ভারতে মসজিদে আগুন লাগানোর দাবিতে ছড়াল ইন্দোনেশিয়ার ভিডিও
বুম দেখে ইন্দোনেশিয়ার এই ভিডিওতে লুউক সেন্ট্রাল মার্কেটে ঘটা সাম্প্রতিক এক অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পাওয়া যায়।
সম্প্রতি এক মসজিদে (Mosque) আগুন লেগে যাওয়ার ভিডিও পোস্ট করে দাবি করা হয় ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সমর্থনকারীরা মসজিদটিতে আগুন লাগিয়ে দিয়েছে।
বুম যাচাই করে দেখে ভিডিওটি ইন্দোনেশিয়ার। গত ৮ ডিসেম্বর সকালে সেন্ট্রাল সুলাওয়েসির বাংগাই রিজেন্সির লুউক সেন্ট্রাল মার্কেটে ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রায় ১৮ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে আগুন লেগে যাওয়া এক মসজিদের চারপাশে বেশ কয়েকজন মানুষের ছোটাছুটির পাশাপাশি কিছু ব্যক্তিকে মোবাইল হাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ক্যামেরাবন্দি করতে লক্ষ্য করা যায়।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়, "মসজিদের মধ্যে আগুন দিলো কসাই মুদির লোক,এই জবাব বিশ্বের মুসলিম একদিন দিবে। মনে রেখো ভারত! আল্লাহর ঘর মসজিদ আল্লাহ হেফাজত করবে। আমরা বান্দা ওসিলা মাত্র।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে ভিডিওটির উৎস জানতে তার কী-ফ্রেমগুলিকে গুগলে রিভার্স সার্চ করে এক ইনস্টাগ্রাম পোস্ট খুঁজে পায়। পোস্টটিতে অনুরূপ এক অগ্নিকাণ্ডের ভিডিও শেয়ার করে তাকে ইন্দোনেশিয়ার লুউক সেন্ট্রাল মার্কেটের ঘটনা বলে উল্লেখ করা হয়।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
এই তথ্যকে সূত্র ধরে আমরা ইন্দোনেশিয়ান ভাষায় সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করলে ঘটনাটি সংক্রান্ত বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাই।
ইন্দোনেশিয়ান সংবাদমাধ্যম ট্রিবান নিউজের প্রতিবেদন অনুযায়ী, ৮ ডিসেম্বর ২০২৪ তারিখ সকালে সেন্ট্রাল সুলাওয়েসির বাংগাই রিজেন্সির লুউক সেন্ট্রাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে সংলগ্ন মসজিদ এবং আশেপাশের কয়েক ডজন ব্যবসায়ীর দোকান পুড়ে যায়। সেন্ট্রাল মার্কেট মসজিদের পাশের এক ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
আমরা উক্ত তথ্যের মাধ্যমে ইন্দোনেশিয়ার সেই জায়গাটিকে গুগল ম্যাপে চিহ্নিত করতেও সক্ষম হই। নিচে গুগল ম্যাপে জায়গাটিকে দেখতে পাওয়া যাবে।
ভাইরাল ভিডিওয় দেখতে পাওয়া দৃশ্যের সাথে গুগল ম্যাপে দেখতে পাওয়া ইন্দোনেশিয়ার জায়গাটির নিচে তুলনা করা হল।
ঘটনাটি সংক্রান্ত খবর ইন্দোনেশিয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত নিউজ বুলেটিনেও সম্প্রচার করা হয়। ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে এবিষয়ে কম্পাস টিভির এক নিউজ বুলেটিন নিচে দেখা যাবে।