BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • না, আসাদুদ্দিন ওয়েইসির সমর্থকরা...
ফ্যাক্ট চেক

না, আসাদুদ্দিন ওয়েইসির সমর্থকরা জয়পুরে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেননি

বুম যাচাই করে দেখে ভিডিওটিতে সমর্থকরা ‘ওয়েইসি সাব জিন্দাবাদ’ ধ্বনি দেন। জয়পুর পুলিশও জানায় আপত্তিকর স্লোগান দেওয়া হয়নি।

By - Anmol Alphonso |
Published -  17 April 2022 6:23 PM IST
  • না, আসাদুদ্দিন ওয়েইসির সমর্থকরা জয়পুরে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেননি

    অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলেমিন (AIMIM)-এর সভাপতি আসাদুদ্দিন ওয়েইসিকে (Asaduddin Owaisi) সমর্থকরা 'ওয়েইসি সাব জিন্দাবাদ' ধ্বনিতে স্বাগত জানাচ্ছেন জয়পুরের (Jaipur) একটি ভিডিও শেয়ার করে মিথ্যা দাবি করা হচ্ছে, ওয়েইসির সমর্থকরা 'পাকিস্তান জিন্দাবাদ' (Pakistan Zindabad) স্লোগান (Sloganeering) দিচ্ছেন।

    বুম জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তবের সঙ্গে কথা বলে। তিনি ভাইরাল হওয়া বার্তার দাবিটিকে ভিত্তিহীন বলে দাবি করে জানান যে, জয়পুর পুলিশ তাদের তদন্তে ভিডিওটিতে কোনও আপত্তিকর স্লোগান দেওয়ার প্রমাণ পায়নি।

    বুম এই একই ঘটনার অন্য ভিডিওরও সন্ধান পায়, এবং দেখে যে, সেখানে কোনও পাকিস্তান-পন্থী স্লোগান দেওয়া হয়নি।

    এই ভিডিওটিতে আমরা দেখতে পাই যে, আসাদুদ্দিন ওয়েইসিকে তাঁর সমর্থকরা ঘিরে রয়েছেন, এবং 'ওয়েইসি সাব জিন্দাবাদ' স্লোগান দেওয়া হচ্ছে।

    ১৩ এপ্রিল, ২০২২ তারিখে ওয়েইসি এক দিনের সফরে জয়পুরে গিয়েছিলেন, এবং ৭ এপ্রিল কারাউলিতে হওয়া সম্প্রদায়িক সংঘাতের ঘটনাটিকে যে ভাবে সামলানো হয়েছে, সেই প্রসঙ্গে তিনি রাজ্যের কংগ্রেস সরকারের সমালোচনা করেন।

    ভিডিওটি হিন্দিতে লেখা যে ক্যাপশনের সঙ্গে ভাইরাল হয়েছে, সেটি এই রকম: "এটা কি আমরা ঠিক শুনলাম যে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হল! সত্যিই কি এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসির উপস্থিতিতে এই স্লোগান দেওয়া হল। আমি এই ভিডিওটি যাচাই করিনি #ওয়েইসি #পাকিস্তান # জয়পুর"


    (হিন্দিতে মূল ক্যাপশন: क्या हमने सही सुना पाकिस्तान जिंदाबाद ! क्या AIMIM के नेता असदुद्दीन ओवैसी की मौजूदगी में नारे लगे मैं इस वीडियो की पुष्टि नहीं करता #Owaisi #Pakistan #Jaipur)

    টুইটটি দেখুন এখানে।

    বিভিন্ন সংবাদমাধ্যমেও এই ভিডিওটি ব্যবহার করে ভ্রান্ত সংবাদ পরিবেশন করা হয়েছে যে, জয়পুরে ওয়েইসির সফরে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়া হয়েছে, তা এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে।

    সংবাদমাধ্যমগুলি জানিয়েছে যে, তারা এই ভিডিওটি যাচাই করতে পারেনি। যে সংবাদমাধ্যমগুলি এই খবর পরিবেশন করেছে, তাদের মধ্যে জি রাজস্থান, অমর উজালা এবং ফার্স্ট ইন্ডিয়া নিউজ রয়েছে।


    টুইটটি দেখুন এখানে।

    আরও পড়ুন: বিবেক অগ্নিহোত্রী কি দ্য কাশ্মীর ফাইলসের লাভের ২০০ কোটি টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন?

    তথ্য যাচাই

    বুম এই ভাইরাল ভিডিওতে কোনও পাকিস্তান-পন্থী স্লোগান খুঁজে পায়নি। বরং দেখতে পেয়েছে যে, সমর্থকরা 'ওয়েইসি সাব জিন্দাবাদ' স্লোগান দিচ্ছিলেন।

    ভিডিওটির ২১ সেকেন্ড সময় পর্বে দেখা যাচ্ছে যে, এক জন স্লোগান দিচ্ছেন 'ওয়েইসি সাব জিন্দাবাদ', এবং বাকিরাও তাঁর সঙ্গে গলা মেলাচ্ছেন। আমরা আর একটি ভিন্ন কোণ থেকে তোলা একই ভিডিওরও খোঁজ পাই, যাতে 'ওয়েইসি সাব জিন্দাবাদ' স্লোগানটি স্পষ্ট শোনা যাচ্ছে।

    Fake msgs are being propagated that slogans of Pakistan zindabad was raised.
    Actual slogan was "Owaisi Saab Zindabad" https://t.co/Uq8xhdzBXc pic.twitter.com/CAoIvgLIas

    — राजस्थानी ट्वीट (@8PMnoCM) April 14, 2022

    ভিডিওটি নীচে দেখুন।

    তদন্তে ভিডিওটিতে কোনও আপত্তিকর স্লোগানের পাওয়া যায়নি: জয়পুর পুলিশ

    বুম জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তবের সঙ্গে যোগাযোগ করে। ভাইরাল হওয়া ভিডিওতে পাকিস্তান-পন্থী স্লোগান দেওয়া হয়েছে, এই অভিযোগটি তিনি উড়িয়ে দেন। "ভাইরাল হওয়া ভিডিওটি গত কাল জয়পুরে শুট করা হয়েছে। এই ভিডিওটিতে যে স্লোগান শোনা যাচ্ছে, আমাদের তদন্তে তাতে আপত্তিকর কিছুর সন্ধান পাওয়া যায়নি," পুলিশ কমিশনার শ্রীবাস্তব বুমকে বলেন।

    টুইটারেও এক জনকে উত্তর দিয়ে জয়পুর পুলিশ এই ভাইরাল ভিডিওটি সম্বন্ধে জানায় যে, "এই ভিডিওতে যে দাবি করা হয়েছে, জয়পুর পুলিশ তার তথ্য যাচাই করেছে, এবং এখানে দেশ-বিরোধী কোনও স্লোগান দেওয়ার কোনও প্রমাণ পায়নি। এমন গুজবে কান দেবেন না।"

    আরও পড়ুন: বিজেপি সাংসদ দিলীপ ঘোষের ছবির সঙ্গে বিভ্রান্তিকর দাবিতে জুড়ল পেট্রোলের দাম

    Tags

    Fake NewsFact CheckAsaduddin OwaisiAIMIMPakistan ZindabadJaipurRajasthan#MisreportingMedia
    Read Full Article
    Claim :   ভিডিওর দাবি রাজস্থানের জয়পুরে আসাদুদ্দিন ওয়েইসির সমর্থকরা 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেয়
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!