BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • তৃণমূল জাতীয় দল প্রসঙ্গে মমতা...
ফ্যাক্ট চেক

তৃণমূল জাতীয় দল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাঁটাই ভিডিও ছড়াল বিজেপি

বুম যাচাই করে দেখে ২ ফেব্রুয়ারি ২০২২ সাংগঠনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় শুধরে নিয়ে ২০১৬ সাল উল্লেখ করেন।

By - Sk Badiruddin |
Published -  4 Feb 2022 3:37 PM IST
  • তৃণমূল জাতীয় দল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাঁটাই ভিডিও ছড়াল বিজেপি

    পশ্চিমবঙ্গ (West Bengal) বিজেপি (BJP) ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যের ছাঁটাই ভিডিও শেয়ার করে ভুয়ো দাবি করছে, তিনি নাকি বলেছেন তৃণমূল কংগ্রেস ১৯১৬ সালে নির্বাচন কমিশনের কাছ থেকে জাতীয় দলের মর্যদা পায়।

    ৯ সেকেন্ড দীর্ঘ ওই ভিডিওটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের চোয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, "এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস—স্বীকৃতি আমরা ১৯১৬ সালেই পেয়ে গেছি ইলেকশান কমিশনের দ্বারা।"

    ভিডিওটি ফেসবুকে পোস্ট করে পশ্চিমবঙ্গ বিজেপি ক্যাপশন লেখে, "'১৯১৬ সালেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি পেয়ে গেছি আমরা' - মমতা ব্যানার্জী। একের পর এক স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসকে বিকৃত করবার পর, মমতা ব্যানার্জীর নতুন টার্গেট নিজেরই দল তৃণমূল!"

    ভিডিওটি দেখুন এখানে। ভিডিওটি আর্কাইভ করা আছে এখানে।

    "'১৯১৬ সালেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি পেয়ে গেছি আমরা' - মমতা ব্যানার্জী" এই ক্যাপশন সহ ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

    ভিডিওটি দেখুন এখানে।

    আরও পড়ুন: মদ্যপ অবস্থায় নাচের পুরনো সম্পর্কহীন ভিডিওটি অসমের বিজেপি বিধায়কের নয়

    তথ্য যাচাই

    বুম মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ফেসবুক পেজে তাঁর বক্তব্যের মূল ভিডিওটি খুঁজে পায়।

    ২ ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১ টা ২৮ মিনিটে লাইভ সম্প্রচারিত হওয়া ওই ভিডিওর ক্যাপশন, "সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। Organizational election of All India Trinamool Congress 2022 সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। Organizational election of All India Trinamool Congress 2022"

    নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ওই বক্তব্য রাখেন।

    ৫ মিনিট ৩০ সেকেন্ড সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেখা যায়, "এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্বীকৃতি আমরা ১৯১৬ সালেই পেয়ে গেছি ইলেকশান কমিশনের দ্বারা।" পরক্ষণেই ভুল শুধরে নিয়ে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস এটা ২০১৬ সালে। তৃণমূল কংগ্রেস এটা নয় শুধু ওয়েস্ট বেঙ্গলের ইউনিট হিসেবে অ্যাফিলিয়েডেট। ইটস এ ন্যাশানাল পার্টি নাও।"

    সোশাল মিডিয়ায় প্রথমাংশের বক্তব্য ছড়িয়ে ভুয়ো দাবি করা হচ্ছে।

    নির্বাচন কমিশনের নথি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জাতীয় দলের স্বীকৃতি পায় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে। দিল্লিস্থিত মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের নথি দেখুন এখানে।

    তৃণমূল কংগ্রেসের জাতীয় দল হিসেবে স্বীকৃতি পাওয়ার ব্যাপারে ২ সেপ্টেম্বর ২০১৬ প্রকাশিত দ্য হিন্দুর প্রতিবেদন পড়া যাবে এখানে।

    জাতীয় রাজনৈতিক দলের মর্যাদার শর্ত

    ১৯৬৮ সালের নির্বাচনী প্রতীকের নিয়ম অনুয়ায়ী চার বা তার অধিক রাজ্যের লোকসভা ও বিধানসভা ভোটে যদি কোন দলের প্রার্থী প্রদত্ত ভোটের ৬ শতাংশ ভোট পায় এবং লোকসভায় ৪ জন সদস্য থাকে তাহলে সেটি জাতীয় দলের মর্যাদা পাবে।

    মোট লোকসভা আসনের ২ শতাংশ থাকতে হবে এবং সদস্যদের তিনটি রাজ্য থেকে আসতে হবে।

    আরও পড়ুন: ভুয়ো দাবিতে ছড়াল কানাডার প্রধনমন্ত্রী জাস্টিন ট্রুডোর রেস্তোরাঁতে খাবার খাওয়ার ছবি

    Tags

    Mamata BanerjeeCropped VideoFake NewsFact CheckTMC#West BengalBJP
    Read Full Article
    Claim :   মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূল কংগ্রেস ১৯১৬ সালে জাতীয় দলের মর্যাদা পেয়েছে
    Claimed By :  BJP West Bengal & Facebook Posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!