ব্রাজিলের শিল্পীর শিল্পকর্ম মিথ্যে দাবিতে ছড়াল মিশরের আকাশে পরী বলে
বুম যাচাই করে দেখে আসল ভিডিওটি ব্রাজিলের শিল্পী জেসান কার্লোস ২৭ জুলাই ২০১৯ ইনস্টাগ্রাম পোস্ট করেন।
সোশাল মিডিয়ায় ব্রাজিলের শিল্পীর রূপান্তরিত ডিজিট্যাল আর্টের (digital art) দৃশ্য মিথ্যে দাবি সহ মিশরের (Egypt) আকাশে স্বর্গীয় বিরল দৃশ্য বলে ছড়ানো হচ্ছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ১৬ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় আকাশ থেকে যেন এক পরী নেমে আসছে। ভিডিওটি যারা প্রত্যক্ষ করছেন সেই সব মানুষের যেন আর্তনাদের শব্দ শোনা যায়।
ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লেখা হচ্ছে, "মিশরের কায়রো তে এমন দৃশ্য দেখে মানুষ অবাক"
ভিডিওটি দেখুন এখানে।
বুম দেখে একই ক্যাপশন সহ ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
বুম রিভার্স সার্চ করে দেখে মূল ভিডিওটি ব্রাজিলের শিল্পী জেসান কার্লোস (Jessen Carlos) ২৭ জুলাই ২০১৯ ইনস্টাগ্রাম পোস্ট করেন।
কার্লোসের ইনস্টাগ্রাম পরিচিতি অনুযায়ী তিনি একজন ডিজিট্যাল আর্ট শিল্পী।
কার্লোস ২৭ জুলাই ২০১৯ ভিডিওটিইনস্টাগ্রামে পোস্ট করে পর্তুগীজ ভাষায় ক্যপশন লেখেন, যার ভাষান্তরিত অর্থ, "আকাশে স্বর্গের পরী, জাও পেসোয়া, জেসান কার্লোসের শিল্প" (পর্তুগীজ ভাষায় ক্যপশন: Anjo no céu , João Pessoa, arte de Jessen Carlos )।
মূল ভিডিওটিতে অবশ্য নেপথ্যে সুর শোনা যাচ্ছে। ভাইরাল ভিডিওটিতে আর্তনাদের শব্দ সম্পাদনা করে জুড়ে দেওয়া হয়েছে।
কার্লোস ১৭ ডিসেম্বর ২০১৯ ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে বিস্তারিত পদ্ধতি দেখান। ২ মিনিট ৯ সেকেন্ডের ওই দৃশ্য কিভাবে কম্পিটার সফটওয়্যারে তৈরি করেছেন তা কার্লোস বিস্তারিত ভাবে দেখান।
৬ ডিসেম্বর ২০২১ এএফপি ভিডিওটির তথ্য-যাচাই করেছে।
আরও পড়ুন: তৃণমূল জাতীয় দল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাঁটাই ভিডিও ছড়াল বিজেপি