BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • চন্দ্রযান-৩ অবতরণের পর নাচছেন ইসরোর...
ফ্যাক্ট চেক

চন্দ্রযান-৩ অবতরণের পর নাচছেন ইসরোর চেয়ারম্যান? সংবাদমাধ্যম দেখাল পুরনো ভিডিও

বুম ২০২৩ সালের জুলাই মাসে যে সাংবাদিক ভিডিওটি রেকর্ড করেছিলেন তার সাথে কথা বলে এই দাবির সত্যতা যাচাই করে।

By -  Nivedita Niranjankumar
Published -  25 Aug 2023 4:21 PM IST
  • চন্দ্রযান-৩ অবতরণের পর নাচছেন ইসরোর চেয়ারম্যান? সংবাদমাধ্যম দেখাল পুরনো ভিডিও
    Listen to this Article

    বেশ কিছু সংবাদমাধ্যম সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরোর (ISRO) চেয়ারম্যান এস সোমনাথের নাচের একটি পুরনো ভিডিও সম্প্রচার করে দাবি করে গত ২৩ অগাস্ট চাঁদে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর সফল অবতরণের পরে এভাবেই সহকর্মীদের সাথে আনন্দ-উৎসবে মেতে উঠেছেন সোমনাথ।

    বুম যাচাই করে দেখে ভিডিওটিতে চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পরে ইসরোর চেয়ারম্যানকে নাচতে দেখা যায় না। ২০২৩ সালের জুলাই মাসে একজন সাংবাদিক বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে ভিডিওটি রেকর্ড করেছিলেন।

    চলতি বছরের ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে চন্দ্রযান-৩ অবতরণ করিয়ে ইতিহাস রচনা করে ভারত। ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হওয়া চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে করবে নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা। দীর্ঘ সময়ের এই অক্লান্ত প্রচেষ্টার পর ইসরোর বিজ্ঞানীদের এমন সাফল্যে দেশ-বিদেশ থেকে ভেসে আসে একের পর এক শুভেচ্ছাবার্তা।

    এরই প্রেক্ষিতে ইসরোর চেয়ারম্যানের নাচের একটি ভিডিও দেখিয়ে বাংলার বেশ কিছু প্রথম সারির সংবাদমাধ্যম দাবি করে চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পরে এভাবেই অন্য সহকর্মীদের সাথে আনন্দ করেছেন এস সোমনাথ।

    এই সময়ের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "চাঁদের বুকে ইতিহাস ভারতের। সহকর্মীদের সঙ্গে চন্দ্রযান ৩-এর সাফল্য এভাবেই সেলিব্রেট করলেন এস সোমনাথ।"

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    একই দাবি করে ভাইরাল ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে টিভি৯ বাংলা ও ক্যালকাটা নিউজ।

    প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এখানে।

    আরও পড়ুন -স্বপ্নদ্বীপ মৃত্যুকাণ্ডে ধৃত বলে বাংলা সংবাদমাধ্যম দেখাল অন্য পড়ুয়াদের

    তথ্য যাচাই

    বুম প্রথমে লক্ষ্য করে বেশ কয়েকটি ভাইরাল পোস্ট ভিডিওটির কৃতিত্ব 'সিদ্ধার্থ এমপি - ডব্লিউআইওএন নিউজ' কে দিয়েছে।

    এই তথ্যকে সূত্র হিসাবে গ্রহণ করে আমরা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স তথা টুইটারে সম্পর্কিত কীওয়ার্ড দিয়ে সার্চ করি। তাতে দেখা যায় ডব্লিউআইওএন নিউজের সাংবাদিক সিদ্ধার্থ এমপি ভিডিওটি ২৩ অগাস্ট সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট অর্থাৎ চন্দ্রযান-৩ এর অবতরণ সাফল্যের পর পোস্ট করে লেখেন, ড. এস. সোমানথ এবং ইসরোর দল...আজ রাতে মন খুলে উদযাপন করুন...বিশ্বের কতজন মানুষের ক্ষমতা ও জ্ঞান আছে ১.৪+ বিলিয়ন হৃদয়কে গর্বে ও আনন্দে ফুলিয়ে দেওয়ার!"

    আমরা দেখি ভিডিওটি সাম্প্রতিক ইসরোর চন্দ্র অভিযান সংক্রান্ত কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করা হয়েছিল।

    পরবর্তী একটি পোস্টে সিদ্ধার্থ স্পষ্ট করে জানান ভিডিওটি এই বছরের শুরুর দিকে হওয়া এক অনুষ্ঠানে তিনি তুলেছিলেন, এবছরের ২৩ অগাস্ট চন্দ্রযান-৩ এর সফল অবতরণ হওয়ার পর নয়।

    টুইটটি এখানে দেখুন এবং তার পরবর্তী টুইটটি এখানে দেখা যাবে।

    বুম এরপর ডব্লিউআইওএন নিউজের সাংবাদিক সিদ্ধার্থের সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করে আমাদের জানান ভিডিওটি পুরনো এবং তিনি নিজেই "২০২৩ সালের জুলাইয়ের ৬ তারিখে বেঙ্গালুরুতে হওয়া এক অনুষ্ঠানে" ভিডিওটি রেকর্ড করেছিলেন।

    তিনি অনুষ্ঠানটির সম্বন্ধে বিশদে জানাতে অস্বীকার করলেও আমরা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) এক তথ্য যাচাইয়ের প্রতিবেদন পাই যেখানে সিদ্ধার্থেকে উদ্ধৃত করে বলা হয়, "এটি (ভিডিও) জুলাই মাসে (গত মাসে) বেঙ্গালুরুর এক অনুষ্ঠানের। ঘটনাটি ছিল জি২০ স্পেস ইকোনমি নেতৃত্বের সাথে সাংস্কৃতিক রাতের অনুষ্ঠান"।

    আমরা এরপর ৬-৭ জুলাই কর্ণাটকের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত জি ২০ স্পেস ইকোনমি লিডারস মিট (এস ই এল এম) সংক্রান্ত ছবিগুলির সন্ধান করে ৬ জুলাই তারিখের বেশ কয়েকটি দৃশ্যে ইসরো প্রধান এস সোমনাথকে একই পোশাক পরে দেখতে পাই ৷ ৬ জুলাই ডিডি নিউজ সোমানাথের জি ২০ স্পেস ইকোনমি লিডারস মিট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের ভিডিও আপলোড করে যেখানে সোমনাথকে একই সাদা শার্ট এবং কালো স্যুট পরে থাকতে দেখা যায়।


    ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।

    আরও পড়ুন -যাদবপুরে ছাত্র মৃত্যুর সাথে জুড়ে ছড়াল অসম্পর্কিত সংবাদ প্রতিবেদনের অংশ


    Tags

    ISROCHANDRAYAAN 3Media Misreporting
    Read Full Article
    Claim :   ভিডিওতে চন্দ্রযান-৩-এর সাফল্যের পরে ইসরো চেয়ারম্যান সোমনাথকে সহকর্মীদের সাথে নাচতে দেখা যায়
    Claimed By :  News Outlets
    Fact Check :  Misleading
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!