
না, মার্ক জাকারবার্গ বলেননি ফেসবুকে দৈনিক ২০০ কোটিবার 'জয় শ্রীরাম' লেখা হয়
বুম দেখে দিনে কতবার 'জয় শ্রীরাম' লেখা হয় এব্যাপারে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কোনও মন্তব্য করেননি।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে মিথ্যে দাবি করা হয়েছে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ (Mark-Zuckerberg) নাকি বলেছেন ফেসবুকে প্রতিদিন দুশো কোটিবারের বেশি লেখা 'জয় শ্রীরাম' লেখা হয়।
বুম যাচাই করে দেখে মার্ক জাকারবার্গ বা ফেসবুকের বর্তমান পরিচালন সংস্থা মেটা (Meta) এই ধরণের কোনও বিবৃতি প্রকাশ করেনি।
ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টে মার্ক জাকারবার্গের সঙ্গে হিন্দু দেবতা শ্রীরামের ছবি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "ফেসবুকে প্রতিদিন দুইশো কোটিবারও বেশি জয় শ্রী রাম লেখা হয় বললেন ফেসবুক আবিস্কারক মার্ক জুকারবার্গ।"
ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে।

তথ্য যাচাই
বুম গুগলে সার্চ করে দেখে মার্ক জাকারবার্গের এই ধরণের কোনও মন্তব্য সংক্রান্ত খবর প্রথম সারির কোনও গণমাধ্যমে প্রকাশিত হয়নি।
বুম ফেসবুক নিউজরুমের ব্লগ যেখানে ফেসবুক সর্বপ্রথম তাদের পণ্য সংক্রান্ত তথ্য প্রকাশ করে তা খুঁজে দেখেছে। সেখানেও 'মার্ক জাকারবার্গ জয় শ্রীরাম' সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

ফেসবুক ইঙ্ক ২০২১ সালের অক্টোবর মাসে নাম বদল করে 'মেটা' নামে আত্মপ্রকাশ করে। বর্তমানে মেটার মালিকানাধীন রয়েছে সোশাল মিডিয়া ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
বুম ২০২০ সালের জুলাই মাসে একই ভুয়ো খবরের তথ্য-যাচাই করেছিল।
আরও পড়ুন: ট্র্যাভেল ব্যাগের ভেতরে ভরে শিশু অপহরণের ভিডিও আসলে নাট্যরূপ
Updated On: 2022-01-10T14:41:02+05:30
Claim : ফেসবুকে প্রতিদিন দুইশো কোটিবারও বেশি জয় শ্রী রাম লেখা হয় বললেন ফেসবুক আবিস্কারক মার্ক জাকারবার্গ
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story