না, টাটা স্টিলের সিইও বলেননি ন্যানোর বাংলা ছাড়ার জন্য দায়ী বুদ্ধদেব
বুম দেখে টাটা স্টিলের সিইও টিভি নরেন্দ্রনের রাখা এক বক্তব্যের সম্পাদিত অংশ তুলে ধরে ভুয়ো দাবিটি করা হয়েছে।
টাটা স্টিলের (Tata Steel) প্রধান কার্যনির্বাহী আধিকারিক (Chief Executive Officer) টিভি নরেন্দ্রন (TV Narendran) বলেছেন সিপিআইএম (CPIM) নেতা তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) ঔদ্ধত্যের জন্যই ন্যানো কারখানা বাংলা থেকে সরে গিয়েছিল দাবি করে এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
বুম দেখে সম্পাদিত এই ভিডিওটি এবছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে টাটা স্টিলের সিইও টিভি নরেন্দ্রনের রাখা এক বক্তব্যের অংশবিশেষ। নরেন্দ্রন তার ওই বক্তব্যের কোথাও সিঙ্গুর থেকে টাটার ন্যানো কারখানা সরিয়ে নেয়ার সিদ্ধান্তের জন্য তৎকালীন সিপিআইএম শাসিত বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর ঔদ্ধত্যকে দায়ী করেননি।
৪৫ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে টিভি নরেন্দ্রনকে পশ্চিমবঙ্গে টাটার উপস্থিতি, সংস্থার বিনিয়োগ, বাংলায় তাদের বাণিজ্যিকভাবে ভালো অভিজ্ঞতার বিষয়ে বক্তব্য রেখে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য কামনা করতে শোনা যায়। ভিডিওটির ক্যাপশন হিসেবে লেখা হয়, "সিপিএমের মিথ্যাচারের জবাব দিলেন টাটা স্টিলের CEO T.V. Narendran #JomiChorBuddho র ঔদ্ধত্যের জন্যই টাটা ন্যানো সরে গেছিল"।
প্রসঙ্গতঃ, সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সিঙ্গুর থেকে টাটার চলে যাওয়ার জন্য দায়ী পূর্বতন সিপিআইএম শাসিত সরকার। ভিডিওটি এই প্রেক্ষিতেই শেয়ার করা হচ্ছে সোশাল মিডিয়ায়।
ভিডিওটি শেয়ার করে এক টুইটার ব্যবহারকারী লেখেন, "সিপিএমের মিথ্যাচারের জবাব দিলেন টাটা স্টিলের CEO T.V. Narendran #JomiChorBuddho"।
টুইটটির আর্কাইভ দেখা যাবে এখানে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল ভিডিওর থেকে একটি ফ্রেম নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করলে এফআইসিসিআই এর যাচাই করা টুইটার হ্যান্ডেল থেকে করা টুইটে বেশ কিছু ছবি খুঁজে পাই। ওই ছবিগুলির সাথে ভাইরাল ভিডিওয় দেখতে পাওয়া দৃশ্যের মিল পাওয়া যায়।
টুইটটি দেখতে ক্লিক করুন এখানে।
২০২২ সালের ২০ এপ্রিল আপলোড করা ওই টুইটের ক্যাপশন থেকে জানা যায় সেগুলি কলকাতায় অনুষ্ঠিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের। অতঃপর, সংশ্লিষ্ট কীওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ করলে এবিপি আনন্দের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে টিভি নরেন্দ্রনের বক্তব্যটির এক দীর্ঘ সংস্করণ আমরা খুঁজে পাই।
২০ এপ্রিল, ২০২২ প্রকাশিত সংবাদ বুলেটিনটির শিরোনাম হিসেবে লেখা হয়, "BGBS: রাজ্যে শিল্প পরিকাঠামো গড়ে তোলার পথে এই সম্মেলন একটি মাইলফলক: টিভি নরেন্দ্রন।"
এবিপি আনন্দের সেই ভিডিও রিপোর্টে টিভি নরেন্দ্রনকে কোথাও সিঙ্গুর, সিপিআইএম,বাম সরকার বা টাটা কোম্পানির বাংলা ছাড়ার বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। ভিডিওটির ৩ মিনিট ৩৬ সেকেন্ড থেকে ৪ মিনিট ২০ সেকেন্ড অংশে নরেন্দ্রনের ভাইরাল ভিডিওর বক্তব্যটি শোনা যাবে।
পশ্চিমবঙ্গের সাথে টাটা সংস্থার সম্পর্কের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্রন বলেন, "টাটা স্টিল বহু বছর ধরে এই রাজ্যে বিনিয়োগ করে চলেছে। এখানে আমাদের বাণিজ্যিক সদর দপ্তর, চৌরঙ্গিতে আইকনিক টাটা সেন্টার... হলদিয়া ও খড়্গপুরে আমাদের কারখানা রয়েছে এবং আমাদের বৃদ্ধি হয়ে চলেছে।"
নরেন্দ্রন আরও বলেন (ভাইরাল ভিডিওর অংশ), "...এখন আমরা খড়্গপুরে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করে এক সম্প্রসারণের মাঝখানে রয়েছি এবং সেখানে আমাদের কার্যক্ষমতা দ্বিগুণ করছি। আমার সরকারকে ধন্যবাদ জানানো উচিত কারণ আমাদের জন্য এটি এক চমৎকার অভিজ্ঞতা এবং আমরা এই রাজ্যে বিনিয়োগ করে বৃদ্ধি অব্যাহত রাখব। টাটা সংস্থারও এই রাজ্যে এক শক্তিশালী উপস্থিতি রয়েছে টিসিএসের (টাটা কনসালটেন্সি সার্ভিস) উল্লেখযোগ্য এক উপস্থিতির মাধ্যমে.....এছাড়াও তাজ সংস্থার হোটেলগুলির এখানে বৃদ্ধি হচ্ছে... টাটার নানা প্রধান দপ্তর থাকার পাশাপাশি সংস্থার বিভিন্ন অফিসও এই রাজ্যে রয়েছে। আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বিশ্বমানের এক টাটা ক্যান্সার হাসপাতাল এই রাজ্যে তৈরি করা হয়েছে এবং আমাদের জন্য এই রাজ্য ও কলকাতার সাথে যুক্ত থাকা এক সৌভাগ্যের বিষয়। আমি তাই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দুর্দান্ত সাফল্য কামনা করি। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের ধন্যবাদ।"
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ফেসবুক পেজের তরফ থেকে সেসময় নরেন্দ্রনের বক্তব্যটি লাইভ সম্প্রসারণ করা হয়েছিল। এছাড়াও টাটা স্টিলের সিইও হিসেবে টিভি নরেন্দ্রন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিষয়ে ভাইরাল দাবির অনুরূপ কোনও মন্তব্য করেছেন এমন কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদনও আমরা খুঁজে পাইনি।
আরও পড়ুন: সাকিব আল হাসান এর প্রশংসায় পাকিস্তানি ক্রিকেটাররা? ভুয়ো টুইটে ভুয়ো খবর