সিরিঞ্চে চাপ না দিয়েই টিকা, বিভ্রান্তিকর দাবিতে ভাইরাল ইকুয়েডরের ভিডিও
বুম দেখে ভাইরাল টিকাকরণের ভিডিওটি ইকুয়েডরের। সিএনএন স্প্যানিশ ২৬ এপ্রিল ২০২১ বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
ইকুয়েডরে (Ecuador) এক ব্যক্তির টিকাকরণের সময় সিরিঞ্চে চাপ না দিয়ে ভেতরের তরল শরীরে প্রবেশ না করানোর ভিডিও ভাইরাল হল বাংলা ফেসবুক পেজে। ভিডিওটি শেয়ার করে কোভিড টিকাকরণের (Vaccination) প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ভিডিওটি ছড়িয়ে ভুয়ো বার্তা দেওয়া হচ্ছে আসলে কোভিড (Covid) টিকাকরণ প্রহসন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১১ লক্ষ ৬৬ হাজার জন করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন। মারা গেছেন ৩,৮৭৪ জন। সুস্থ্য হয়েছেন ৩,৬৯০,৭৭ জন ব্যক্তি।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় লাল রঙের গেঞ্জি পরা এক ব্যক্তির বাহুতে নীল পিপিই পরা স্বাস্থ্যকর্মী টিকার সিরিঞ্চের সূচ প্রবেশ করালেও তার পিছনে চাপ না দিয়ে তরল শরীরে প্রবেশ করানো থেকে বিরত থাকেন। পরক্ষণেই তুলে নেন সেই সিরিঞ্চ।
ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "এ কি দেকলাম এমন দুনিয়াতে আছি আমরা। সবাই ছরিয়ে দিন ভিডিওটা।"
ফেসবুক পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
আরও পড়ুন: হাসপাতাল নয়, মন্দির চাই বলা ব্যক্তি করোনাভাইরাসে মারা যায়নি
তথ্য যাচাই
বুম ভিডিওটির কয়েকটি মূল ফ্রেম ইয়েন্ডেক্সে রিভার্স সার্চ করে সিএনএন স্প্যানিশের একটি প্রতিবেদন দেখতে পায়।
ওই প্রতিবেদনে থাকা লিঙ্ক থেকে আমরা জানতে পারি ঘটনাটি ঘটেছে ইকুয়েডরে। ২৬ এপ্রিল ২০২১ প্রকাশিত স্প্যানিশ সিএনএন-এর আরও একটি প্রতিবেদনে ওই ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়।
এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি টুইট করলে ঘটনাটি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় তাড়াতাড়ি। তাঁকে রিপ্লাই দেন ইকুয়েডরের স্বাস্থ্যমন্ত্রী ডঃ কামিলো সালিনাশ ওচোয়া। তিনি আশ্বাস দেন ওই স্বাস্থ্যকর্মীকে চিহ্নিত করা গেছে। তদন্ত শুরু হয়েছের আর তা বিস্তারিত শীঘ্রই জানানো হবে। সিএনএন স্প্যানিশ জানায় তাঁরা ঘটনার উৎস জানার চেষ্টা করছে।
সিএনএন স্প্যানিশকে উদ্ধৃত করে একই ঘটনার রিপোর্ট প্রকাশিত হয়েছে, কেসিটিভি৫ ও ডাব্লুরাল ডট কম-এ।
বুমের তরফে সিএনএন স্প্যানিশের প্রতিবেদনের সহ প্রতিবেদক মার্লোন সোর্টোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, বিস্তারিত কিছু জানা গেলে প্রতিবেদনটি সংস্করণ করা হবে।
আরও পড়ুন: পাকিস্তানের জঙ্গি ঘাঁটির পুরনো ভিডিও বাংলার ভোটের পর উল্লাস বলে ছড়াল