BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ভাইরাল ভিডিওয় অনন্ত পদ্মনাভস্বামীর...
ফ্যাক্ট চেক

ভাইরাল ভিডিওয় অনন্ত পদ্মনাভস্বামীর মূর্তি ৩০০০ বছরের পুরনো নয়

বুম দেখে অনন্ত পদ্মনাভস্বামীর মূর্তিটি শিব নারায়ণ জুয়েলার্সের তৈরি এবং ২০২৩ সালের অগাস্ট মাসে মূর্তিটি উদ্বোধন করা হয়।

By - Srijanee Chakraborty |
Published -  20 Jan 2025 3:40 PM IST
  • ভাইরাল ভিডিওয় অনন্ত পদ্মনাভস্বামীর মূর্তি ৩০০০ বছরের পুরনো নয়
    CLAIMভিডিওয় ৭,৮০০ কিলোগ্রাম খাঁটি সোনা, ৭,৮০,০০০টি হীরে এবং ৭৮০ ক্যারাট হীরে দিয়ে তৈরি অনন্ত পদ্মানাভস্বামীর ৩০০০ বছরের পুরনো মূর্তি দেখা যাচ্ছে।
    FACT CHECKমূর্তিটি শিব নারায়ণ জুয়েলার্স তিরুঅনন্তপুরমের ভীম জুয়েলার্সের চেয়ারম্যান ডঃ বি গোবিন্দনকে উৎসর্গ করে তৈরি করে এবং ২০২৩ সালের অগাস্ট মাসে মূর্তিটি উদ্বোধন করা হয়।
    Listen to this Article

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত শয্যার একটি সোনা দিয়ে তৈরি হীরক খচিত মূর্তির ভিডিও ভাইরাল হয়েছে ভুয়ো দাবি সমেত। ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন, অনন্ত পদ্মনাভস্বামীর (Anantha Padmanavaswamy) মূর্তিটি ৩০০০ বছরের পুরনো যা কেরলের তিরুঅনন্তপুরমের (Thiruvananthapuram) একটি মন্দিরে পাওয়া গেছে।

    বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো। শিব নারায়ণ জুয়েলার্স মূর্তিটি তিরুঅনন্তপুরমের ভীম জুয়েলার্সের চেয়ারম্যান ডঃ বি গোবিন্দনকে উৎসর্গ করে তৈরি করে এবং ২০২৩ সালের অগাস্ট মাসে তার উদ্বোধন করা হয়।

    আরও পড়ুন -বিভ্রান্তিকর দাবিতে ছড়াল ২০২৩ সালে তোলা হাওয়াইয়ের পুরনো ছবি

    ৪৮ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "_7,800 কিলোগ্রাম খাঁটি সোনা, 7,80,000 হীরা এবং 780 ক্যারেট অতিরিক্ত হীরা দিয়ে মোড়া, 'অনন্ত পদ্মনাভো' স্বামীর পুরনো মূর্তিটি, 3000 বছরেরও বেশি পুরনো বলে জানা গেছে।_ _অনন্ত মানে অসীম আর পদ্মনাভো অর্থাৎ, পদ্মফুলের নাভি থেকে জন্মগ্রহণ করেছেন।_ _যদিও মন্দিরটি তিন সহস্র বছরের অধিক পুরানো, কিন্তু আজ থেকে কেবল মাত্র 13/14 বছর আগে, অর্থাৎ June 2011 সালে, এই মন্দিরটির অস্তিত্বের কথা, আন্তর্জাতিক ভাবে জানা যায়।_ _কথিত আছে যে, এর বর্তমান মূল্য কয়েক হাজার লক্ষ কোটি টাকা এবং আধুনিক বিশেষজ্ঞরা বলেছেন যে, এর *সঠিক* মূল্য অনুমান করা যায় না।__পৃথিবীর সব থেকে ধনি দেবতার অবস্থান, এই মন্দিরটির *আনুমানিক* মূল্য, 22 মিলিয়ন ডলার, বা 1,874,633,200,000 টাকা বলে ধার্য করা হয়।_ _এই মন্দিরটি, ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা।_ _জানা গেছে, ফ্রান্স থেকে আমন্ত্রিত বিশেষজ্ঞদের দল, বিস্বিত হয়েছেন এই সৃষ্টি দেখে।_ _যারা ব্যক্তিগতভাবে যেতে পারেননা, তারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারেন।_ _মন্দিরের অবস্থান, থিরুভানতাপুরাম, কেরালা।"


