BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • জো বাইডেন উপেক্ষা করেন নরেন্দ্র...
ফ্যাক্ট চেক

জো বাইডেন উপেক্ষা করেন নরেন্দ্র মোদীকে? ভিডিওটি ছাঁটাই করা

বুম দেখে দীর্ঘ ভিডিওতে টোকিওতে অনুষ্ঠিত কোয়াড সম্মেলনে বাইডেনকে মোদীর সঙ্গে করমর্দন করতে দেখা যায়।

By - Anmol Alphonso |
Published -  27 May 2022 4:47 PM IST
  • জো বাইডেন উপেক্ষা করেন নরেন্দ্র মোদীকে? ভিডিওটি ছাঁটাই করা

    একটি ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেস-এর সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। কিন্তু তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) উপেক্ষা করে কোনও রকম কুশল বিনিময় না করেই চলে যান। ভিডিওটি আসলে কাটছাঁট করে তৈরি করা হয়েছে।

    জাপানের টোকিওতে অনুষ্ঠিত 'কোয়াডিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ'-এর শীর্ষ বৈঠকে তোলা ভিডিওটি বুম দেখে। সেখানে বাইডেন প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতি স্বীকার করেন ও তাঁর সঙ্গে করমর্দন করেন। ভিডিওটির পরের দিকের এই অংশটি বাদ দিয়ে দেওয়া হয়েছে।

    কোয়াড হল অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে একটি সুরক্ষা সংক্রান্ত জোট। ২৪ মে, ২০২২ প্রধানমন্ত্রী মোদী ওই শীর্ষ সম্মেলনে অংশ নেন এবং প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী অ্যালবানেস-এর সঙ্গে তাঁর সাক্ষাতের ভিডিও ভাইরাল হয়। কারণ, ভিডিওটিতে মোদীকে অ্যালবানেস-এর হাত ধরতে দেখা যায়।

    ৩৬ সেকেন্ডের ওই ভিডিওটি একটি বিদ্রুপাত্মক দাবি সমেত শেয়ার করা হচ্ছে। তাতে বলা হয়েছে, "বাঘের চোখে চোখ রাখতে বাইডেন ভয় পেয়েছেন। একজন ক্ষুব্ধ ভক্ত।"

    (হিন্দিতে লেখা হয়: बाइडेन की तो हिम्मत ही नहीं हुई, शेर से आंखें मिलाने की : एक भड़का हुआ भक्त)


    দেখার জন্য এখানে ক্লিক করুন।

    ওই একই ভিডিও মিথ্যে দাবি সমেত ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।


    আরও পড়ুন: নৈনিতালের ইসলামকরণ হচ্ছে মিথ্যে দাবিতে ছড়াল বাংলাদেশের পুরনো ছবি

    তথ্য যাচাই

    বুম দেখে আসল ভিডিওটি কেটে ছোট করে দেওয়া হয়েছে। তার ফলে বাইডেন যেখানে মোদীকে অভিনন্দন জানাচ্ছেন সেই অংশটা বাদ পড়েছে। আর সেই কারণেই মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট মোদীকে উপেক্ষা করেছেন।

    আমরা কোয়াড সম্মেলনের ভিডিওটি দেখি। তাতে এক জায়গায় বাইডেন, মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেসকে কথা বলতে দেখা যায়। সাংবাদিক নবীন রাজিক যে ভিডিওটি টুইট করেছেন তার ২৩ সেকেন্ড সময়চিহ্নে বাইডেন মোদীর দিকে তাকাচ্ছেন এবং ৩৩ সেকেন্ড সময়চিহ্নে তাঁর সঙ্গে করমর্দন করছেন।

    Prime Minister Anthony Albanese shakes hands with US President Joe Biden and appears to crack a few jokes as the leaders of the Quad pose for the 'family photo' in Tokyo #auspol @SBSNews pic.twitter.com/jS326e746S

    — Naveen Razik (@naveenjrazik) May 24, 2022

    যে অংশটিতে মোদী ও বাইডেন কথা বলছেন এবং করমর্দন করছেন, ভাইরাল ভিডিওটিতে সেই অংশটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। যাতে এটা মনে হয় যে, বাইডেন ও অ্যালবানেস মোদীকে উপেক্ষা করে হেঁটে চলে যান।

    কোয়াড সম্মেলনের ওপর 'ফ্রান্স-২৪'-এর রিপোর্ট সহ অন্যান্য সংবাদ প্রতিবেদনে বাইডেন, মোদী ও অ্যালবানেস-এর কথা বলার দৃশ্যটি রয়েছে। ফ্রান্স-২৪-এর প্রতিবেদনটি নীচে দেওয়া হল।


    দেখার জন্য এখানে ক্লিক করুন।

    আরও পড়ুন: না, ভাইরাল ছবিটি ঘানায় ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণের দৃশ্য নয়

    Tags

    Fake NewsFact CheckJoe BidenQUADJapanAnthony AlbaneseNarendra Modi
    Read Full Article
    Claim :   ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোয়াড সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপেক্ষা করছেন
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!