ইউপির হাসপাতালে বাচ্চার স্ট্রেচার ঠেলার দৃশ্যকে পশ্চিমবঙ্গের বলা হল
বুম দেখে এই সপ্তাহের শুরুতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলা হাসপাতালে।

হৃদয়স্পর্শী এক ভিডিওতে একটি বাচ্চা ছেলেকে রোগী সমেত একটি স্ট্রেচার ঠেলে নিয়ে যেতে দেখা যাচ্ছে। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের এক হাসপাতালে। কিন্তু সোশাল মিডিয়ায় সেটিকে চালানো হচ্ছে এই মিথ্যে দাবি করে যে, দৃশ্যটি পশ্চিমবঙ্গের একটি হাসপাতালের।
উত্তরপ্রদেশের দেওরিয়াতে এক হাসপাতালে বাচ্চার স্ট্রেচার ঠেলার ভিডিওর স্ক্রিনশট
ইউপি-র ছেলেটির স্ট্রেচার ঠেলা সম্পর্কে ফাল্গুনী পাত্রর ফেসবুক পোস্টের স্ক্রিনশট
আরও পড়ুন: বিভ্রান্তিকর দাবি সহ ছড়ালো নরেন্দ্র মোদী ও আমিত শাহের সম্পাদিত ছবি
তথ্য যাচাই
ইউপি-র দেওরিয়া জেলা হাসপাতালে ৬ বছরের বাচ্চা স্ট্রেচার ঠেলছে, সেই ভিডিওর স্ক্রিনগ্র্যাব
https://t.co/daKq5GZi6n https://t.co/dserIYGgQM
— DM Deoria (@dmdeoria) July 20, 2020
उपरोक्त प्रकरण में दोषियों पर कार्यवाही की जा चुकी है और सम्बन्धित अधिकारीयों को सख्त निर्देश जारी किया गया है | मरीज के परिजनों द्वारा की गयी कार्यवाही पर संतुष्टि जताई गयी है|
— DM Deoria (@dmdeoria) July 20, 2020