কানাডা সম্প্রতি জম্মু-কাশ্মীর নিয়ে ভ্রমণ বিজ্ঞপ্তি বদলেছে? তথ্য যাচাই
বুমকে কানাডা গ্লোবাল অ্যাফেয়ার্স জানায় ভারত ভ্রমণ নিয়ে নতুন কোনও ঝুঁকির কথা বিজ্ঞপ্তিতে যোগ করা হয়নি।
সম্প্রতি সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) ও বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করে কানাডা ভারতের জন্য তাদের ভ্রমণ বিজ্ঞপ্তিতে (Travel Advisory) বদল করেছে। বলা হয়, ওই বিজ্ঞপ্তি অনুসারে কানাডা (Canada) তাদের নাগরিকদের "উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করার" কথা জানিয়েছে ও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে সমস্যা হওয়ার পর জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে।
বুম যাচাই করে দেখে দুই দেশের মধ্যে হওয়া সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার অনেক আগে থেকেই জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলির জন্য ভ্রমণ বিজ্ঞপ্তিতে সতর্কতার কথা উল্লেখ ছিল।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা বুমকে নিশ্চিত করে জানায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভারত সম্পর্কিত ভ্রমণ বিজ্ঞপ্তিতে "নতুন কোনও ঝুঁকির তথ্য" যোগ করা হয়নি। কানাডার সরকারী বিভাগ জানায়, সেদেশের জনস্বাস্থ্য সংস্থার দেওয়া স্বাস্থ্য বিভাগে থাকা পরামর্শটি ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসাবে আপডেট করা হয়।
১৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন কানাডায় অবস্থিত বৃটিশ কলোম্বিয়ায় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনার সাথে ভারত সরকারের "সম্ভাব্য যোগসূত্র" রয়েছে। এই অভিযোগের পরেই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। এরপরে ভারত সেই দাবি প্রত্যাখ্যান করার পাশাপাশি কানাডা ও ভারত দুই দেশই বরিষ্ঠ দুই কূটনীতিককে বহিষ্কার করে।
সংবাদ সংস্থা এএনআই কানাডা সরকারের ভারতে ভ্রমণ বিজ্ঞপ্তির এক্স (আগে টুইটার হিসেবে পরিচিত) স্ক্রিনশট পোস্ট করে বলে, জম্মু ও কাশ্মীর, ভারতের উত্তর-পূর্বের কিছু অংশ সহ, পাকিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকার কিছু অংশে কানাডার নাগরিকদের "উচ্চ মাত্রায় সতর্কতা অবলম্বন করা উচিত"।
টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।
বাংলা সংবাদমাধ্যমেও বেশ কয়েকটি প্রতিবেদনেও বিভ্রান্তিকর এই তথ্যের উল্লেখ করা হয়। আজতক বাংলার এবিষয়ে তাদের প্রকাশিত রিপোর্টের শিরোনাম হিসেবে লেখে,"'খুব সাবধান, প্রয়োজন না-হলে ভারত-ভ্রমণ এড়ান,' কানাডাবাসীকে একাধিক অ্যাডভাইজারি ট্রুডো সরকারের"। ওই প্রতিবেদনে এএনআই সংবাদসংস্থার টুইটটিরও উল্লেখ করা হয়।
প্রতিবেদনটির লিংক দেখতে ক্লিক করুন এখানে। ওই প্রতিবেদনের আর্কাইভ দেখা যাবে এখানে।
ইটিভি ভারতের বাংলা পোর্টালও বিভ্রান্তিকর দাবি করে কানাডা সরকারের এই সতর্কবার্তা প্রকাশ করে। প্রতিবেদনটির লিংক দেখা যাবে এখানে।
প্রতিবেদনটির আর্কাইভ এখানে দেখা যাবে।
হিন্দুস্তান টাইমস বাংলা নিজেদের প্রতিবেদনে ভারত-কানাডার খালিস্তান সংক্রান্ত কূটনৈতিক সমস্যার কথা উল্লেখ করে জানায় ভ্রমণ বিজ্ঞপ্তিতে বদল এনেছে কানাডা সরকার। তাদের সেই প্রতিবেদনের লিংক এখানে দেখা যাবে।
ওই প্রতিবেদনের আর্কাইভ এখানে দেখা যাবে।
