BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • পাহাড়ে হিন্দু ধর্মস্থানের উপর...
      ফ্যাক্ট চেক

      পাহাড়ে হিন্দু ধর্মস্থানের উপর ক্রুশটি বসানো হয়নি: অন্ধ্রপ্রদেশ পুলিশ

      অন্ধ্রপ্রদেশের পুলিশ একটি ভিডিও সহ ভুয়ো দাবিটি খণ্ডন করেছে যে ধর্মস্থান দুটি ভিন্ন স্থানে অবস্থিত।

      By - Nivedita Niranjankumar |
      Published -  7 March 2021 12:34 PM IST
    • পাহাড়ে হিন্দু ধর্মস্থানের উপর ক্রুশটি বসানো হয়নি: অন্ধ্রপ্রদেশ পুলিশ

      অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পুলিশ ভাইরাল হওয়া একটি ভুয়ো দাবির পর্দাফাঁস করেছে যে, রাজ্যের গুন্টুর (Guntur) জেলার একটি পাহাড়ের মাথায় এক হিন্দু ধর্মস্থানকে (Hindu Shrine) সরিয়ে একটি বিশাল ক্রুশ (Cross) বসানো হয়েছে। গুন্টুর পুলিশ টুইটারে একটি ভিডিও মারফত এই দাবিটিকে অসার প্রতিপন্ন করে দেখিয়েছে, ক্রুশটি অন্য একটি পাহাড়ের শীর্ষে বসানো হয়েছে এবং সীতা বা নরসিংহের মূর্তিলাঞ্ছিত দুটি মন্দিরের কোনওটির গায়েই হাত পড়েনি।

      সুনীল দেওধর (Sunil Deodhar) নামে বিজেপির জাতীয় সম্পাদক তাঁর টুইটারে প্রথম এই ভুয়ো দাবিটি করেনl অন্ধ্রপ্রদেশে বিজেপির ভারপ্রাপ্ত নেতা দেওধর তাঁর যাচাই করা টুইটার হ্যান্ডেল মারফত দাবি করেন: "দেখুন— অন্ধ্রপ্রদেশের এদালপাড়ুতে বেআইনিভাবে নির্মিত ওই বিশাল ক্রুশ, যেখানে সীতামায়ের পদচ্ছাপ রয়েছে এবং নরসিংহের ভাস্কর্যও রয়েছে। গুন্টুর জেলায় খ্রিস্টান মাফিয়া রীতিমত দাপিয়ে বেড়াচ্ছে l আরএসএস ও তার সহযোগীরা তাদের বাধা দিচ্ছে, কিন্তু প্রশাসন ওই মাফিয়াকে সমর্থন করছে।"

      See huge illegal Cross in Edlapadu, AP where once foot prints of #SitaMaa existed.
      Carving of Lord Narasimhama exists at back.
      In Guntur Dist Christian mafias have created havoc.@BJP4Andhra & @friendsofrss protested but administration tacitly supported.#Encroachment4ChristInAP pic.twitter.com/WAfFgVYMD6

      — Sunil Deodhar (@Sunil_Deodhar) March 2, 2021
      অপইন্ডিয়া (Opindia), স্বরাজ্য (Swarajya) এবং অর্গানাইজার (Organiser)-এর মতো দক্ষিণপন্থী ওয়েবসাইটে এই ভুয়ো দাবিটা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং রকমারি গাঁজাখুরি প্রতিবেদন প্রকাশিত হতে থাকেl অপইন্ডিয়া-র প্রতিবেদনটিতে লেখা হয়— "খ্রিস্টান ধর্মাবলম্বীরা একটি হিন্দু মন্দিরে একটা বিরাট ক্রুশ খাড়া করেছে গুন্টুর জেলার এদলাপাড়ুতে, যেখানে সীতার পদচিহ্ন রয়েছে বলে কথিত আছে"। স্বরাজ্য-র প্রতিবেদনে লেখা হয়েছে, "প্রশাসনের এক উচ্চপদস্থ খ্রিস্টান জেলা আধিকারিক আরএসএস ও বিজেপির আপত্তি অগ্রাহ্য করে এই অবৈধ কাজটিতে মদত জুগিয়েছেনl অন্ধ্রপ্রদেশে খ্রিস্টধর্মে অন্তরিত করা এবং হিন্দু মন্দির আক্রমণ চালানোর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে, ইত্যাদি।"
      অপইন্ডিয়া এবং স্বরাজ্য উভয়েই অর্গানাইজারের অভিমত সমর্থন করে লিখেছে— "রাজ্যে মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি ক্ষমতাসীন হওয়ার পর থেকেই খ্রিস্টানদের এই বাড়বাড়ন্ত। জেলাশাসক স্যামুয়েল নিজেও একজন খ্রিস্টান এবং তাঁর প্রশ্রয়েই একটি আস্ত পাহাড় খুঁড়ে সমতল করে সেখানে একটি বিরাট ক্রুশ তৈরি করা হয়েছে।"
      আরও পড়ুন: মুসলিম টুপি মাথায় প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের ফোটোশপ ছবি ভাইরাল

