BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ২০২০ সালে ভাইজ্যাক গ্যাস লিকের...
ফ্যাক্ট চেক

২০২০ সালে ভাইজ্যাক গ্যাস লিকের দৃশ্য ছড়াল দ্বিতীয় কোভিড ঢেউ বলে

বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২০ সালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিষাক্ত গ্যাস লিক হলে লোকজনের মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য।

By - Saket Tiwari |
Published -  27 April 2021 12:03 PM IST
  • ২০২০ সালে ভাইজ্যাক গ্যাস লিকের দৃশ্য ছড়াল দ্বিতীয় কোভিড ঢেউ বলে

    ২০২০ সালে বিশাখাপত্তনমে বিষাক্ত গ্যাস লিকের (gas leak) ফলে মানুষজনকে মাটিতে লুটিয়ে (collapse) পড়তে দেখা যাচ্ছে একটি ক্লিপে। সেই ভিডিওটি এখন নতুন করে শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে যে, ভারতে দ্বিতীয় দফার কোভিড-১৯ অতিমারির (pandemic) ফলে উদ্ভূত পরিস্থিতিটা দেখা যাচ্ছে ওই দৃশ্য।

    বুম দেখে, দৃশ্যগুলি ৭ মে ২০২০'র। তাতে ভাইজাগের আরআর বেঙ্কটপুরম অঞ্চলে স্টাইরিন গ্যাস লিকের পর যা ঘটে, তা দেখা যাচ্ছে। এলজি পলিমারের কেমিক্যাল কারখানা থেকে ওই গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে।

    এর আগে ছবিগুলি শেয়ার করা হয়েছিল এই মিথ্যে দাবি সমেত যে মৌমাছিদের আক্রমণের পরিণাম দেখা যাচ্ছে সেগুলিতে। পড়ুন এখানে।

    ভারতে কোভিড-১৯ সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী হওয়ার পরিপ্রেক্ষিতে ভিডিওটি শেয়ার করা হচ্ছে। এই অতিমারির দ্বিতীয় দফায় কোভিড-১৯'র সংক্রমণ অভূতপূর্ব ভাবে বেড়েছে। বিশ্বের রেকর্ড ছাপিয়ে, ১ এপ্রিল থেকে ৩ লক্ষেরও বেশি নতুন সংক্রমণ দেখা দিচ্ছে ভারতে। তার ওপর অক্সিজেনের অভাব, বিভিন্ন রাজ্যে প্রবল স্বাস্থ্য সঙ্কট সৃষ্টি করেছে। তার ফলে, অনেক কোভিড-১৯ রোগী মারা গেছেন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য-অনুযায়ী সোমবার ভারতে গত ২৪ ঘন্টায় ৬৮,৫৪৬ জন নতুন করে সংক্রমণিত হয়েছেন, কোভিডে প্রাণ হারিয়েছেন ২,২৭১ জন।

    ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, "ভারতে কোভিড-১৯'র তাণ্ডব...পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলি হিমসিম খাচ্ছে..,এখন অক্সিজেনের দারুণ অভাব দেখা দিয়েছে...অসুখটা মারাত্মক আর নৃশংস। #গেটভ্যাক্সিনেটেড এবং ঝুঁকি কমান...ভাক্সিন কাজ করে...চিনের ভ্যাক্সিন নিরাপদ ও কার্যকর।

    সতর্কতা: ক্লিপটিতে অস্বস্তিকর দৃশ্য আছে

    টুইটটি নিচে দেখুন।


    যাচাইয়ের জন্য ভিডিওটি বুমের হেল্পলাইন নম্বরেও আসে।


    আরও পড়ুন: ভুয়ো খবর: ইউনেস্কো সিপিআইএম-কে বিশ্বের সবচেয়ে সৎ রাজনৈতিক দল বলেছে

    তথ্য যাচাই

    বুম ক্লিপটির প্রধান ফ্রেমগুলি বেছে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে। একই সঙ্গে কি-ওয়ার্ড দিয়েও সার্চ করা হয়। দেখা যায়, বিশাখাপত্তনমের গ্যাস দুর্ঘটনার কয়েকটি দৃশ্যকে জুড়ে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।

    ভাইরাল ভিডিওটিতে যে ছবি ব্যবহার করা হয়েছে, আমরা দেখি এনডিটিভি ও ইন্ডিয়া টুডের ৭ মে ২০২০ প্রকাশিত রিপোর্টে হুবহু একই দৃশ্য রয়েছে।

    অন্যান্য ছবির মধ্যে, যেটিতে এক মহিলাকে ফুটপাথে পড়ে যেতে দেখা যাচ্ছে, সেটি এনডিটিভির রিপোর্টে ১ মিনিট ৫৫ সেকেন্ড সময়ে দেখা যায়।

    মাটিতে দেহ পড়ে থাকার দৃশ্যটি ইন্ডিয়া টুডে'র রিপোর্টেও দেখা যায়।

    একই ধরনের দৃশ্য এখানে ও এখানে দেখা যাবে। এর থেকে প্রমাণ হয় যে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয়।

    সংবাদ প্রতিবেদনের ভিডিও ও ভাইরাল ভিডিওটির দৃশ্যগুলির তুলনা নিচে দেখা যাবে।




    ভাইজাগ গ্যাস লিক

    ৭ মে ২০২০ প্রকাশিত প্রাথমিক রিপোর্ট, অনুযায়ী, এলজি পলিমারের কেমিক্যাল কারখানা থেকে স্টাইরিন মোনোমার গ্যাস ছড়িয়ে পড়ার ফলে, একটি ৬ বছরের মেয়ে সহ ১১ জনের মৃত্যু হয় ও ৩৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়। কারখানাটি বিশাখাপত্তনমের আরআর বেঙ্কটপুরমে অবস্থিত। শহরের বাইরে সেটি ১৯৬১ সালে স্থাপিত হয়।

    আরও পড়ুন: পুণের মসজিদকে কোয়রান্টিন কেন্দ্র করার পুরনো ছবি ওখলার বলে ভাইরাল

    Tags

    COVID-19CoronavirusFake NewsFact CheckSecond WaveViral VideoAndhra PradeshVizag Gas LeakVizagVisakhapatnamCollapse
    Read Full Article
    Claim :   ভিডিও দেখায় অক্সিজেনের অভাবে ভারতে লুটিয়ে পড়ছে কোভিড রোগী
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!