BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • আজতক বাংলার সম্প্রচারিত চাঁদের...
ফ্যাক্ট চেক

আজতক বাংলার সম্প্রচারিত চাঁদের পৃষ্ঠে জাতীয় প্রতীকসহ ইসরোর ছবি ফটোশপে তৈরি

বুম যাচাই করে দেখে ভুয়ো এই ছবি অ্যাডব ফটোশপের মাধ্যমে তৈরি করেন এক ইন্টারনেট ব্যবহারকারী।

By -  Hazel Gandhi & Sujith
Published -  25 Aug 2023 7:18 PM IST
  • আজতক বাংলার সম্প্রচারিত চাঁদের পৃষ্ঠে জাতীয় প্রতীকসহ ইসরোর ছবি ফটোশপে তৈরি
    Listen to this Article

    সম্প্রতি চাঁদের পৃষ্ঠে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ও জাতীয় প্রতীকের (State Emblem) দৃশ্য দাবি করে একটি ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

    ভাইরাল ছবিটি পোস্ট করে নেটিজেনদের অনেকে দাবি করেন চাঁদের মাটিতে এভাবেই 'প্রজ্ঞান' তার চাকার সাহায্যে ভারতের এবং ইসরোর প্রতীক এঁকে দিয়েছে।

    বুম যাচাই করে দেখে ছবিটি ভুয়ো। অ্যাডব ফটোশপের মাধ্যমে ছবিটি তৈরি করেন এক ইন্টারনেট ব্যবহারকারী।

    ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে কার্যত অসাধ্য সাধন করে ইসরোর পাঠানো চন্দ্রযান-৩। ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত প্রচেষ্টায় সারা বিশ্বে মহাকাশ গবেষণায় ইতিহাস রচনা করে ভারত। চাঁদের মাটিতে ভারতের এই সাফল্যের মধ্যেই ইসরো ও জাতীয় প্রতীকের এই ছবিটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

    ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "চাঁদের মাটিতে প্রজ্ঞান তার চাকার সাহায্যে ভারতের লোগো এবং ইসরো লোগো এঁকে দিলো, চাঁদ যত দিন থাকবে লোগো তত দিন থাকবে। ধন্যবাদ ইসরো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়"।

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    ডিজিটাল উপায়ে বানানো এই ছবি দেখায় আজতক বাংলাও। আজতক বাংলার এক সংবাদ বুলেটিনে ছবিটি সম্প্রচার করে ক্যাপশন হিসেবে লেখা হয়, "চাঁদের মাটিতে ভারতের জাতীয় প্রতীক ও ইসরোর ছাপ রেখে আসবে চন্দ্রযান-৩"।

    তাদের সেই পোস্ট দেখতে ক্লিক করুন এখানে।

    আরও পড়ুন -চন্দ্রযান-৩ অবতরণের পর নাচছেন ইসরোর চেয়ারম্যান? সংবাদমাধ্যম দেখাল পুরনো ভিডিও

    তথ্য যাচাই

    বুম যাচাই করে দেখে ছবিটি ফটোশপ ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং তা চাঁদের পৃষ্ঠে ইসরো ও জাতীয় প্রতীকের ছাপের ছবি নয়। আমরা ছবিটি খুঁটিয়ে দেখার সময় লক্ষ্য করি ছবিটির নিচে বামদিকের অংশে 'কৃষাণশু গর্গ' লেখা দেখতে পাওয়া যায়।

    এর থেকে সূত্র ধরে আমরা কৃষাণশু গর্গের এক্স প্রোফাইল খুঁজে পাই যেখানে তিনি ২৩ আগস্ট ছবিটি শেয়ার করে এক উত্তর হিসাবে লেখেন, "এর জন্য অপেক্ষা করতে পারছি না!"

    Can't wait for this! 🌕🇮🇳 pic.twitter.com/9cXjpjT3nL

    — Krishanshu Garg (@KrishanshuGarg) August 23, 2023

    পোস্টটির আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

    বুম গর্গের সাথে এবিষয়ে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করে বলেন ছবিটি আসল নয়। তিনি জানান, "আমি কাউন্টডাউনের সময় (রোভারের অবতরণ সংক্রান্ত) ছবিটি তৈরি করতে অ্যাডোব ফটোশপ ব্যবহার করেছি। আমি ছবিটি আমার ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করলে অন্যরা তাকে আসল ছবি ভেবে ভুল করে। ছবিটি যে ভাইরাল হবে তা আমি আশা করিনি।"

    আমরা রিভার্স সার্চ করে hiclipart.com ওয়েবসাইটে গর্গের ছবিতে ব্যবহৃত ছাপের সীমানার অনুরূপ এক ভেক্টর ছবি খুঁজে পাই।

    এই পোস্টের আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

    ২০২৩ সালের জুলাই মাসের ১৪ তারিখে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভির এক পোস্ট অনুসারে প্রজ্ঞানের চাকাটি জাতীয় প্রতীক এবং ইসরোর প্রতীকের এক ছাপ বহন করে।

    Towards a remarkable journey 🚀

    On the wheel of Pragyan, the #ISRO logo and State Emblem (Ashoka Chakra) is embossed—a clear visual confirmation that this rover will leave its mark on the lunar regolith.#Pragyan #Chandrayaan3 pic.twitter.com/BzxcfIG7JQ

    — Harsh Sanghavi (@sanghaviharsh) July 14, 2023

    বিক্রম ল্যান্ডার থেকে মোতায়েন করা প্রজ্ঞান রোভার এখন ১৪ দিন চাঁদের পৃষ্ঠকে আরও বুঝতে এবং অন্বেষণ করার জন্য পরীক্ষা চালাবে।

    আমরা ভাইরাল ছবির সাথে প্রজ্ঞানের চাকায় ছাপের তুলনা করে দেখি তারা এক নয়। প্রজ্ঞানের চাকা যেখানে তার দুটি উল্লম্ব সীমানায় ইসরোর এবং জাতীয় প্রতীক বহন করে, সেখানে ভাইরাল ছবিটিতে চাকার দুটি সীমানার মাঝখানে ছাপ দেখতে পাওয়া যায়।


    আরও পড়ুন -স্বপ্নদ্বীপ মৃত্যুকাণ্ডে ধৃত বলে বাংলা সংবাদমাধ্যম দেখাল অন্য পড়ুয়াদের


    Tags

    ISROCHANDRAYAAN 3Media Misreporting
    Read Full Article
    Claim :   ছবিতে চাঁদের পৃষ্ঠে ইসরো এবং জাতীয় প্রতীকের একটি ছাপ দেখতে পাওয়া যায়
    Claimed By :  Social Media, AajTak Bangla
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!