BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • না, ভারত জোড়ো যাত্রায় পতাকাটি...
ফ্যাক্ট চেক

না, ভারত জোড়ো যাত্রায় পতাকাটি পাকিস্তানের নয়

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওর পতাকাটি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ(আইইউএমএল) দলের।

By - Mohammad Salman |
Published -  9 Oct 2022 4:59 PM IST
  • না, ভারত জোড়ো যাত্রায় পতাকাটি পাকিস্তানের নয়

    একটি ভিডিওতে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (Indian Union Muslim League) (আইইউএমএল) দলের পতাকা হাতে কিছু লোককে দেখা যাচ্ছে। ভিডিওটি মিথ্যে দাবি সমেত সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হয়েছে যে, রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পাকিস্তানের পতাকা (Pakistan Flag) ওড়াতে দেখা যাচ্ছে।

    ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল লোক রাহুল গাঁধীকে স্বাগত জানাতে তাঁর পোস্টার হাতে হাজির হয়েছেন। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে একটি শিশু অর্ধচন্দ্র এবং তারার ছবি দেওয়া একটি সবুজ পতাকা হাতে ওই দলের সামনে চলেছে, এবং মিছিলের অন্যদের হাতেও একই রকম পতাকা দেখা যাচ্ছে।

    আইইউএমএল ভারতের নির্বাচন কমিশনের স্বীকৃত কেরলের একটি রাজনৈতিক দল এবং ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টে কংগ্রেসের অন্যতম জোটসঙ্গীও। ১৫০ দিন দীর্ঘ ভারত জোড়ো যাত্রার ২৮তম দিনে রাহুল গাঁধী এবং কংগ্রেসের অন্য গুরুত্বপূর্ণ নেতারা এখন কর্নাটকের রাস্তায় হাঁটছেন। কেরলের কন্যাকুমারী থেকে শুরু হওয়া এই পদযাত্রা বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর পৌঁছাবে। শ্রীনগর এই পদযাত্রার অন্তিম গন্তব্য।

    দক্ষিণপন্থী সংবাদমাধ্যম সুদর্শন নিউজের প্রধান সম্পাদক সুরেশ চাভাঙ্কে ভিডিওটি টুইট করেছেন। সঙ্গে যে ক্যাপশন দিয়েছেন তা অনুবাদ করলে দাড়ায়, "এই ভারত জোড়ো যাত্রা কোন ইসলামিক দেশে পৌঁছল?"

    বুম এর আগেও চাভাঙ্কের ভুল তথ্য সমেত করা টুইটের তথ্য যাচাই করেছে।

    यह #भारत_जोड़ो_यात्रा कौनसे इस्लामी देश में पहुँची हैं? @RahulGandhi @digvijaya_28 pic.twitter.com/0SlBDvZZDK

    — Suresh Chavhanke "Sudarshan News" (@SureshChavhanke) October 2, 2022

    পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

    এই একই ভিডিও ফেসবুক এবং টুইটারে ওই মিথ্যে দাবি সমেত শেয়ার করা হয়েছে।


    পোস্টটি দেখার জন্য ক্লিক করুন এখানে।

    সত্যিই পতাকাগুলি পাকিস্তানের কি না, সেই প্রশ্নসমেত ভাইরাল হওয়া ভিডিওটি বুমের হোয়াটসঅ্যাপ টিপলাইন নম্বরেও (৭৭০০৯০৬৫৮৮) আসে।

    আরও পড়ুন: বিশ্বে চতুর্থ দুর্নীতিগ্রস্ত দল ভারতীয় জনতা পার্টি সিএনএন রিপোর্ট ভুয়ো

    তথ্য যাচাই

    বুম যাচাই করে দেখে ভাইরাল হওয়া ভিডিওতে যাকে পাকিস্তানের পতাকা বলে দাবি করা হয়েছে, সেটি আসলে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) দলের।

    ভাল করে লক্ষ করলে পাকিস্তানের পতাকার সঙ্গে আইইউএমএল দলের পতাকার ফারাক দেখা যাবে। পাকিস্তানের পতকার বাঁ দিকে সাদা দাগ তো রয়েছেই, তা ছাড়াও এই পতকায় অর্ধচন্দ্র এবং তারা আইইউএমএল দলের পতাকার অর্ধচন্দ্রের অবস্থানও এক নয়।

    নীচে পতাকা দুটির তুলনা দেখা যাবে।


    তা ছাড়াও, ভিডিওতে মানুষের হাতে 'আইইউএমএল পত্তাম্বি মণ্ডলম' (IUML PATTAMBI MANDALAM COMMITTEE) কথাটি লেখা ব্যানার দেখা যাচ্ছে। পত্তাম্বি কেরলের পালাক্কড় জেলার একটি নির্বাচনী কেন্দ্র।


    একই ভিডিও ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর মুসলিম লিগ গুরুভায়ুরের ফেসবুক পেজে আমরা দেখতে পাই। ভিডিওটির সঙ্গে যে ক্যাপশন দেওয়া হয়, তা অনুবাদ করলে দাড়ায়, "মুসলিম লিগ পত্তাম্বি ভারতের নায়ককে স্বাগত জানাচ্ছে।"

    এই একই ভিডিও এমএসএফ আমায়ুর-এর পক্ষ থেকেও শেয়ার করা হয়েছে। মুসলিম স্টুডেন্টস ফেডারেশন (এমএসএফ) ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ছাত্র শাখা।

    এর আগেও বিভিন্ন ক্ষেত্রে আইইউএমএল-এর পতাকা সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পতাকা বলে ভুল দাবি করা হয়েছে এবং বুম তার তথ্য যাচাই করেছে।

    আরও পড়ুন: মাটিতে শুয়ে প্রধানমন্ত্রী মোদীর ছবি তুলছেন ফোটোগ্রাফার

    Tags

    PakistanPakistan FlagCongressRahul Gandhi
    Read Full Article
    Claim :   ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রায় পাকিস্তানের পতাকা ওড়ানো হচ্ছে
    Claimed By :  Social Media Posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!