নরেন্দ্র মোদীকে এক স্বাস্থ্যকর্মীর মধ্যমা দেখানোর ছবিটি সম্পাদনা করা
বুম দেখে মূল ছবিটিতে ওই অংশটি সম্পাদনা করে করে জোড়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করার সময় এক মহিলা কর্মী তাঁকে উদ্দেশ্য করে মধ্যমা দেখানোর যে ছবিটি ভাইরাল করা হয়েছে, সেটি ফোটোশপ করা।
বুম দেখেছে, মূল ছবিটিতে মহিলা কর্মীটি আদৌ প্রধানমন্ত্রীর উদ্দেশে মধ্যমা দেখাইনি।
২১ অক্টোবর, ২০২১ ভারত সরকার ঘোষণা করে যে, দেশে মোট ১০০ কোটি কোভিড-১৯-এর টীকা দেওয়া হয়ে গিয়েছে l এই উপলক্ষে প্রধানমন্ত্রী দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে স্বাস্থ্যকর্মীদের এই কৃতিত্বের জন্য সাধুবাদ জানান।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী যখন দু হাতের বুড়ো আঙুল তুলে স্বাস্থ্যকর্মীদের এই কৃতিত্বের জন্য সাবাসি দিচ্ছেন, তখনই এক মহিলা তাঁকে উদ্দেশ্য করে মধ্যমা দেখাচ্ছে।
ছবিটি টুইট করে ক্যাপশন দেওয়া হয়েছে: "ভিড়ের মধ্যে আলাদা হয়ে দাঁড়াও"
টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।
একটি প্যারডি অ্যাকাউন্টও এই একই ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছে: "আমি এর কঠোর নিন্দা করছি"
ফেসবুকে আবার ডঃ মনমোহন সিংহ ফ্যান ক্লাব নামে একটি ফেসবুক পেজ এই ছবিটি শেয়ার করেছে।
সেই পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে পাঠানের সন্তান বলেননি
তথ্য যাচাই
বুম দেখেছে যে, ভাইরাল হওয়া ছবিটি ফোটোশপ করে তৈরি করা হয়েছে এবং আসল ছবিটিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে এমন কোনও অঙ্গভঙ্গি কেউ করেনি।
ছবিটির খোঁজখবর করে দেখা গেছে, এটি সংবাদসংস্থা এএনআই-এর একটি টুইটে ব্যবহৃত হয়েছিল এবং খবরটি ছিল এ রকম: "আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ১০০ কোটি কোভিড-১৯ টীকা দানের কৃতিত্ব অর্জন করায় দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সাবাসি দিচ্ছেন l"
ছবিটা ভালো করে নজর করলেই দেখা যাবে, মহিলাটি মধ্যমা দেখায় না, শুধু হাত দিয়ে সামনের কাচটা ছুঁয়ে রয়েছে।
ভাইরাল হওয়া ছবির সঙ্গে মূল ছবিটার তুলনা করলেই আমরা দেখতে পাব যে, মহিলার হাতের ভঙ্গিমাটি ফোটোশপ করে বানানো হয়েছে:
আরও পড়ুন: বিজেপির 'আচ্ছে দিন' পোস্টারে এক ব্যক্তির 'মূত্র বিসর্জন'? ছবিটি ভুয়ো