অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের প্যালেস্তাইনকে সমর্থনের ছবিটি এআইয়ের তৈরী
বুম যাচাই করে দেখে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে এই ছবি তৈরী করা হয়েছে।
স্প্যানিশ ফুটবল দল অ্যাটলেটিকো মাদ্রিদের (Atletico Madrid) সমর্থকদের প্যালেস্তাইনকে সমর্থন জানিয়ে পতাকা ওড়ানোর এক এআই দ্বারা তৈরী (AI Generated Image) ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম দেখে এটি কোনও আসল দৃশ্য নয়, এআই পদ্ধতি ব্যবহার করে এই ছবি তৈরী করা হয়েছে।
এমাসের শুরুতেই ইজরায়েল ও প্যালেস্তাইনের হামাস জঙ্গিদের মধ্যে এক চূড়ান্ত সংঘাত শুরু হয় যার কারণে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এই সংঘাত নজর কেড়েছে বিশ্বের বহু দেশের এবং জাতিসংঘ এই সংঘাতের কারণে এক জরুরি বৈঠকের আয়োজনও করে যেখানে এই সংঘর্ষ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরই মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা প্যালেস্তাইনের পতাকা ওড়াচ্ছেন দাবি করে ভাইরাল হয় এই ছবি।
এক ফেসবুক ব্যবহারকারী সেই ছবি পোস্ট করে লেখেন, "ধন্যবাদ অ্যাটলেটিকো মাদ্রিদ ভক্ত...তোমাদের প্রতি ভালোবাসা বেড়ে গেল আই লাভ ফিলিস্তিন.তোমাদের জন্য অনেক শুভ কামনা।"
এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম দেখে এই ছবিটি কোনো বাস্তব দৃশ্য দেখায় না এবং এটি এআইয়ের সাহায্যে তৈরী করা হয়েছে।
আমরা এই ছবিতে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করি যার মধ্যে রয়েছে সমর্থকদের অস্বাভাবিক শরীরের অঙ্গ যার মাধ্যমে অনুমান করা যায় ছবিটি এআই দ্বারা তৈরী। কারণ অনেক ক্ষেত্রেই এআই ব্যবহার করে যে দৃশ্য তৈরী করা হয়েছে সেখানে মানুষের শরীরের অঙ্গ সঠিক ভাবে তৈরী হয়নি বলে লক্ষ্য করা গেছে।
এরপর আমরা এই ছবি দুটি এআই যাচাইয়ের টুলের সাহায্যে পরীক্ষা করে দেখার চেষ্টা করি। এই দুটি টুল, এআই ওর নট এবং হাইভ ডিটেক্টর, ব্যবহার করে জানতে পারা যায় ছবিটি এআই পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এরপর আমরা গুগলে রিভার্স ইমেজ সার্চ করি এবং অ্যাটলেটিকো ইউনিভার্স নামক এক্স প্রোফাইলে এই ছবিটি খুঁজে পাই যা পোস্ট করা হয় ১৮ অক্টোবর ২০২৩ তারিখে।
আমরা তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের সাথে সরাসরি মেসেজের মাধ্যমে যোগযোগ করায় ওই প্রোফাইলের তরফ থেকে ছবিটি তারাই এআই ব্যবহার করে তৈরী করেছেন বলে আমাদের নিশ্চিত করা হয়।