হিজাব বির্তক: ভারতকে যুদ্ধের হুমকি দেয়নি তুরস্কের রাষ্ট্রপতি এর্দোয়ান
বুম যাচাই করে দেখে ভারতে হিজাব বিতর্ক প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তায়িপ এর্দোয়ান এপর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি।
কর্নাটকের হিজাব বিতর্ক প্রসঙ্গে সোশাল মিডিয়ায় তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তায়িপ এর্দোয়ানের (Recep Tayyip Erdogan) ভুয়ো মন্তব্য (Fake Quote) শেয়ার করা হচ্ছে। ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছে, এর্দোয়ান বলেছেন আল্লাহু আকবর স্লোগান দেওয়া কলেজ ছাত্রী মুসকানের (Muskan Khan) কোনও ক্ষতি হলে তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ (war) ঘোষণা করবেন।
কর্নাটকের মাণ্ড্যার প্রি-ইউনিভার্সিটি কলেজের বিকম পড়ুয়া মুসকান খান (Muskan Khan) হিজাব পরে ক্যাম্পাসে ঢুকলে হিজাব বিরোধী ছাত্রদের 'জয় শ্রীরাম' স্লোগান সহ প্রতিরোধের মুখে পড়ে। প্রত্যুত্তরে 'আল্লাহ আকবর' স্লোগান দিয়ে খবরের শিরোনামে আসে মুসকান। ভাইরাল ছবি দুটি এই প্রসঙ্গে শেয়ার করা হচ্ছে।
ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টে তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তায়িপ এর্দোয়ান ও হিজাব পরিহিত মুসকান খানের ছবি শেয়ার করা হচ্ছে। ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, "ধন্যবাদ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কে তিনি বলেছেন আল্লাহু আকবর স্লোগান দেওয়া সেই মেয়েটার যদি কোন ধরনের ক্ষতি করার চেষ্টা করে ভারতের হিন্দুরা তাহলে পুরো ভারতবর্ষের উপর যোদ্ধ ঘোষণা করবে তুরস্ক।"
বুম দেখে একই ক্যাপশন সহ এর্দোয়ানের মুসকান সম্পর্কে বক্তব্য বলে ব্যাপকভাবে ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: কর্নাটক হিজাব বিতর্ক: সাংবাদিক রানা আয়ুব ও রাজনীতিক নাজমা নাজিরের ছবি ছড়াল মুসকান বলে
তথ্য যাচাই
বুম ভারতের হিজাব বিতর্ক প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তায়িপ এর্দোয়ানের এপর্যন্ত কোনও প্রতিক্রিয়া খুঁজে পায়নি। মুসকানের নিরাপত্তা প্রসঙ্গে যুদ্ধের হুমকি দেননি তিনি।
বুম গণমাধ্যমে ও এর্দোয়ানের টুইটার প্রোফাইলে এই প্রসঙ্গে বিবৃতি খুঁজে পায়নি।
হিজাব বির্তকে অন্যান্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব যেমন পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই এবং ফরাসি ফুটবলার ও ম্যাঞ্চেষ্টার ইউনাউটেডের মিডফিল্ডার পল পগবা তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন সে সব বিষয় নিয়ে গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
অন্যদিকে, এর্দোয়ানের বক্তব্য সংবলিত কোনও প্রতিবেদন প্রকাশিত হয়নি।
বুম হিজাব বিতর্ক প্রসঙ্গে একাধিক ভুয়ো খবর তথ্য-যাচাই করে চলেছে। নীচে দেখুন আমাদের টুইটার থ্রেড।