BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ANI ও গণমাধ্যমে Fake News পাক...
ফ্যাক্ট চেক

ANI ও গণমাধ্যমে Fake News পাক কূটনীতিক স্বীকার করেছে Balakot প্রাণহানি

ভারতের বালাকোটে ৩০০ জন নিহত হওয়ার দাবি প্রসঙ্গে মূল ক্লিপে প্রাক্তন পাক কূটনীতিক হিলালিকে সন্দেহ প্রকাশ করতে শোনা যায়।

By - Swasti Chatterjee |
Published -  11 Jan 2021 6:43 PM IST
  • ANI ও গণমাধ্যমে Fake News পাক কূটনীতিক স্বীকার করেছে Balakot প্রাণহানি

    সংবাদসংস্থা এএনআইসহ (ANI) বিভিন্ন মূলধারার সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে ২০১৯ সালে বালাকোট হামলায় (Balakot Airstrike) ৩০০ জনের মৃত্যুর (Death) ঘটনা প্রাক্তন পাকিস্তানি কূটনীতিক (Pakistan Diplomat) জাফর হিলালি (Zafar Hilaly) স্বীকার করে নিয়েছেন। এই দাবি মিথ্যে। গত বছরের ডিসেম্বর মাসে হিলালির পাকিস্তানি চ্যানেল হাম নিউজের (Hum News) সঙ্গে কথোপথনের একটি ভিডিও ক্লিপের (video clip) কথা উল্লেখ করা হয়েছে গণমাধ্যমের রিপোর্টে।

    এএনআইএর প্রতিবেদনের সারাংশের শিরোনামে লেখা হয়, "পাকিস্তানের বিড়ম্বনা বাড়িয়ে ভারতের আকাশহানায় বালাকোটে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি ৩০০ জঙ্গির মৃত্যুর ঘটনাটি এক প্রাক্তন পাক কূটনীতিক স্বীকার করে নিলেন।" ওই প্রতিবেদনে এডিট করা ভিডিও ক্লিপের একটি স্ক্রিনশটও ব্যবহার করা হয়। হিলালির কথোপকথনের ভিডিও ইউটিউবে হাম নিউজের অফিশিয়াল চ্যানেলে আপলোড করার একদিন পরে ওই ক্লিপটি @
    ডিএফআইলাইট
    থেকে ২০২০ সালের ২৪ ডিসেম্বর টুইট করা হয়। ডিএফআইলাইট হ্যন্ডেলটি দাবি করে যে তারা প্রতিরক্ষা বিষয়ক ঘটনায় আগ্রহী।
    এএনআই-এর এই প্রতিবেদনটি ইন্ডিয়া টুডে, এনডিটিভি ডট কম, এবিপি নিউজ, রিপাবলিক, উইওন নিউজ, টাইমস অব ইন্ডিয়া, লাইভ মিন্ট, দ্য কুইন্ট, ডিএনএ, লাইভ হিন্দুস্তান, হিন্দুস্তান টাইমস, জি নিউজ, স্বরাজ্য, মানি কন্ট্রোল, ওড়িশা টিভি, জাগরণ, এনই নাউ, ডেকান হেরাল্ড, ওয়ান ইন্ডিয়া, নিউজ১৮ এবং নবভারত টাইমস সহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। ওই সব প্রতিবেদনে দাবি করা হয় যে, পাকিস্তানের অস্বস্তি বাড়িয়ে খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে বালাকোটে বিমানহানায় ৩০০ জন মারা যাওয়ার কথা হিলালি মেনে নিলেন।
    বাংলা গণমাধ্যমেও ভ্রান্তি

    এবিপি আনন্দ, জি ২৪ ঘন্টা সহ প্রথম সারির গণমাধ্যমের পাশাপাশি একাধিক ওয়েবপোর্টাল একই ভ্রান্তির শিকার হয়, তার মধ্যে রয়েছে ওয়ান ইন্ডিয়া বাংলা, দ্য ওয়াল, এইচ টি বাংলা, বাংলা হান্ট, দ্য ইন্ডিয়া নিউজ, দিশা শক্তি নিউজ, বাংলা এক্সপি ডট কম ইত্যাদি।

