BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী...
      ফ্যাক্ট চেক

      উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের মুখে অশালীন কথা? একটি তথ্যযাচাই

      বুম 'এবিপি গঙ্গা' সম্প্রচারিত ভাইরাল ভিডিওটির লাইভ দেখে এবং দেখা যায় ভাইরাল ক্লিপটি 'ডাব' করা বা সম্পাদনা করা হয়নি।

      By - BOOM FACT Check Team |
      Published -  6 April 2021 5:50 PM IST
    • উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের মুখে অশালীন কথা? একটি তথ্যযাচাই

      একটি ভাইরাল ক্লিপে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) সংবাদ সংস্থা এএনআই-এর (এশিয়ান নিউজ ইন্টারন্যাশন্যাল) (ANI) ক্যামেরা পারসনকে ধমকাতে দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে দাবি করা হচ্ছে যে, মুখ্যমন্ত্রীকে ক্যামেরায় একটি অশালীন শব্দ ব্যবহার করতে শোনা গেছে।

      ভাইরাল ক্লিপটিতে মুখ্যমন্ত্রীকে সোমবার সকালে কোভিড-১৯-এর ভ্যাক্সিন কোভ্যাক্সিন-এর দ্বিতীয় ডোজটি নিতে ও তারপর এএনআই-এর এক সাংবাদিকের সঙ্গে তাঁকে কথা বলতে দেখা যাচ্ছে।

      ভিডিওটিতে আদিত্যনাথ দেশের বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। কিন্তু পরমুহূর্তে কোথাও একটা শোরগোল হওয়ায়, তাঁর মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়। তিনি গলার স্বর নামিয়ে নাকি বলেন, "কেয়া করতে হো চ*তিয়াপানে কা..."। তাঁর কথার বাকি অংশটা অস্পষ্ট হয়ে যায়।

      ये है मुख्यमंत्री योगी आदित्यनाथ का असली चेहरा।

      ANI के कैमरामैन को ज़रा सी आवाज पर 'चूतिया कहीं के' कह कर संबोधित कर रहे हैं।

      खैर ANI के साथ यही होना चाहिए, देश की सबसे बड़ी एजेंसी जब सरकारी प्रवक्ता से भी बदतर चाटुकारिता करने लगे तब यह होना लाज़मी है।

      संत की भाषा सुनिए। pic.twitter.com/bWY1J1gCCR

      — Surya Pratap Singh IAS Rtd. (@suryapsingh_IAS) April 5, 2021

      আম আদমি পার্টির টুইটার হ্যান্ডেলও ক্লিপটি শেয়ার করে।

      ⚠WARNING: Fake Yogi's non-sanskari language ahead. pic.twitter.com/JHHJBhjQrY

      — AAP (@AamAadmiParty) April 5, 2021

      প্রত্যুত্তরে, কিছু দক্ষিণপন্থী ইন্টারনেট ব্যবহারকারী বলেন, ভিডিওটি 'ভুয়ো' 'ডাব করা' ও 'ভিডিওটি সম্পাদনা করা হয়েছে'। 'ব্রেকিংটিউব.কম' নামের একটি ওয়েবসাইট প্রথম ঘোষণা করে যে, ভিডিওটি ভুয়ো।

      এএনআই-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি রয়েছে, তাতে ওই অশালীন শব্দটি নেই।

      দক্ষিণপন্থী ওয়েবসাইট 'অপইন্ডিয়া', 'নিউজনেশন টিভি'র সঞ্চালক দীপক চৌরাসিয়ার একটি টুইটের ওপর নির্ভর করে। চৌরাসিয়া বলেন, ভিডিওটি সম্পাদিত এবং সেটির শেষ তিন সেকেন্ডের অংশটিকে রদবদল করা হয়েছে।

      Fact check: Did UP CM Yogi Adityanath use abusive words as claimed in viral video https://t.co/J7WiqwjJF6

