এক কল্পবিজ্ঞান সিনেমার দৃশ্যকে কানাডায় হারিকেনের তাণ্ডব বলা হল
বুম দেখে ভাইরাল হওয়া এই ভিডিওটি ২০১৪ সালে নির্মিত কল্পবিজ্ঞানের চলচ্চিত্র "ইন্টু দ্য স্টর্ম"–এর দৃশ্য।
একটি কল্পবিজ্ঞানের সিনেমায় (Sci-Fi Movie) বেশ কয়েকটি টর্নাডোর বিপুল ধ্বংস ও তাণ্ডবের দৃশ্যকে এই ভুয়ো দাবি সহ শেয়ার করা হচ্ছে যে, এগুলি কানাডার (Canada) সাম্প্রতিক ঘূর্ণিঝড় বা হারিকেনের (Hurricane) দৃশ্য এবং চিনের ন্যাশনাল জিওগ্রাফিক (National Geographic) ম্যাগাজিন নাকি এই ভিডিও ১০ লক্ষ ডলার দিয়ে কিনে নিয়েছে।
গুজরাটি ভাষায় ক্যাপশন দিয়ে এই ভাইরাল ভিডিওটি শেয়ার করা হচ্ছে, যার অনুবাদ করলে দাঁড়ায়: "কানাডার টরন্টো বিমানবন্দরে এই হারিকেনটি আছড়ে পড়েছে l অবিশ্বাস্য চিনা ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন এই ভিডিওটি ১০ লক্ষ ডলার দিয়ে কিনে নিয়েছে l একবার দেখুন!"
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
একই ভুয়ো ক্যাপশন দিয়ে ফেসবুকেও ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে:
এই পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: মোদীকে ফোন করে মেসির কোপা জয় উদযাপন? প্রতিবেদনের ছবিটি সম্পাদিত
তথ্য যাচাই
বুম দেখলো, এই ভিডিওটি ২০১৪ সালে তৈরি একটি কল্পবিজ্ঞানের সিনেমার দৃশ্য, নাম ইন্টু দ্য স্টর্ম। সিনেমাটির গল্প হল সিলভারটন নামক এক শহরে আচমকা এক প্রবল ঝড় ও তার ধ্বংসলীলা।
ভিডিওর মূল ফ্রেমগুলি ভেঙে নিয়ে যাচাই করে দেখা যায়, ঝড় ও তার তাণ্ডবের ভাইরাল হওয়া দৃশ্যগুলি ওই সিনেমার থেকেই নেওয়া। এমনকী ভাইরাল দৃশ্যগুলি সিনেমার ট্রেলারের সঙ্গেও অবিকল একরকম।
সিনেমার ট্রেলারের সঙ্গে ভাইরাল ভিডিও ক্লিপের দৃশ্যগুলো তুলনা করলেই বোঝা যাবে, দুটো একই রকম:
আরও পড়ুন: গাঁধীনগর স্টেশনের ভিডিওকে অযোধ্যার বলে চালানো হচ্ছে