    বুম ভাল করে হাম নিউজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সমগ্র ভিডিওটি (২৩ ডিসেম্বর ২০২০ তারিখে আপলোড করা) এবং তাতে প্রকাশ পায় যে হিলালি আসলে ভারতের ৩০০ জনকে হত্যা করার মানসিকতার সমালোচনা করছেন, কিন্তু একই সঙ্গে দাবি করছেন যে ভারত কাজটি করতে ব্যর্থ হয়েছিল। তিনি দাবি করেন যে, ভারত আসলে একটা ফুটবল মাঠে বোমা ফেলেছে, এবং পরে দাবি করেছে যে সেই বায়ুহানায় ৩০০ জন নিহত। ভারতের এই দাবি বিনা প্রতিবাদে মেনে নেওয়ায়, এবং দেশের সীমানায় ভারতের এই হানাদারির প্রত্যুত্তর না দেওয়ায় হিলালি পাকিস্তান সরকারেরও তীব্র সমালোচনা করেন।
    কারচুপি ভিডিওর অংশ সম্প্রচার করল ইন্ডিয়া টুডে
    হিলালি পাকিস্তানিদের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন, এই দাবি করে যে ভুয়ো ক্লিপটি ঘুরছে, এক সংবাদ বুলেটিনে তার অংশবিশেষ সম্প্রচার করল ইন্ডিয়া টুডে (India Today)। আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।
    রিপাবলিক ওয়ার্ল্ড (Republic World) ও ওয়ান ইন্ডিয়ার (One India) সংবাদ বুলেটিনেও এই একই দাবি করা হয়েছে। দেখার জন্য ক্লিক করুন এখানে ও এখানে।
    আরও পড়ুন: প্লেবয় খ্যাত মিরিয়াম গনজালেজ এর ফটোশপ ছবি ভাইরাল কোয়েল মল্লিকের নামে

    তথ্য যাচাই

    আমরা আজেন্ডা পাকিস্তান উইথ আমির জিয়া নামে একটি অনুষ্ঠানের একটি অংশের সন্ধান পাই, যেটি ২০২০ সালের ২৩ ডিসেম্বর ইউটিউবে আপলোড করা হয়েছিল। সেই ভিডিওর ৪ মিনিট ১৬ সেকেন্ডের মাথায় হিলালিকে কথা বলতে শোনা যাচ্ছে।

    জিয়া অনু্ষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার সময় জানান, হিলালি করাচি থেকে স্কাইপের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভারতের বিমানহানায় সত্যিই পাকিস্তানের অবৈধ জঙ্গি ডেরা ধ্বংস হয়েছে, হিলালি এই দাবিটির বিরোধিতা করেন।

    তিনি বলেন, "আমাদের এই জাতীয় কথা স্বীকার করা উচিত নয়। কূটনৈতিক স্তরে কী ভাষায় কথা বলা হবে, আপনি সেই প্রশ্ন তুললেন। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বললেন, সার্জিকাল স্ট্রাইক কথাটির অর্থ লিমিটেড টার্গেট, বা সীমিত লক্ষ্য। সীমিত কেন? আপনারা হামলা করতে এলে, এবং আপনাদে মতে একটা মাদ্রাসা, তোমাদের লক্ষ্য ছিল একটা মাদ্রাসা (কে আক্রমণ করা)। আপনাদের মতে, সেখানে ৩০০ ছেলে পড়াশোনা করত। আপনাদের সেখানেই আক্রমণ করতে হল। অর্থাৎ, আপনাদের ৩০০ লোককে হত্যা করার উদ্দেশ্য ছিল। ৩০০ লোক!"

    হিলালি আরও বলেন, "ওরা ওখানে ছিল না। ভুল বলা হয়েছে, ঘটনাটা ঘটেনি, অর্থাৎ যেটা দাঁড়াল তা হল, আমরা (অর্থাৎ ভারতীয় যুদ্ধবিমান) একটা ফুটবল মাঠে হামলা করল। এটা কি আদৌ ন্যায্য? ভারত, আন্তর্জাতিক সীমানা পেরিয়ে এসে আপনারা যেটা করলেন, সেটা যুদ্ধের অংশ। ওনাদের কমপক্ষে ৩০০ লোককে হত্যা করার পরিকল্পনা ছিল। ঘটনাক্রমে ছেলেগুলি সেখানে ছিল না, তাই ওরা ফুটবল মাঠে বোমা ফেলে গেল। আমাদের লক্ষ্য ভিন্ন, হাইকম্যান্ড। সেটাই ন্যায্য লক্ষ্য হওয়া উচিত ছিল, কারণ ওরা সামরিক বাহিনীর অঙ্গ। কিন্তু আমরা আক্রমণ করলাম না। কারণ, আমরা অবচেতনেই স্বীকার করে নিলাম যে সার্জিকাল স্ট্রাইক, লিমিটেড অ্যাকশন (হয়নি)। আর দেখুন দেখুন, কেউ মারা যায়নি। কিছু কাক আর এগারোটা গাছ মারা পড়েছে। এটা কী হচ্ছে?"