      — OpIndia.com (@OpIndia_com) April 5, 2021

      অপইন্ডিয়ার প্রতিবেদনের আর্কাইভ করা আছে এখানে।

      सीएम योगी के आपत्तिजनक शब्द बोलने का मामला। एडिटेड निकला सीएम योगी का Video, वीडियो के आखिरी 3 सेकेंड में जोड़े गए आपत्तिजनक शब्द। @shalabhmani

      — Deepak Chaurasia (@DChaurasia2312) April 5, 2021

      'সোশাল তামাশা' নামের আরও একটি দক্ষিণপন্থী সোশাল মিডিয়া সংস্থা ভাইরাল ভিডিও এবং এএনআই ইউপির আপলোড-করা ভিডিও দু'টিকে পাশাপাশি রেখে মিলিয়ে দেখে বলে, ভাইরাল ভিডিওটি ভুয়ো।

      কিন্তু যে টুইটার ব্যবহারকরীরা আগের ভিডিওটি শেয়ার করেছিলেন, তাঁরা বলেন যে, দু'টি ভিডিও আলাদা কোন থেকে তোলা। এবং মুখ্যমন্ত্রীর মুখের কথার মধ্যেও তফাৎ আছে। অতএব, দু'টি ভিডিও এক নয়।

      दोनों वीडियो में कैमरा ऐंगल अलग है, शब्द अलग हैं और कांटेंट अलग है। तो पहले वीडियो Edited कैसे हुआ?

      मतलब पहले योगी जी ने गलती की, फिर गलती को सुधारने के लिए दूसरा वीडियो बनाया और उसमें भी शब्द बदलने की गलती कर दी।

      अब कहाँ गए @DChaurasia2312? एक निम्न स्तर के ट्रोल बन गए तुम तो। pic.twitter.com/G6C9SiUEnC

      — Surya Pratap Singh IAS Rtd. (@suryapsingh_IAS) April 5, 2021

      আরও পড়ুন: বাংলার ভোট: সম্পাদিত আনন্দবাজার পত্রিকার দাবি তৃণমূল কংগ্রেসের জয়

      তথ্য যাচাই

      সম্পাদকের বক্তব্য সমেত এএনআই ইউপির টুইট করা ভিডিও

      বুম এএনআই ইউপির টুইট করা ভিডিওটি দেখে। তাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা শোনা যাচ্ছিল্ আর সেই সঙ্গে সম্পাদকেরও একটা বক্তব্য দেওয়া ছিল। সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, "আগের লাইভ সাউন্ড বাইট বাদ দেওয়া হয়েছে।" তবে কী বাদ দেওয়া হয়েছে, তা জানায়নি ওই সংস্থা।

      Video byte of UP CM Yogi Adityanath on Covid vaccination

      (Editors note: Earlier issued Live Sound byte is retracted) pic.twitter.com/td9qQHSnrX

      — ANI UP (@ANINewsUP) April 5, 2021

      এএনআই-এর সম্পাদক ঈশাণ প্রকাশের সঙ্গে বুম যোগাযোগ করে। প্রকাশ এএনআই ইউপির একটি টুইটের কথা উল্লেখ করেন ও আর কিছু বলতে চান না।

      "আমরা এএনআই ইউপি টুইটটি তুলে ধরেছি। এর বেশি আমি আর কিছু বলছি না," ঈশাণ প্রকাশ বুমকে বলেন।

      তিনটি সংবাদ চ্যানেলের সূত্র নিশ্চিত করেন যে ভিডিওটি ভুয়ো নয়

      বুম তিনটি খবরের চ্যানেলের সঙ্গে কথা বলে। তাঁরা নিশ্চিত করে বলেন যে, এএনআই যে ভিডিওটি তুলে নেয়, সেটি তাঁরা সকাল আটটার পর পান। কিন্তু পরে এএনআই তাঁদের একটি নোট পাঠিয়ে জানায় যে, ওই ভিডিওটি তুলে নেওয়া হচ্ছে ও তার বদলে পাঠায় একটি সংশোধিত ভিডিও। মুখ্যমন্ত্রীর যে বক্তব্যটি এখন চ্যানেলগুলিতে দেখানো হচ্ছে, তাতে সেই বক্তব্যটিই ছিল। ওই চ্যানেলগুলিতে আমরা যাঁদের সঙ্গে কথা বলি, তাঁরা নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি।

