাইরাল ভিডিওটি ভুয়ো
বুম দেখে ভিডির নেপথ্যে আলাদা শব্দ জুড়ে প্যালেস্তাইনকে অক্ষয় কুমার সমর্থন করেছেন এই ভুয়ো দাবি করা হয়েছে।

ইজরায়েলের (Israel) ও প্যালেস্তাইনের (Palestine) মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে অক্ষয় কুমার (Akshay Kumar) প্যালেস্তাইনকে (Palestine) সমর্থন করেছেন, এই মিথ্যে দাবি করে কয়েকটি ভিডিও অনলাইনে শেয়ার করা হচ্ছে।
বুম যাচাই করে দেখে ভিডিওগুলি জোড়াতালি দিয়ে তৈরি করা হয়েছে। ওই অভিনেতার কয়েকটি পুরনো ভিডিওর সঙ্গে আলাদা করে অডিও বা শব্দ জুড়ে দেওয়া হয়েছে। তবে এই কাজটি কে বা কারা করেছে, তা জানা যায়নি।
সংবাদ সংস্থা রয়টর্স জানিয়েছে যে, ইজরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের সাম্প্রতিকতম সংঘর্ষের বলি হয়েছেন এক কিশোর ও দুই শিশুর মা। ১০ এপ্রিলের ওই মৃত্যুগুলির পর, প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মহম্মদ স্তায়েহ-কে বলতে শোনা যায়, “আমরা সারা বিশ্বের কাছে আবেদন করছি, তাঁরা যেন এই (ইজরায়েল) সরকারকে তার অপরাধের জন্য দায়ী করেন।”
প্রথম ভিডিওটিতে অক্ষয় কুমারকে প্যালেস্টাইনের প্রতি যে অন্যায় করা হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলতে শোনা যাচ্ছে। দ্বিতীয়টিতে তাঁর গালে প্যালেস্টাইনের পতাকা আঁকা আছে আর কপালে আরবিতে লেখা রয়েছে ‘প্যালেস্তাইন’।এবং তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আমি প্যালেস্তাইন-এর সঙ্গে আছি।” তৃতীয় ভিডিওটিতেও তাঁর গালে ও কপালে একই ছবি ও লেখা দেখতে পাই ও প্যালেস্তাইন-কে সমর্থন করার জন্য তিনি পাকিস্তান ও দুনিয়ার সব মুসলমানদের ধন্যবাদ জানান।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আর্কাইভ করা আছে এখানে।
পোস্টটি দেখুন এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ফেসবুক রিলটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দেখে, ভিডিওগুলি ভুয়ো। যেখানে অক্ষয় কুমার-কে প্যালেস্তাইন-এর প্রতি সমর্থন জানাতে শোনা যাচ্ছে, সেই শব্দের ট্র্যাকটি আলাদা করে তৈরি করে অভিনেতার অন্য ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
প্রথম ভিডিও
ভিডিওটির একটি প্রধান ফ্রেম নিয়ে গুগুলে রিভার্স ইমেজ সার্চ করলে, আমরা ৪ অক্টোবর ২০২০ প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদন দেখতে পাই। এনডিটিভি’র একটি রিপোর্টেএকই ভিডিও ব্যবহার করা হয়। এবং তাতে বলা হয়, বলিউডে মাদক সমস্যার বিরুদ্ধে সোচ্চার হন কুমার। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ওই বছর জুন মাসে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত-এর মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ ও মাদক ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হলে, কুমার ভিডিওটি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেন।
ভিডিওটি দেখুন এখানে।
ভিডিওটিতে কুমার কোথাও ‘প্যালেস্তাইন’ শব্দটি উচ্চারণ করেননি। ভাইরাল ভিডিও ও কুমারের ইনস্টাগ্রামে আপলোড করা ভিডিও দু’টি নীচে তুলনা করা হয়েছে।
বাঁদিকে ভাইরাল ভিডিও; ডানদিকে আসল ভিডিও
দ্বিতীয় ভিডিও
অক্ষয় কুমারের ইনস্টাগ্রামে আমরা একই ভিডিওর সন্ধান করি। তার ফলে, ২৪ জুন, ২০২২-এ আপলোড করা এই ভিডিওটি আমরা দেখতে পাই। ওই ভিডিওতে কুমার তাঁর অনুরাগীদের কিয়ারা আডবানী, বরুণ ধাওয়ান, নীতু কপূর ও অনিল কপূর অভিনিত ‘যুগ যুগ জিও’ ছবিটি দেখতে অনুরোধ করেন।
নীচে দু’টি ভিডিও তুলনা করা হয়েছে।
বাঁদিকে ভাইরাল ভিডিও; ডানদিকে আসল ভিডিও
প্যালেস্তাইন-এর পতাকা ও কুমারের মুখের ওপর আরবি ভাষায় লেখা, ‘প্যালেস্তাইন’ নামের একটি এফেক্ট বা লেখা বেসিয়ে দেওয়া হয়েছে। ব্যবহারকারী @soltanos0 সেটি ইনস্টাগ্র্যামে তৈরি করেন। সেটি টিকটক-এও খুব জনপ্রিয়।
আরও কয়েকজন ব্যবহারকারী ওই এফেক্ট ব্যবহার করে একই রকম দেখতে ভিডিও তৈরি করেন।
টিকটক; ইনস্টাগ্রাম
তৃতীয় ভিডিও
কুমারের কপালে একই প্যালেস্তাইন লেখা রয়েছে আরও একটি ভিডিওতে। এবং তাতে দাবি করা হয়েছে, প্যালেস্তাইনকে সমর্থন করার জন্য উনি পকিস্তানকে ধন্যবাদ জানান। ওই ভিডিওর কয়েকটি ফ্রেম নিয়ে ইয়ানডেক্স-এ রিভার্স ইমেজ সার্চ করলে আমরা ওই লেখাটি ছাড়াই একটি ভিডিও দেখতে পাই। তাছাড়া মুম্বাই পুলিশ ও ট্র্যাফিক কন্ট্রোল শাখার লোগো ছিল সেটির ওপরের দিকে।
এই স্বচ্ছ ভিডিওটি নিয়ে আমরা গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। তার ফলে, ১১ জানুয়ারি, ২০২৩ মুম্বই পুলিশের করা একটি টুইট দেখতে পাই আমরা। তাতে জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কুমারকে ট্র্যাফিক আইন ও সড়ক নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে বলতে শোনা যায়।