সিলেটের বন্যায় অটল মন্দির ভুয়ো দাবিতে ছড়াল মধ্যপ্রদেশের ভিডিও
বুম যাচাই করে দেখে মধ্যপ্রদেশের সারাংপুরের নদী-বক্ষে শ্রী কপিলেশ্বর শিব মন্দিরের ভিডিওটি ২০২১ সাল থেকে অনলাইনে রয়েছে।
বাংলাদেশের (Bangladesh floods) সিলেট ও সুনামগঞ্জে বন্যার সময় জলে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মন্দির ভুয়ো দাবিতে ছড়াল মধ্যপ্রদেশের সারংপুরের (Sarangpur) শ্রী কপিলেশ্বর শিব মন্দির (Shri Kapileshwar Mahadev Mandir)।
বিবিসি বাংলাতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অতিবৃষ্টির ফলে সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রাম সহ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলি বন্যার কবলে। সিলেটে প্রায় ৮৬ টি দুর্যোগ মেকাবিলা কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ৭ হাজার বন্যাকবলিত মানুষ। বুধবার অতিবৃষ্টির কারণে সিলেটের বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই প্রেক্ষিতেই ভাইরাল ভিডিওটি ছড়ানো হচ্ছে।
ফেসবুকে পোস্ট করা ৩০ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে দেখা যায় একটি নদী বক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটি মন্দির যার চারদিকে অথৈ জলস্রোত।
ভিডিওটি একই ক্যাপশন সহ ব্যাপকভাবে ফেসবুকে শেয়ার করে লেখা হয়েছে, "হাজার হাজার ঘর-বাড়ি সিলেট -সুনামগঞ্জে নদীর জলে তলিয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের ঘর (মন্দির) এখনো মাথা উচু করে দাড়িয়ে আছে"
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়, মধ্যপ্রদেশের সারংপুরের শ্রী কপিলেশ্বর শিব মন্দির।
বুম ভাইরাল ভিডিওর মূল ফ্রেমগুলি রিভার্স সার্চ কর দেখে ২৯ সেকেন্ড দীর্ঘ একই দৃশ্যের ভিডিওটি ১৫ সেপ্টেম্বর ২০২১, ইউটিউবে হিন্দি শিরোনাম সহ আপলোড করা হয়। শিরোনামের বাংলা অনুবাদ, "শ্রী কপিলেশ্বর মন্দির সারাংপুর" (মূল হিন্দিতে শিরোনাম: श्री कपिलेश्वर मंदिर सारंगपुर)
মন্দিরটির নাম সহ ইউটিউবে সার্চ করলে একাধিক ভিডিওর দেখা মেলে। ২০১৯ সালের অগস্ট মাসের আরেকটি ভিডিওতে প্লাবিত জলস্রোতের মাঝে মন্দিরটি দেখা যাবে।
ম্যাপে মন্দিরের অবস্থান
বুম গুগল ম্যাপসে মধ্যপ্রদেশের সারাংপুরে অবস্থিত শ্রী কপিলেশ্বর মহাদেব মন্দিরটি চিহ্নিত করতে পেরেছে। বুম গুগল ম্যাপসে এবছরের মে মাসে আপলোড করা মন্দিরের একটি ছবি দেখে। ছবিটিতে মন্দিরের পিছনে হাইটেনশন বিদ্যুতের খুঁটিটি হবহু মিলে যায় ভাইরাল ভিডিওটির সঙ্গে।
দৈনিক ভাস্করের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কালিসিন্ধ নদীর মাঝে বাঁধে অবস্থিত এই মন্দির দেওয়াস স্টেটের মহারাজা পুনর্নিমান করেন ৮০০ বছর আগে।