না, অখিলেশ যাদব নিজেকে রাবণের সঙ্গে তুলনা করেননি
অখিলেশ যাদব আদৌ নিজেকে রাবণের সঙ্গে একাসনে বসাননি। অন্য একটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে করা টুইট ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।
সমাজবাদী পার্টির (Swamajwadi Party) নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) নামে তৈরি একটি ভুয়ো অ্যাকাউন্ট (Fake Account) থেকে করা একটি টুইটের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটিতে অখিলেশ নিজেকে রাবণ (Ravana) বলে অভিহিত করেছেন।
কিন্তু অখিলেশ নিজেকে কখনওই রাবণ বলে অভিহিত করেননি এবং স্ক্রিনশটের ওই অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে।
অখিলেশ যাদবের ভ্রাতৃবধূ অপর্ণা যাদব বিজেপিতে যোগ দেওয়ার পরেই এই ভুয়ো টুইটটি বানানো হয়েছেl অপর্ণা মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী।
২০১৭ সালের নির্বাচনে অপর্ণা লখনউ ক্যান্টনমেন্ট আসন থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিজেপির রীতা বহুগুণা যোশীর কাছে পরাজিতও হয়েছিলেন।
টুইটে লেখা হয়েছে, "বিজেপি ভেবে নিয়েছে, আমাদের পুত্রবধূকে কেড়ে নিয়ে ওরা জয়ী হবে। কিন্তু রাবণও কেবলমাত্র একবারই বিভীষণের কাছে হেরে গিয়েছিলl আমরা যাদব হলেও রামায়ণ আমাদের বহু বার পড়াl আজকের বিভীষণরাও জানে না ঠিক কোথায় আমাদের নাভিতে অমৃত লুকিয়ে রয়েছে!"
টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, সর্বত্রই টুইটাটি শেয়ার করা হয়েছে।
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
আরও পড়ুন: দিল্লি হিংসার ভিডিও ছড়াল কাশ্মীরে ভারতীয় সেনার মুসলিমদের নিগ্রহ বলে
তথ্য যাচাই
স্ক্রিনশটের হ্যান্ডেলটি হল @অখিলেশযাদব, এবং টুইটটি সেখান থেকে করা হয় ২০২২ সালের ১৯ জানুয়ারি।
কিন্তু অখিলেশ যাদবের যাচাই করা টুইটার হ্যান্ডেলটি হল— @YadavAkhilesh উপরন্তু ১৯ জানুয়ারি তিনি একটিই টুইট করেন, যাতে সমাজবাদী পার্টির নির্বাচনী ইশ্তাহার প্রকাশিত হয়l
আমরা যখন টুইটারে @akhileshyadav হ্যান্ডেলটির খোঁজ করি, তখন দেখি, সেটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে।
অ্যাকাউন্টের প্রোফাইলে সে কথা বড়-বড় অক্ষরে উল্লেখিতও হয়েছে।