BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • মেক্সিকো ফুটবল সমর্থকের টিভি ভাঙার...
ফ্যাক্ট চেক

মেক্সিকো ফুটবল সমর্থকের টিভি ভাঙার ভিডিও ভারত-পাকিস্তান খেলার বলে ছড়াল

বুম দেখে ভিডিওটি ২০২২ সালের ডিসেম্বর মাসে ফিফা বিশ্বকাপ থেকে মেক্সিকো ফুটবল দলের বাদ পড়ার সময়কার।

By -  Anmol Alphonso
Published -  25 Oct 2023 5:47 PM IST
  • মেক্সিকো ফুটবল সমর্থকের টিভি ভাঙার ভিডিও ভারত-পাকিস্তান খেলার বলে ছড়াল
    Listen to this Article

    সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের ঘটনার সাথে জুড়ে এক ব্যক্তির টিভি ভেঙে ফেলার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করেন নেটিজেনদের অনেকে দাবি করে ভারতের কাছে পাকিস্তানের (Pakistan) পরাজয়ের পর এভাবেই একজন পাকিস্তান সমর্থক নিজের টিভি ভেঙে ফেলছেন।

    বুম যাচাই করে দেখে পুরনো এই ভিডিওর সাথে সাম্প্রতিক ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচের কোনো যোগাযোগ নেই। এই ভিডিওতে আদতে একজন মেক্সিকো ফুটবল সমর্থককে দেখতে পাওয়া যায় যিনি মেক্সিকো ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ থেকে বাদ পড়ে গেলে টিভি ভেঙে ফেলার চেষ্টা করেন।

    ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে এবছরের ১৪ অক্টোবর ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪২.৫ ওভারে পাকিস্তান ১৯১ রান করলেও ভারতীয় দলের খেলোয়াড়রা মাত্র তিনটি উইকেট হারিয়ে খুব সহজেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছতে সক্ষম হয়। এরই প্রেক্ষিতে পাকিস্তান সমর্থকের টিভি ভেঙে ফেলার দাবি করে সমাজ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও।

    একজন ব্যবহারকারী এই ভিডিও ফেসবুকে পোস্ট করে লেখেন, "আজ টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল তখন একজন পাকিস্তানী ভক্ত তার টিভি ভেঙে ফেলেন।"


    ভিডিওটির আর্কাইভ এখানে দেখা যাবে।

    আরও পড়ুন -ক্রিকেটে নেদারল্যান্ডের জয়ের পর সমর্থকদের নাচের সম্পাদিত ভিডিও ছড়াল

    তথ্য যাচাই

    বুম দেখে এই ভিডিওটি ডিসেম্বর ২০২২ সালের যখন একজন মেক্সিকোর ফুটবল দলের সমর্থক কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে তার টিমের পরাজয়ের পরে নিজের টিভি ভেঙে ফেলেন।

    আমরা 'ফ্যান টিভি ভাঙা' জাতীয় কিছু কিওয়ার্ড দিয়ে যখন গুগলে সার্চ করে ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন খুঁজে পাই যেখানে টিভি ভাঙার এই ভিডিও উপস্থিত রয়েছে। ওই প্রতিবেদনগুলি থেকে জানা যায়, ২৭ নভেম্বর ২০২২ তারিখে মেক্সিকো ২-০ ব্যবধানে আর্জেন্টিনার কাছে গ্রূপ স্টেজে হেরে যায় যার সাথে তাদের বিশ্বকাপের সফরও শেষ হয়। তারপরেই ঘটে এই টিভি ভাঙার ঘটনা।

    বার্সটুল স্পোর্টস নামক মার্কিন ক্রীড়া সংবাদমাধ্যমও তাদের এক্স প্রোফাইলে ভিডিওটি পোস্ট করে এক ব্লগের মাধ্যমে যার লিংক এখানে দেখা যাবে।

    This Mexican Soccer Fan Stabbing His TV To Death With A Knife Was A Perfectly Acceptable Way To React To Mexico Getting Eliminated From The World Cup https://t.co/gDBHHsK0Rh pic.twitter.com/X53C7z3Y7F

    — Barstool Sports (@barstoolsports) December 1, 2022

    এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সেই সময় স্প্যানিশ ক্যাপশন সহ ভাইরাল হয়।

    Señor enojado pegándole a la tele viendo partido de mexico mad man hitting tv screen video pic.twitter.com/Rh09Y7voJO

    — video collection (@lIytae) December 9, 2022

    এছাড়াও টিভি ভাঙতে দেখতে পাওয়া ব্যক্তিটির পোশাকের সাথে আমরা মেক্সিকোর ফুটবল টিমের জার্সির একটি তুলনা করি যার থেকে বোঝা যাচ্ছে এই দুটি পোশাকের মধ্যে মিল রয়েছে। নিচে সেই তুলনা দেখতে পাওয়া যাবে।


    বুম স্বাধীনভাবে এই ঘটনার প্রেক্ষাপটের তদন্ত করতে পারেনি। তবে আমরা নিশ্চিত হতে পারি যে এই ভিডিওর সাথে সাম্প্রতিক ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া ক্রিকেট বিশ্বকাপে খেলার কোনো সম্পর্ক নেই।

    আরও পড়ুন -এই ভিডিও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্যালেস্তাইনের পতাকা ওড়ানোর নয়


    Tags

    ICC World CupIndian Cricket TeamIndia Pakistan
    Read Full Article
    Claim :   ভিডিওতে দেখা যায় পাকিস্তান ক্রিকেট সমর্থক ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের পর টিভি ভেঙে ফেলছে
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!