জঞ্জাল ফেলার গাড়িতে কোভিড মৃতদেহ বহনের ছবিটি উত্তরপ্রদেশের নয়
বুম যাচাই করে দেখে জঞ্জাল ফেলার গাড়িতে কোভিড-১৯ মৃতদের শব বহনের ছবিটি ছত্তীসগড়ের।
পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই (PPE) পরিহিত চার ব্যক্তি ত্রিপলে মোড়া এক শবদেহ একটি জঞ্জাল ফেলার গাড়িতে (Garbage Van) তুলছেন, এমন একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটির ক্যাপশনে ভুয়ো দাবি করা হয়েছে যে, এই ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh)।
বুম অনুসন্ধান করে দেখল যে, ঘটনাটি ছত্তীসগড়ের। সেখানে কোভিড রোগীদের শবদেহ শ্মশানে নিয়ে যাওয়ার কাজে জঞ্জালবাহী গাড়ি ব্যবহৃত হয়েছে।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গার তীরে বালিতে পুঁতে দেওয়া মৃতদেহের সন্ধান পাওয়ার সাম্প্রতিক ঘটনা বিষয়ে একাধি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ছবিটির সঙ্গে ক্যাপশনে বাংলায় লেখা হয়েছে: ময়লার গাড়িতে করোনা রোগীর মৃতদেহ ফেলছে যোগীর পুলিশ! বিজেপি রাজ্যগুলিতে মৃতদেহের স্তূপ, কোথাও গণচিতার জ্বলন্ত দৃশ্য। প্রথমে গঙ্গায় মৃতদেহ ভাসানো, তারপর নদীতে মৃতদেহ ছোড়ে ফেলা, এখন ভাইরাল নোংরা ফেলার গাড়িতে রোগীর মৃতদেহ নিয়ে যাওয়ার ভিডিও। বিজেপি শাসন যেখানে চরম অব্যবস্থা সেখানে!
পোস্ট দেখার জন্য এখানে এবং আর্কাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: কৃষক আন্দোলনের পক্ষে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী? ছবিগুলি সম্পর্কহীন
তথ্য যাচাই
বুম এই ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে, এবং এনডিটিভি-র ১৪ এপ্রিল ২০২১ তারিখের একটি নিউজ ফিড টুইটের সন্ধান পায়, যাতে এই ছবিটিই ব্যবহৃত হয়েছে। সেই ছবির ক্যাপশনে লেখা হয়েছে যে ছত্তীসগড়ে কোভিড রোগীদের শবদেহ বহন করার জন্য জন্য জঞ্জালবাহী গাড়ি ব্যবহার করা হচ্ছে।
এই ঘটনাটি বিষয়ে এনডিটিভি একটি সংবাদ প্রতিবেদনও প্রকাশ করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, পিপিই পরিহিত সাফাইকর্মীরা রাজনন্দগাঁওয়ে শেষকৃত্য করার জন্য নিয়ে যেতে কোভিড রোগীর শবদেহ তুলে তা জঞ্জাল ফেলার গাড়ির পিছনে রাখছেন।
লাইভ হিন্দুস্তানও এই একই ছবি সহকারে ঘটনাটি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
আরও পড়ুন: অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দির বলে ছড়াল কাশী বিশ্বনাথ মন্দিরের ছবি