    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    একই দাবিসহ ভিডিওটি হোয়াটস্যাপেও ভাইরাল হয়েছে।

    আরও পড়ুন -মহাকুম্ভের ড্রোন শো দাবি করে ভাইরাল টেক্সাসের ভিডিও

    তথ্য যাচাই

    বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে যার মাধ্যমে আমরা একটি ফেসবুক পোস্ট পাই। ভাইরাল ভিডিওসহ ওই পোস্টে আমরা দেখি ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, "শিব নারায়ণ জুয়েলার্স হায়দরাবাদ।"


    পোস্টটির আর্কাইভ দেখুন এখানে।

    এর থেকে ইঙ্গিত নিয়ে আমরা গুগলে একটি সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করি যার ফলে আমরা ৬ অগাস্ট, ২০২৩-এর একটি ইনস্টাগ্রাম পোস্ট পাই যেখানে ভিডিওটি আপলোড করা হয়েছে। পোস্টের ক্যাপশন অনুযায়ী, মূর্তিটি কেরলের তিরুঅনন্তপুরমের শ্রী অনন্ত পদ্মনাভস্বামী মন্দিরের অনন্ত শয্যায় শ্রী বিষ্ণুর মূর্তির থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি।

    ক্যাপশনে আরও বলা হয়, মূর্তিটি শিব নারায়ণ জুয়েলার্স তিরুঅনন্তপুরমের ভীম জুয়েলার্সের চেয়ারম্যান ডঃ বি গোবিন্দনকে উৎসর্গ করে তৈরি করেছে।

    View this post on Instagram

    A post shared by I Love Trichy (@ilovetrichy)

    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    এছাড়াও, আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে ইউটিউবে ভাইরাল ভিডিওর দৃশ্যমান মূর্তিকে কেন্দ্র করে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন পাই, যেখানে বলা হয়েছে মূর্তিটির প্রস্তুতকারক শিব নারায়ণ জুয়েলার্স।

    পিটিআইয়ের ২২ অগাস্ট, ২০২৩-এর একটি প্রতিবেদন থেকে জানা যায় গিনেস বিশ্ব রেকর্ডের অধিকারী শিব নারায়ণ জুয়েলার্স ২.৮ কেজি সোনা ও ৭৫০০০ উচ্চমানের হীরে দিয়ে তৈরি ১৮ ইঞ্চির অনন্ত পদ্মনাভস্বামীর মূর্তিটি তৈরি করেছে। ভিডিওতে শিব নারায়ণ জুয়েলার্সের এমডি তুষার আগরওয়ালের বক্তব্যও শোনা যায়, যেখানে তিনি বলেন, মূর্তিটি তৈরির পরিকল্পনা আড়াই থেকে তিন বছর ধরে তারা করছেন। তিনি বলেন, পরিকল্পনা করার পর ৩২ জন কারিগর দুই মাসে মূর্তিটি তৈরি করেন।

    মানি কন্ট্রোল, ভি৬ নিউজ তেলেগু ও এএনআইয়ের মতো সংবাদমাধ্যমও এবিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। দেখুন এখানে, এখানে ও এখানে।

    বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত ৫ অগাস্ট, ২০২৩ সালের প্রতিবেদন থেকে জানা যায়, মূর্তিটি ২০২৩ সালের ভারতীয় আন্তর্জাতিক জুয়েলারি প্রদর্শনীতে উদ্বোধন করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, মূর্তিটি বানিয়ে শিব নারায়ণ জুয়েলার্স তাদের নবম গিনেস বিশ্ব রেকর্ডের করার সম্ভাবনা তৈরি করে। প্রতিবেদনটি পড়ুন এখানে।

    আরও পড়ুন -না, ভিডিওটিতে বিল গেটসকে মহাকুম্ভ মেলায় যোগদান করতে দেখা যায় না

    Tags

    Thiruvananthapuramfact check
    Read Full Article
    Claim :   ভিডিওয় ৭,৮০০ কিলোগ্রাম খাঁটি সোনা, ৭,৮০,০০০টি হীরে এবং ৭৮০ ক্যারাট হীরে দিয়ে তৈরি অনন্ত পদ্মানাভস্বামীর ৩০০০ বছরের পুরনো মূর্তি দেখা যাচ্ছে।
    Claimed By :  Facebook users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!