BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ১৫ জুন থেকে প্রবীণ নাগরিকদের...
ফ্যাক্ট চেক

১৫ জুন থেকে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে ভ্রমণের সুবিধার দাবি ভুয়ো

বুমকে সেন্ট্রাল রেলওয়ে ও এয়ার ইন্ডিয়ার মুখপাত্ররা যারা নিশ্চিত করে জানান ভাইরাল বার্তার কোনও সত্যতা নেই।

By -  Nidhi Jacob
Published -  30 May 2025 5:19 PM IST
  • ১৫ জুন থেকে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে ভ্রমণের সুবিধার দাবি ভুয়ো
    CLAIMভারত সরকার ১৫ জুন, ২০২৫ থেকে প্রবীণ নাগরিকদের জন্য দেশব্যাপী বিনামূল্যে ভ্রমণ প্রকল্প চালু করতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছর বা তার বেশি বয়সী সকল নাগরিক ভারতীয় রেল, অভ্যন্তরীণ বিমান, সরকার পরিচালিত বাস এবং মেট্রো রেল পরিষেবাগুলিতে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।
    FACT CHECKবুম প্রবীণ নাগরিকদের জন্য দেশব্যাপী ভ্রমণ প্রকল্প সম্পর্কে এমন কোনও নির্ভরযোগ্য সূত্র বা সরকারি ঘোষণা খুঁজে পায়নি। এছাড়াও আমরা সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিকের সাথে যোগাযোগ করি, যিনি নিশ্চিত করে জানান, ভাইরাল দাবিটি মিথ্যা।
    Listen to this Article

    ডিজিটাল সংবাদ সংগ্রহকারী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে বেশ কয়েকটি সন্দেহজনক ওয়েবসাইট সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে দাবি করে, ভারত সরকার ১৫ জুন, ২০২৫ তারিখ থেকে প্রবীণ নাগরিকদের (Senior Citizens) জন্য দেশব্যাপী বিনামূল্যে ভ্রমণ প্রকল্প (Free Travel Scheme) চালু করতে চলেছে।

    ওই প্রতিবেদন অনুসারে, সরকার ৬০ বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের জন্য ভারতীয় রেল, অভ্যন্তরীণ বিমান পরিষেবা, সরকার পরিচালিত বাস এবং মেট্রো রেল পরিষেবাসহ বিভিন্ন পরিবহণ ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে ভ্রমণ পরিষেবা প্রদান করার কথা ঘোষণা করেছে।

    ভাইরাল প্রতিবেদনগুলিতে বলা হয়, যোগ্য প্রবীণ নাগরিকরা বিনামূল্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সীমাহীন দূরত্ব ভ্রমণ করতে পারবেন; এবং বয়স যাচাই করার জন্য, কেবলমাত্র একটি সরকার-জারি করা পরিচয়পত্র - আধার কার্ড অথবা ভোটার আইডির প্রয়োজন হবে।

    উক্ত প্রতিবেদনগুলি ডেইলি হান্ট এবং বেশ কয়েকটি কথিত সংবাদ সংগ্রহকারী প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। সেগুলি দেখতে ক্লিক করুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

    একই দাবি করে এশিয়ানেট বাংলার তরফেও এবিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করা হয়।


    প্ৰতিবেদনটি দেখুন এখানে।

    আরও পড়ুন -পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটি বলে ভাইরাল সুদানের বিমানবন্দরের ভিডিও

    তথ্য যাচাই

    বুম প্রথমে কেন্দ্রীয় সরকার প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণ পরিষেবা চালু করছে এমন তথ্যসমেত কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন খোঁজার চেষ্টা করে, কিন্তু এমন কোনও ঘোষণার কথা জানা যায়নি।

    এরপর আমরা সেন্ট্রাল রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক ডঃ স্বপ্নিল নীলার সাথে যোগাযোগ করি, যাতে এই ধরণের কোনও ঘোষণা করা হয়েছে কিনা তার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। সিপিআরও নিশ্চিত করে জানান, এই ধরণের কোনও ঘোষণা করা হয়নি এবং স্পষ্ট করে বলেন ভাইরাল দাবিটি মিথ্যা।

    প্রতিবেদনগুলিতে বিশেষভাবে এয়ার ইন্ডিয়ার নামও অংশগ্রহণকারী অপারেটর হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে, ওই বিমান সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি পরীক্ষা করে আমরা প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে কোনও ভ্রমণ প্রকল্পের ঘোষণা খুঁজে পাইনি। পরিবর্তে দেখা যায়, এয়ার ইন্ডিয়া বর্তমানে ইকোনমি ক্লাসের অভ্যন্তরীণ বিমান পরিষেবায় প্রবীণ নাগরিকদের জন্য ৫০% পর্যন্ত ছাড় দিচ্ছে।

    বুম এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্রের সাথে যোগাযোগ করলে তিনি দাবিটি উড়িয়ে দিয়ে বলেন, "এটা একটা গুজব। এমন কোনও ঘটনা ঘটছে না।"

    তাছাড়া, মেট্রো রেল বা সরকার পরিচালিত বাসে প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণের কোনও দেশব্যাপী নীতি বা প্রকল্পের প্রমাণ আমরা পাইনি। তবে, মুম্বাইয়ের মতো কিছু শহর স্থানীয় পরিবহণে প্রবীণ নাগরিকদের জন্য ছাড়যুক্ত মাসিক পাস প্রদান করে।