      তথ্য যাচাই

      গুন্টুর পুলিশ অবশ্য টুইট করে জানিয়েছে, যে-পাহাড়ে হিন্দু মন্দির রয়েছে এবং যেটিতে ক্রুশ চিহ্ন খাড়া করা হয়েছে, সেগুলি দুটো আলাদা পাহাড়, যাদের মঝখানে আরও ছোট-মাঝারি পাহাড়ও রয়েছে। দেওধরের টুইটের অপপ্রচারের জবাবে তাঁরা ঘটনাস্থল এদলাপাড়ু গ্রাম থেকে তোলা একটি ভিডিও টুইট করেছেন। জনৈক পুলিশ আধিকারিক সেই ভিডিওটি দেখিয়ে এলাকার ভৌগোলিক চিত্র তুলে ধরছেন এবং দেখাচ্ছেন, ক্রুশ তৈরি হয়েছে যে পাহাড়ে আর মন্দির রয়েছে যেখানে, সে দুটি সম্পূর্ণ ভিন্ন পাহাড় এবং ক্রুশ আদৌ নরসিংহ স্বামীর মন্দিরের জায়গা দখল করে বানানো হয়নি ।

      Fact check : THEY ARE COMPLETELY 2 DIFFERENT HILLOCKS and there is absolutely NO encroachment of the hill where Narasimha Swami idol is there ..(check videos by our SHO)

      Request to use Twitter to spread love, unity and peace..@APPOLICE100 @dgpapofficial @ysjagan pic.twitter.com/lc7HZpq6c5

      — GUNTUR RURAL DISTRICT POLICE (@GntRuralPolice) March 2, 2021
      গুন্টুরের জেলা কালেক্টরও ওই ভুয়ো দাবি নস্যাত্ করে জানিয়েছেন, সীতামাতার পদচ্ছাপওয়ালা পাহাড় আর ক্রুশ চিহ্নিত পাহাড় দুটি সম্পূর্ণ আলাদাl

      As reported by the SP Rural Guntur and Sub Collector,the allegation that the Cross was erected where Sita Maata footprints and carvings of Lord Narsimha existed is not true.
      The hill with Sita Maata footprints is different from the hill which has the Cross. https://t.co/JaGBvo2d6q

      — Guntur Collector (@CollectorGuntr) March 2, 2021
      জেলা কালেক্টরের দফতর থেকে দেওধরের টুইটের জবাবে বলা হয়েছে, স্থানীয় তহশিলদার এবং স্টেশন হাউস অফিসার আইন মোতাবেক বিষয়টির তদন্ত করে দেখছেন এবং যতদিন তা সম্পূর্ণ না হয়, ততদিন স্থিতাবস্থা বজায় থাকবে।
      আমরা এক স্থানীয় রিপোর্টারের কাছ থেকে অন্য একটি ভিডিও পেয়েছি, যাতে স্পষ্ট যে দুই ধর্মের অর্চনাস্থানগুলি দুটি আলাদা-আলাদা পাহাড়ে অবস্থিত এবং কেউ কারও জায়গা অধিকার বা দখল করে নেই। এদলাপাড়ুর যে পুলিশ অফিসার ভিডিওটি তুলেছেন, তিনি দূরে একটি পাহাড়ের দিকে আঙুল দেখিয়ে বলছেন, "ওই দেখুন, ওখানে একটা ক্রুশের কাঠামো তৈরি করা হচ্ছে। তার আগে অন্য পাহাড়ে কিছু খনিসংক্রান্ত খোঁড়াখুঁড়িও চলছে l তার এপাশে যে পাহাড়টা, তার উপরেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, আর এর আধ কিলোমিটার পরেই নরসিংহ স্বামীর মন্দির। ওই পাহাড়েও কিছু খনির কাজ চলছে। দুটি পাহাড়ের মধ্যে অন্তত আধ কিলোমিটারের দূরত্ব রয়েছে এবং আছে অন্য কয়েকটি ছোট-ছোট পাহাড়ও।"
      নিচের ভিডিওটি দেখুন:
      এদালপাড়ুর সাব-ইনস্পেক্টরকে উদ্ধৃত করে দ্য নিউজমিনিট জানাচ্ছে: "নরসিংহ স্বামীর মন্দির রয়েছে যে পাহাড়ে, তার থেকে অন্তত আধ কিলোমিটার দূরে রয়েছে সেই পাহাড় যেখানে ক্রুশটি নির্মিত হচ্ছে। যে ছোট পাহাড়টিলার উপরে ক্রুশটি তৈরি হয়েছে, সেটিকে স্থানীয়রা রাহাদারি মাতার মন্দির বলে জানে।"
      আরও পড়ুন: ওষুধের স্ট্রিপে ক্যাপসুলের বদলে আলপিন ভরা ভিডিওগুলি ভারতের নয়

      Tags

      Fact CheckFake NewsAndhra PradeshChristian CrossHindu ShrineGuntur PoliceSunil DeodharAndhra Pradesh PoliceEdlapadu christian crossBharatiya Janata PartyBJP Andhra PradeshOrganiser
      Read Full Article
      Claim :   খ্রিষ্টানরা গুন্টুরে হিন্দু তীর্থে ক্রস বসিয়েছে
      Claimed By :  Sunil Deodar, BJP Andhra Pradesh Inchare
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!