      ইউটিউবে ভিডিওটির লাইভ সংস্করণ থেকে স্পষ্ট যে, সেটি ভুয়ো নয়

      বিভিন্ন খবরের চ্যানেল ইউটিউবে যে লাইভ সম্প্রচার করে, তা থেকে বোঝা যায় যে, ভাইরাল ক্লিপটি অবশ্যই দেখানো হয়েছিল।

      এবিপি নিউজের উত্তরপ্রদেশের শাখা, এবিপি গঙ্গার লাইভ সম্প্রচারে ভাইরাল ভিডিওটি দেখানো হয়েছিল।

      তাঁদের সংবাদদাতা যখন কথা বলছিলেন, তখনই চ্যানেলটি ওই ভিডিওটি দেখায়। চ্যানেলটির ঘড়ি অনুযায়ী, সকাল ৮.০৯-এ লাইভ সম্প্রচার করা হয়।

      তারপর, ভিডিওটি হঠাৎ কাটা হলে, চ্যানেলটির স্ক্রিন কালো হয়ে যায়।

      ইউটিউবে যে লাইভ সম্প্রচার দেখানো হয়, সেখানে সেই লাইভ ভিডিওটিই এখনও দেখা যাচ্ছে। কারণ, সেটিকে সাম্পাদনা করা সম্ভব নয়।

      নীচের ভিডিওটির ৬.০০ মিনিট সময়চিহ্নে ওই দৃশ্যটি দেখা যায়। এবিপি গঙ্গা চ্যানেল সেটি পরে আপলোড করেছিল।

      'নিউজ ১৮ ইউপি উত্তরাখণ্ড' চ্যানেলেও আমরা ভিডিওটির লাইভ সম্প্রচারের সংস্করণটি দেখতে পাই। ওই চ্যানেলের ঘড়ি অনুযায়ী, সকাল ৮:১০:৪০-এ ভিডিওটি লাইভ দেখানো হয়েছিল।

      'ফার্স্ট ইন্ডিয়া নিউজ রাজস্থান' চ্যানেলের একটি ভিডিওতেও ওই ক্লিপটি দেখা যায়। ইউটিউব কাউন্টারে ২.১০-এর মাথায় সেটি দেখা যায়।

      ভাইরাল ক্লিপটি যে সম্পাদনা করে অদল বদল করা হয়েছে, তার কোনও প্রমাণ পায়নি বুম। পরে, ওই বিশেষ শব্দটি বাদ দিয়ে যে ক্লিপ খবরের চ্যানেলগুলিতে চালানো হয়, সেটির জন্য নতুন করে শব্দ গ্রহণ করা হয়।

      আমরা এও দেখি যে, অপইন্ডিয়া ও ব্রেকিংটিউব.কম-এর তথ্য-যাচাই বেঠিক ও মিথ্যে।

      নোট: বুমের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর, এবিপি গঙ্গা তাদের ইউটিউব ভিডিওটিকে প্রাইভেট করে দেয়। বাদ দেওয়া ভিডিওটির জায়গা পুরণ করতে ও নিউজ-১৮ ইউপি উত্তরাখণ্ডের ভিডিও সহ প্রতিবেদনটি সংস্করণ করা হয়।

      আরও পড়ুন: ২০১৩ ছত্তীসগঢ় মাওবাদী হানা ছড়াল সম্প্রতি সুকমায় নিহত জওয়ানের দেহ বলে

      Tags

      Yogi AdityanathViral VideoFact CheckANIUttar Pradesh#Fake News#Fact Check
      Read Full Article
      Claim :   যোগী আদিত্যনাথের গালি দেওয়ার ভিডিও ভুয়ো
      Claimed By :  Deepak Chaurasia, OpIndia, BreakingTube.com
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!