
প্রেমিকার জন্য উপহার 'দাঁত বাঁধানো নেকলেস'? ভুয়ো দাবিতে ছড়াল কৌতুক
বুম যাচাই করে দেখে মিশরীয় অভিনেতা মোস্তাফা সোলিমান ইল সৈয়দ কৌতুকবশত ছবি দুটি ৩১ অক্টোবর, ২০২১ ফেসবুকে পোস্ট করেছিলেন।

নিজের দাঁত উপড়ে ফেলে প্রেমিকাকে 'দাঁত বাঁধাই নেকলেস' (Teeth Necklace) উপহার, এমন ভুয়ো দাবিতে মিশরীয় এক অভিনেতার কৌতুকপূর্ণ ফেসবুক পোস্টের দুটি ছবি ভুয়ো (false claims) দাবি সহ সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে দুটি ছবি শেয়ার করা হয়েছে, একটিতে এক দাঁত ফোকলা ব্যক্তি আর অন্যটিতে একটি 'দাঁত বাঁধাই নেকলেস।'
ফেসবুক পোস্টটিতে ছবি দুটি শেয়ার করে লেখা হয়েছে, "এই ভালোবাসা দেখে আমি শিহরিত। এই লোকটি নিজের সব দাঁত তুলে ফেলে নিজের গার্লফ্রেন্ড এর জন্য নেকলেস বানিয়েছে। ভালোবাসা মানুষকে শুধু অন্ধ না ফোকলাও বানিয়ে দেয়।"
বুম দেখে ফেসবুকে একই দাবিতে অনেকেই এই ছবি দুটি পোস্ট করেছেন। একটি ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে।

তথ্য যাচাই
বুম দাঁত বাঁধাই নেকলেসের ছবিটি রিভার্স সার্চ করে ৩ নভেম্বর ২০২১ মিশরীয় গণমাধ্যম কায়ারো২৪ ডট কম-এর একটি প্রতিবেদন খুঁজে পায়।
ওই প্রতিবেদন অনুযায়ী সে দেশের একজন অভিনেতা মোস্তাফা সোলিমান ইল সৈয়দ (Mostafa Soliman EL Sayed) কৌতুকের ছলে ছবি দুটি পোস্ট করেন।

সৈয়দ ৩১ অক্টোবর, ২০২১ ছবি দুটি তাঁর ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেন মিশরের ভ্যালেন্টাইন ডে ৪ নভেম্বরের প্রাক্কালে। আরবি ক্যাপশানের মর্মার্থ হল, "সবচেয়ে সুন্দর ভালোবাসা আমি দেখেছি, ভালবাসার মানুষকে দাঁত খুলে নিয়ে উপহার দেওয়া।" উল্লেখ্য মিশরে ভ্যালেন্টাইন ডে পালিত হয় ৪ নভেম্বর।

২০১৬ সালে প্রকাশিত বাজফিডস্প্যানিশের প্রতিবেদন অনুযায়ী দাঁতের নেকলেসটি সে সময় বিক্রি করা হয় এস্ট্যাসিতে। এস্ট্যাসিতে একাধিক (Human Teeth) মানুষের দাঁতের নেকলেস (Necklace) রয়েছে।
সৈয়দ সংবাদ সংস্থা রয়টর্সকে জানিয়েছেন, নেহাত কৌতুকের উদ্দেশ্যে এই পোস্টটি করেছিলেন, বাস্তবে এরকম কোনও ঘটনা ঘটেনি। এব্যাপারে রয়টর্সের তথ্য-যাচাই পড়া যাবে এখানে।
আরও পড়ুন: না, মুসলিম গোষ্ঠীগুলি আদালতকে বলেনি হালাল মানে খাবারে লালা ফেলা
Updated On: 2021-12-21T16:03:38+05:30
Claim : ছবির দাবি নিজের সব দাঁত তুলে ফেলে নিজের গার্লফ্রেন্ড এর জন্য নেকলেস উপহার
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story