    কারচুপি ভিডিওতে ওল্টানো স্ক্রিনগ্র্যাব

    বুম খেয়াল করে দেখে যে এই কারচুপি ভিডিওটি এডিট করার সময় কিছু গোলমাল করা হয়ছে, এবং অন্যান্য প্যানেলিস্ট ও অ্যাঙ্করের ছবিগুলি পাশাপাশি উল্টে ব্যবহার করা হয়েছে। এই ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামরিক পোশাক পরিহিত একটি ছবিও ব্যবহার করা হয়েছে, যা আসল ভিডিওটিতে ছিল না। নিচে দুটি ভিডিওর তুলনা দেখা যাবে।

    জাফর হিলালি-র টুইটারে ব্যাখ্যা

    একটি টুইটে হিলালি আসল ফুটেজটি শেয়ার করেন এবং স্পষ্ট করে জানান যে বালাকোট (Balakot) বিষয়ে তিনি এমন কোনও দাবি করেননি।

    pic.twitter.com/3afG9T8Rgf

    — Zafar Hilaly (@ZafarHilaly) January 9, 2021

    একটি ভুয়ো ভিডিওর ভিত্তিতে খবর করার জন্য হিলালি টাইমস অব ইন্ডিয়ার সমালোচনাও করেন। বুম হিলালির প্রতিক্রিয়া জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। তিনি উত্তর দিলেই তা এই প্রতিবেদন সংযুক্ত করা হবে।

    The extraordinarily extent to which the Indian Govt has gone to cut, splice and edit the tape of my Hum TV appearance suggests their desperation to prove what they failed to do, namely, lend credence to Modi's lies about Balacot and his farcical claims.

    — Zafar Hilaly (@ZafarHilaly) January 10, 2021


    The Times Of India has an item based on the cut, spliced and edited tape of my Hum TV talk. Lacking first hand proof re Balacot, Modi is desperate for 3rd party confirmation for his lies and, not finding any, is doing a terrible job making it up.

    — Zafar Hilaly (@ZafarHilaly) January 10, 2021

    ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের বালাকোটে বিমানহানা চালায়। ভারতীয় যুদ্ধবিমান কাশ্মীরের বিতর্কিত অংশের ওপর দিয়ে উড়ে একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে হানা দেয়। বলা হয়ে থাকে যে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জন জওয়ানের মৃত্যুর জবাব দিতেই বালাকোটে হামলা চালানো হয়। ভারতের দাবি, এই হামলায় কয়েকশো জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান হতাহতের সংখ্যা সংক্রান্ত ভারতের দাবি অস্বীকার করে।

    আরও পড়ুন: তথ্য যাচাই: ক্যাপিটল অবরোধে মার্কিন ও গেরুয়া পতাকা হাতে এক ব্যক্তি

    Tags

    Fake NewsFact CheckZEE 24 GhantaABP AnandaThe WallBanglaHuntOne India BengaliHT BanglaBalakotBalakot AirstrikesZafar HilalyDiplomatPakistanSurgical StrikeIndiaDied#Misreporting#Indian Media
    Read Full Article
    Claim :   পাকিস্তানি কূটনীতিক বলেছেন ভারতের বালাকোট স্ট্রাইকে ৩০০ জন মারা গেছে
    Claimed By :  ANI, Republic TV, CNN News 18, NE Now, Livemint, ABP News, Zee News, The Times of India, Quint, Hindustan Times, India Today, Aaj Tak, Live Hindustan, ABP Ananda, ZEE 24 Ghanta, HT Bangla, The Wall, BanglaHunt, One India Bengali, The India News, Bangla XP,
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!