ফ্যাক্ট চেক
ফেসবুকে রোজ দু'শো কোটি বার 'জয় শ্রী রাম' লেখা হয়? ভুয়ো বক্তব্য ভাইরাল
বুম দেখেছে মার্ক জাকারবার্গ এইরকম মন্তব্য করেননি আর এইরকম কোন পরিসংখ্যানও খুঁজে পাওয়া যায়নি।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন রোজ ২০০ কোটি বার ফেসবুকে 'জয় শ্রী রাম' লেখা হয়, এমনটাই দাবি করছে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভুয়ো গ্রাফিক। বুম দেখেছে এই দাবিটি বিভ্রান্তিকর, এরকম কোনো পরিসংখ্যান ফেসবুকের কর্ণধার প্রকাশ করেননি।
ফেসবুক কর্ণধারের 'জয় শ্রী রাম' নিয়ে ভুয়ো মন্তব্যের এই গ্রাফিক এমন সময়ে ভাইরাল করা হচ্ছে, যখন আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভুমি পূজার দিনক্ষণ ঠিক করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেদ্র মোদী সেই অনুষ্ঠানে যোগ দেবেন।
ভাইরাল গ্রাফিকে মার্ক জাকারবার্গ এবং রামায়নের রামচন্দ্রের ছবি ব্যবহার করে লেখা হয়েছে, "ফেসবুকে প্রতিদিন দুইশো কোটি বারো বেশি জয় শ্রী রাম লেখা হয় বললেন ফেসবুক আবিস্কারক জ়াকারবার্গ"
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখেছে গ্রাফিকে থাকা ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গের মন্তব্যটি কাল্পনিক, এমন কোন পরিসংখ্যান বুম কোথাও খুঁজে পায়নি।
বুম মার্ক জাকারবার্গের ফেসবুক পেজ খুঁজে দেখেছে সেখানেও এই ধরণের কোনও পরিসংখ্যান পেশ করা হয়নি।
বুম ফেসবুকের নিজস্ব খবরের ব্লগ নিউজরুমেও এইরকম কোনও পরিসংখ্যান নিয়ে খবর প্রকাশ করতে দেখেনি। ফেসবুকের প্রোডাক্ট সম্পর্কে নতুন কোনও প্রযুক্তি ও খবর পেশ করা হয় এই ব্লগে। এছাড়াও ফেসবুক ফর বিজনেস নিউজ-এ বিভিন্ন খবর পরিবেশন করা হয়।
ফেসবুকে 'জয় শ্রী রাম' ২০০ কোটি বার লেখা হয় এ নিয়ে গণমাধ্যমেও কোনও খবর প্রকাশিত হয়নি। এখানেও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
গুগলের ক্ষেত্রে কোনও বিষয়ে সার্চ করা হচ্ছে তা জানা যায় গুগুল ট্রেন্ডস-এর মাধ্যমে। টুইটারের ক্ষেত্রেও নির্দিষ্ট দেশের ক্ষেত্রে আঞ্চলিক ভাবে টেন্ডিং দেখা যায়।
Claim : মার্ক জাকারবার্গ বলেছেন দৈনিক ২০০ কোটি বার ফেসবুকে 'জয় শ্রী রাম' লেখা হয়
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story