
শুভেন্দু অধিকারী নিজেকে 'চোর' বলছেন ভাইরাল ভিডিওটি কাটছাঁট করা
বুম যাচাই করে দেখে শুভেন্দু অধিকারী তাঁকে নিয়ে তৃণমূল কর্মীদের গান বাজানোর প্রসঙ্গে ওই কথা বলেছেন নিজেকে 'চোর' বলেননি।

সোশাল মিডিয়ায় নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির (Suvendu Adhikari) একটি ছাঁটাই (clipped video) ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে তিনি নিজেকে চোর বলেছেন।
বুম যাচাই করে দেখে শুভেন্দু অধিকারী তাঁকে নিয়ে তৃণমূল কর্মীদের গান বাজানোর প্রসঙ্গে ওই কথা বলেছেন তিনি নিজেকে 'চোর' বলেননি।
২ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওটিতে দেখা যায় বিজপি নেতা শুভেন্দু অধিকারী জনতার ভিড়ে সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন। ওই ভিডিওটে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, "চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা"।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, " নিজের মুখেই নিজেকে চোর বলছে"।
ভিডিওটি দেখা যাবে এখানে।
আরও পড়ুন: ভুয়ো দাবিতে ছড়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যোজনার সুবিধাভোগী মহিলার কথা
তথ্য যাচাই
বুম 'শুভেন্দু অধিকারী', 'সাক্ষাৎকারের ভিডিও' কিওয়ার্ড সার্চ করে ৬ অক্টোবর ২০২১ "প্রথম কলকাতা" নামে একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পায়। ওই ভিডিওটির ক্যাপশন লেখা হয়, "মুখ্যমন্ত্রী হতে বিহার থেকে পিকে-কে তুলে এনেছে মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী"।
ভিডিওটিতে ভবানীপুর নির্বাচন ঘিরে শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যেয়ের সমালোচনা করতে দেখা যায়। তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোরকেও তাক করেন তিনি।
ভিডিওটির ১৫ সেকেন্ড সময়ে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় "চোর চোর চোরটা, অভিষেকের পিসিটা।" ওই ভিডিওর ১ মিনিট ২৫ সেকেন্ড সময়ে বাড়ির পাশে লাউডস্পিকার বাজিয়ে তৃণমূল কর্মীদের "চোর চোর চোরটা, শিশির বাবুর ছেলেটা" গান বাজানোর অভিযোগ করেন।
"চোর চোর চোরটা" লিখে ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে ৭ ফেব্রুয়ারি ২০২১ আপলোড করা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৈরি একটি গানের ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই গানের কথা "চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা"। ভিডিওটিতে ১ মিনিট ২৫ সেকেন্ড সময় থেকে যা শোনা যাবে।
আরও পড়ুন: ২০১৬ সালে সীতারাম ইয়েচুরির এথেন্সে ভাষণের ছবি সাম্প্রতিক বলে ভাইরাল
Claim : শুভেন্দু অধিকারী নিজেকে সাংবাদিকদের সামনে চোর বলেছেন
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story