দেবী সরস্বতীর ছবিতে এক ব্যক্তির লাথি মারার ভিডিও মিথ্যে ধর্মীয় দাবিতে ছড়াল
সরস্বতীর ছবিতে লাথি মারার দোষে অভিযুক্ত শিক্ষক ধর্মপরিচয়ে মুসলমান নন। গুজরাতের ওই শিক্ষকের নাম যোগেশ রথওয়া।
গুজরাতের (Gujarat) ছোট উদয়পুরে (Chhotaudepur) এক স্কুল শিক্ষকের (school teacher) দেবী সরস্বতীর ছবিতে লাথি মারার ভিডিও ভুয়ো (fake claims) দাবিতে ছড়ানো হচ্ছে যে ওই ব্যক্তি ধর্ম পরিচয়ে মুসলমান (Muslim)।
বুম যাচাই করে দেখে যোগেশ রথওয়া (Yogesh Rathwa) নামের ওই ব্যক্তি হিন্দু ধর্মাবল্মী এবং ওই ওই স্কুলের পরিদর্শক শিক্ষক।
টুইটটি দেখতে ক্লিক করুন এখানে। আর্কাইভ করা আছে এখানে।
(মূল কন্নড় ভাষায় ক্যাপশন: "ನಮ್ಮ ದೇವರು ಸರಸ್ವತಿಯನ್ನು ಕಾಲಿನಿಂದ ಒದ್ದ ಈ ಜಿಹಾದಿಯನ್ನು ಸುಮ್ನೆ ಬಿಡಬಾರದು.. ತಮ್ಮ ಧರ್ಮದ ಬಗ್ಗೆ ಮಾತಾಡಿದರೆ "ಸರ್ ತನ್ ಸೇ ಜುದಾ" ಮಾಡುವ ಭಯಉತ್ಪಾದಕರು.. ಆ ದೇವರೇ ಇವನ ಕಾಲನ್ನು ತನ್ ಸೇ ಜುದಾ ಮಾಡುತ್ತಾರೆ..")
টুইটটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
যেহেতু প্রতিবেদনগুলিতে অভিযুক্তকে যোগেশ রথওয়া নামে শনাক্ত করা হয়েছে, তাই আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পরেছি যে তিনি মুসলমান নন। এবং যে সাম্প্রদায়িক দাবিটি ছড়ানো হচ্ছে, সেটি মিথ্যে।