ট্রেন থেকে পড়ে আহত মহিলার পুরনো ছবি ছড়াল সাম্প্রতিক বলে
বুম যাচাই করে দেখে ছবির মহিলার আহত হওয়ার ঘটনাটি পুরনো। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।
সম্প্রতি একজন আহত মহিলার (Injured Woman) ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হচ্ছে যে তিনি কল্যাণী ও রানাঘাটের মাঝামাঝি পালপাড়া স্টেশনে (Palpara Station) ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন এবং তাঁর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
বুম যাচাই করে দেখে ছবিতে উপস্থিত মহিলার আহত হওয়ার ঘটনাটি পুরনো। বর্তমানে ওই মহিলা সুস্থ রয়েছেন।
আহত মহিলার সেই ছবি পোস্ট করে ফেসবুকে লেখা হয়, "কল্যাণী ও রাণাঘাটের মাঝামাঝি স্টেশন পালপাড়ায় ট্রেন থেকে পড়ে গেছে এই মেয়েটি। বাড়ির লোকেদের এখনো যোগাযোগ করা যায় নি। ফোন নাম্বার নেই, চিনতে পারলে এই নাম্বারে যোগাযোগ করবেন। একটু সবাই শেয়ার করে দিন, যাতে বাড়ির লোক তাড়াতাড়ি খোঁজ পেয়ে যায়।"
পোস্টটি এখানে দেখতে পাওয়া যাবে।
ভাইরাল সেই পোস্টগুলিতে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বরও দেওয়া হয়।
একই রকম দুটি পোস্ট দেখা যাবে এখানে ও এখানে।
আরও পড়ুন: না, ভারত জোড়ো যাত্রায় পতাকাটি পাকিস্তানের নয়
তথ্য যাচাই
বুম ছবিটির বিষয়ে জানার সময় এক ফেসবুক পোস্টের নিচে করা কমেন্টে দেখে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন ঘটনাটি নদিয়া জেলার চাকদহ এলাকায় ঘটনাটি ঘটে এবং মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
একই দাবি সহ অন্য একটি পোস্টের কমেন্টেও আমরা দেখতে পাই আরেকজন ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন বুধবার (৫ অক্টোবর ২০২২) আক্রান্ত মহিলার পরিজনের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে।
ঘটনার সত্যতা যাচাই করতে ফেসবুক কমেন্টের সূত্র ধরে বুম চাকদহ থানার সঙ্গে যোগাযোগ করে।
আমরা চাকদহ পুলিশের সাথে কথা বলে জানতে পারি অক্টোবর মাসের শুরুর দিকে পালপাড়া স্টেশনে ট্রেন থেকে পড়ে এক মহিলা আহত হন। যদিও জানা যায়, গুরুতর ভাবে তিনি আহত হননি। এছাড়া, পুলিশের তরফ থেকে বুমকে ভাইরাল পোস্টে লেখা মোবাইল নম্বরটি দিয়ে জানানো হয় উক্ত নম্বরে যোগাযোগ করলে মহিলার বর্তমান অবস্থা জানা যাবে।
অতঃপর, আমরা প্রদত্ত মোবাইল নম্বরে ফোন করে জানতে পারি নম্বরটি ভাটপাড়া মিউনিসিপালিটির প্রাক্তন পৌরপিতা অরুণ ব্যানার্জির। বুমকে অরুণ বাবু জানান, তিনি আহত মহিলার ব্যাক্তিগতভাবে পরিচিত নন। কোনও এক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ৪ অক্টোবর ২০২২ তিনি এই ঘটনাটির সম্পর্কে জানতে পারেন এবং আহত মহিলাকে বাড়ির সঙ্গে যোগাযোগ করিয়ে সাহায্য করার উদ্দেশ্যেই নিজের মোবাইল নম্বর এই ঘটনায় ব্যবহার করার অনুমতি দেন।
অরুণ বাবুর কাছ থেকে আমরা জানতে পেরেছি আহত মহিলাকে বাড়ির লোকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ও তিনি সুস্থ আছেন। তিনি বলেন, "...যে প্রথম পোস্ট করেছে, তার নম্বর দিয়ে পোস্ট করেছে সেই নম্বরে আমি ফোন করেছিলাম সে বললো দাদা মেয়েটি ভালো আছে এবং ওর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে।"
তিনি আরও জানান প্রায়শই তাঁর নম্বরে এই মহিলা সম্পর্কে জানতে অনেকেই ফোন করেন।
বুম আহত মহিলার পরিচয় স্বাধীনভাবে যাচাই করে দেখেনি। তবে, চাকদহ পুলিশ ও অরুণ বাবুর বয়ান অনুযায়ী মহিলা এখন সুস্থ আছেন ও বাড়িতে ফিরে গেছেন।
আরও পড়ুন: প্রাইমারি টেট আন্দোলনে হাওড়ার বিজেপি কর্মী? ছবি ঘিরে ছড়াল বিভ্রান্তি