দ্য টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, টাইমস নাও সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে কৃতিত্ত্ব দিয়ে এই একই বিভ্রান্তিকর দাবি প্রকাশিত করে। ওই প্রতিবেদনগুলিতে পরামর্শটি যে নতুন নয় ও সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা শুরু হওয়ার আগে থেকেই তার উল্লেখ ওয়েবসাইটে ছিল - সেই তথ্যের উল্লেখ করা হয়নি। টাইমস নাও পরে এই সংক্রান্ত বিষয়কে স্পষ্ট করে একটি করে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে জম্মু-কাশ্মীরের জন্য থাকা কানাডার ভ্রমণ বিজ্ঞপ্তি দুই দেশের মধ্যে বর্তমান কূটনৈতিক অস্থিরতা শুরুর অনেক আগে থেকেই উপস্থিত ছিল।
বুম এবিষয়ে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা নামক সেদেশের এক সরকারী বিভাগের সাথে যোগাযোগ করলে তারা নিশ্চিত করে জানায় ভারতের জন্য থাকা ভ্রমণ পরামর্শে কোনও "নতুন ঝুঁকির তথ্য" যোগ করা হয়নি। কানাডার এই সরকারী সংস্থা বলে, কানাডার সরকারি স্বাস্থ্য বিভাগ দ্বারা প্রাপ্ত ভ্রমণ সংক্রান্ত তথ্য নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসাবে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সংযোজন করা হয়েছিল।
"পূর্ব-নির্ধারিত এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসাবে কানাডার স্বাস্থ্য সংস্থার দেওয়া ভ্রমণ স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ১৮ সেপ্টেম্বর কিছু ভ্রমণ পরামর্শ (টিএএ) ভারত সহ বেশ কয়েকটি পেজে সংযোজন করা হয়েছিল। ভারতের ভ্রমণ পরামর্শ পেজে নতুন কোনও ঝুঁকির তথ্য যোগ করা হয়নি," গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার একজন মুখপাত্র ইমেলের মাধ্যমে বুমকে জানান।
বুম তার নাগরিকদের জন্য কানাডিয়ান সরকারের ভ্রমণ পরামর্শগুলি পরীক্ষা করে দেখে ও তারপর ওয়েবসাইটে থাকা আগের তথ্যের জন্য ওয়েব্যাক মেশিনে একই ইউআরএল যাচাই করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে তা আপডেট করা হয়েছিল৷ তবে সেখানে শুধুমাত্র বিজ্ঞপ্তির স্বাস্থ্য সংক্রান্ত বিভাগটাই আপডেট করা হয়েছিল।
আমরা দেখতে পাই, ভারতের জন্য এবং জম্মু ও কাশ্মীরের অঞ্চলের জন্য "উচ্চ মাত্রার সতর্কতা অনুশীলন করুন" এই বার্তাটি ২০২৩ সালের জুলাই মাসেও উপস্থিত ছিল । এমনকি ২০২৩ সালের জানুয়ারিতে ফিরে গেলেও জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত, পাকিস্তানের সাথে থাকা সীমান্ত এলাকাগুলির জন্য একই ভ্রমণ বিজ্ঞপ্তি লক্ষ্য করা যায়।
কানাডার ভ্রমণ বিজ্ঞপ্তির জুলাই ২০২৩ সালের আর্কাইভ
কানাডার ভ্রমণ বিজ্ঞপ্তির জানুয়ারী ২০২৩ সালের আর্কাইভ
২০২৩ সালের জানুয়ারী ও জুলাই মাসের এবং তার সাথে সেপ্টেম্বর মাসের বিজ্ঞপ্তিগুলির এক তুলনা নীচে দেখা যেতে পারে। এই সমস্ত পরামর্শগুলিতে জম্মু ও কাশ্মীরের উল্লেখ রয়েছে এবং তার সাথে "উচ্চ মাত্রার সতর্কতা অনুশীলন করুন" এর ট্যাগ রয়েছে।
আমরা বিজ্ঞপ্তির অন্য কোনও অংশে পরিবর্তন করা হয়েছে তারও অনুসন্ধান করে শুধুমাত্র বিজ্ঞপ্তির স্বাস্থ্য বিভাগে ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে করা পরিবর্তনগুলি খুঁজে পাই। এই সংযোজনা ব্যবহার করে বিভ্রান্তিকর দাবিটি করা হয় যে বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক কালে জম্মু-কাশ্মীর ভ্রমণ এড়ানোর নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়েব্যাক মেশিন ব্যবহার করে আমরা ২০২৩ সালের জুলাই মাসের ও ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের আর্কাইভ দুটির তুলনা করি। হাইলাইট করা জায়গাতে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে করা পরিবর্তনগুলি দেখায়।
নিচে শুধুমাত্র স্বাস্থ্য বিভাগের তথ্য সংযোজন করা হয়েছিল বলে দেখা যায়।
এছাড়াও আমরা দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশগুলিও জম্মু ও কাশ্মীরের জন্য একই ধরণের ভ্রমণ বিজ্ঞপ্তি রেখেছে।