    ২০২৪ সালের জুন মাসে মহারাষ্ট্রের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সকল ধর্মের প্রবীণ নাগরিকদের জন্য মুখ্যমন্ত্রী তীর্থ দর্শন যোজনা নামের এক তীর্থযাত্রা প্রকল্পের ঘোষণা করেন। শিন্ডে বলেন, এই উদ্যোগের লক্ষ্য ছিল বয়স্ক নাগরিকদের আধ্যাত্মিক যাত্রায় সহায়তা করা।

    ২০২৪ সালের নভেম্বরে অন্ধ্রপ্রদেশ রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশন (APSRTC) প্রবীণ নাগরিকদের বাসস্থানের রাজ্য নির্বিশেষে বাস ভাড়ায় ২৫% ছাড় ঘোষণা করে।

    সন্দেহজনক ওয়েবসাইট এবং লেখকের বিবরণ

    এই প্রতিবেদনগুলি প্রকাশ করা ওয়েবসাইটগুলিতে আমরা বেশ কয়েকটি অসঙ্গতি লক্ষ্য করি।

    "এমসি ফরিদাবাদ" নামের এমন এক ওয়েবসাইট ফরিদাবাদ পৌর কর্পোরেশনের ওয়েবসাইটের নকল করে তৈরি করা হয়েছিল। পর্যবেক্ষণ করার পর আমরা দেখতে পাই, সাইটটিতে 'যোগাযোগ' বা 'আমাদের সম্পর্কে' এর মতো মৌলিক বিভাগগুলির অভাব রয়েছে, যা সাধারণত স্বচ্ছতা প্রদানের জন্য বিশ্বাসযোগ্য ওয়েবসাইটগুলিতে উপস্থিত থাকে। দ্বিতীয়ত, ওয়েবসাইটটি দাবি করে, এটি হরিয়ানার ফরিদাবাদে অবকাঠামো এবং প্রশাসনিক পরিষেবা পরিচালনার জন্য দায়ী সরকারি নাগরিক সংস্থা।

    বুম দেখে, ফরিদাবাদ পৌর কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ভাইরাল দাবি ছড়িয়ে দেওয়া ওয়েবসাইটের থেকে ডিজাইন এবং বিষয়বস্তু থেকে সম্পূর্ণরূপে আলাদা। অফিসিয়াল ওয়েবসাইটটিতে এমন কোনও প্রতিবেদন ছিল না এবং প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণ প্রকল্পের কোনও উল্লেখ ছিল না।

    তাছাড়া, প্রতিবেদনটি একটি গবেষণাপত্রের আকারে লেখা হয়েছে, যাতে সূচীপত্রের ন্যায় বিষয়বস্তুর উল্লেখ রয়েছে, যা কোনও সংবাদ প্রতিবেদনের আদর্শ বিন্যাস অনুসরণ করে না।

    প্রতিবেদনগুলিতে ব্যবহৃত বাইলাইনগুলি ছবিসহ ক্যাথেরিন জনসন এবং অ্যাঞ্জেলিনা হোয়াইট নামের সাংবাদিকদের বলে উল্লেখ করা হয়েছে। আমরা দুটি ছবিরই রিভার্স ইমেজ সার্চ করে দেখি সেগুলি অসম্পর্কিত। ক্যাথেরিন জনসন বলে শেয়ার করা ছবিটি আসলে ফ্লোরেন্স কোলগেটের, যিনি ইংল্যান্ডের কেন্টের একজন ছাত্রী।

    অনুসন্ধান করে আমরা হাফপোস্ট, ডেইলি মেইল ​​এবং টাইম ম্যাগাজিনের প্রকাশিত কিছু প্রতিবেদন খুঁজে পাই, যেখানে রিপোর্ট করা হয়, কোলগেটকে "ব্রিটেনের সবচেয়ে সুন্দর মুখ" হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, তিনি লরেন কসমেটিকসের স্পনসর করা দেশব্যাপী একটি সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছিলেন। সেই সময়ে ১৮ বছর বয়সী এই তরুণী তার "গাণিতিকভাবে" প্রতিসম বৈশিষ্ট্যের জন্য প্রশংসিত হয়েছিলেন।


    অ্যাঞ্জেলিনা হোয়াইট বলে উল্লেখ করা ছবিটি মূলতঃ istockphoto.com থেকে নেওয়া হয়েছে, যা একটি স্টক ফটো ওয়েবসাইট। ছবিটি সেখানে ২০১৯ সালের অগাস্ট মাসে আপলোড করা হয়েছিল।

    আরও পড়ুন -ভারত-পাক সংঘাতের আবহে, সাধারণ মানুষের যুদ্ধ গণমাধ্যমে ভুয়ো তথ্যের সঙ্গে


    Tags

    Indian RailwayRailwaysAir IndiaCentral Government
    Read Full Article
    Claim :   ভারত সরকার ১৫ জুন, ২০২৫ তারিখ থেকে প্রবীণ নাগরিকদের জন্য দেশব্যাপী বিনামূল্যে ভ্রমণ প্রকল্প চালু করতে চলেছে
    Claimed By :  News aggregators
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!