প্যালেস্টাইন-যোগে ভুয়ো দাবিতে ছড়াল আমেরিকায় বিচারককে আক্রমণের ভিডিও
বুম দেখে ভিডিওয় আদতে জানুয়ারি ২০২৪-এ লাস ভেগাসের আদালতে সাজা ঘোষণার সময় বিচারকের উপর হামলা করতে দেখা যায় এক অভিযুক্তকে।



এক ব্যক্তির টেবিলে বসা একজন মহিলাকে আচমকাই হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি সম্প্রতি শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন সেখানে একজন প্যালেস্টাইনের (Palestine) সাংবাদিকের (journalist) আমেরিকান (American) এক মন্ত্রীকে (minister) আক্রমণ (attack) করার দৃশ্য দেখা যায়।
বুম দেখে ভাইরাল ভিডিও পুরনো। ২০২৪ সালের জানুয়ারি মাসে, আমেরিকার লাস ভেগাসের একটি আদলতে এক অভিযুক্তর সাজা ঘোষণার সময় বিচারক মেরি কে হলথুসকে হামলা করার ভিডিও এটি।
ইজরায়েলের ক্রমাগত আক্রমণে বিধ্বস্ত প্যালেস্টাইনের গাজা শহর। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৭ এপ্রিল বৈঠক করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন।
এরই মধ্যে ২৪ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ক্লিপটিতে আক্রান্ত মহিলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা ছাড়াও একটি নীল রঙের পতাকাও দেখা যায়।মহিলার উপর ওই ব্যক্তি হামলা করলে আশে পাশের নিরাপত্তা রক্ষীদের ওই ব্যক্তিকে ছাড়িয়ে নিতে দেখা যায়।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "আমেরিকান মন্ত্রী ফিলিস্তিনের সবাইকে হ'ত্যা করতে হ্যাঁ বলেছে। সাথে সাথে ফিলিস্তিনি এক মুসলিম সাংবাদিক সিংহের মত ঝাঁপিয়ে পড়ে ঐ মন্ত্রীর উপর। এটাকে বলে সাংবাদিকতা। এটাই বীর একজন বীর মুসলিমের পরিচয়। মুসলমান এমন হওয়া উচিত।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
এক্সেও একই দাবিসহ ভিডিওটি ভাইরাল হয়েছে।
আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম লক্ষ্য করে ভিডিওর নীচে বাঁ দিকে ৩ জানুয়ারি, ২০২৪ তারিখটি লেখা দেখা যায় যা থেকে বোঝা যায় ঘটনাটি সাম্প্রতিক নয়।
এরপর, আমরা ভিডিওটির কিফ্রেমের গুগলে রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা একাধিক সংবাদ প্রতিবেদন থেকে জানতে পারি ভিডিওটি ২০২৪ সালের জানুয়ারি মাসে লাস ভেগাসের একটি আদালতের এবং সেখানে কোনও প্যালেস্টিনীয় সাংবাদিককে কোনও আমেরিকান মন্ত্রীকে আক্রমণ করতে দেখা যায় না।
আমরা দ্য লন্ডন স্ট্যান্ডার্ডের ৪ জানুয়ারি, ২০২৪-এ ইউটিউবে আপলোড করা ভিডিও রিপোর্টে ভাইরাল ভিডিওর দৃশ্যগুলি দেখতে পাই। রিপোর্ট অনুসারে, লাস ভেগাসের ক্লার্ক কাউন্টি জেলা আদালতে সাজা শুনানির সময় নেভাডার বিচারক মেরি কে হলথুসকে আচমকাই ওই মামলার আসামি টেবিল টপকে হামলা করে। বিচারক হলথুস ঘটনায় আহত হন।
প্রতিবেদনটি দেখুন এখানে।
সেসময় আনন্দবাজার পত্রিকাও এই ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।
ভাইরাল ভিডিওর দৃশ্যসহ বিবিসি নিউজের ১১ ডিসেম্বর, ২০২৪-এর প্রতিবেদন অনুসারে, ডিওব্রে রেডেনকে বিচারকের উপর হামলা করার জন্য ২৬ থেকে ৬৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রয়টার্স ১২ ডিসেম্বর, ২০২৪-এ ডিওব্রে রেডেনকে দেওয়া সাজা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।