প্রধানমন্ত্রী মোদীর সরকারকে কটাক্ষ করে ট্রাকের সম্পাদিত ছবি ভাইরাল
বুম যাচাই করে দেখে ট্রাকের আসল ছবিটিতে মোদীর সরকারকে কটাক্ষ করে কোনও বার্তা নেই। ছবিটি ২০১১ সাল থেকে ইন্টারনেটে রয়েছে।
একটি ট্রাকের (Truck) পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকারকে কটাক্ষ করে একটি মন্তব্য লেখা রয়েছে এমন ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। বুম দেথে ট্রাকের পেছনে লেখা মন্তব্যটি সম্পাদনা করে জোড়া হয়েছে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় হাইওয়েতে চলমান এক ট্রাকের পেছনে বাংলায় লেখা রয়েছে, "দয়া করে হর্ন বাজাবেন না, মোদি সরকার ঘুমোচ্ছে"।
ছবিটি ফেসবুকে পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়েছে,"না না ঘুমাবে কেন, লুটপাট করতে ব্যস্ত এখন।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
ছবিটি ফেসবুকে অন্যান্য ব্যবহারকারীরাও শেয়ার করেছে।
বুম দেখে সাংসদ শশী তারুর হিন্দিতে লেখা ওই একই মন্তব্য সহ ট্রাকের ছবিটি ৬ নভেম্বর ২০২১ টুইট করেন।
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
আরও পড়ুন: বাংলাদেশের হিংসা নিয়ে ছড়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুয়ো উক্তি
তথ্য যাচাই
শশী তারুরের টুইটের পর হিন্দি মন্তব্য সহ ট্রাকের ছবিটি ভাইরাল হলে বুম ৯ নভেম্বর, ২০২১ ছবিটি তথ্য যাচাই করেছিল।
বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দেখে সেটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে। আসল ছবিতে মোদী সরকারকে কটাক্ষ করে কোনও মন্তব্য নেই। আমরা দেখি, ৭ নভেম্বর, ২০১১ প্রকাশিত ভারতে ট্রাক চালানো সংক্রান্ত একটি লেখার সঙ্গে ব্যবহার করা হয় ছবিটি। 'বিয়নোতি' নামের আরও একটি ওয়েবসাইটেও ছবিটি দেখা যায়।
ট্রাকের আসল ছবি এবং ভাইরাল হওয়া ছবির তুলনা নিচে দেওয়া হল।
২০১৯ সালে এসএমহোক্সস্লেয়ার ভাইরাল ছবিটি খন্ডন করে। তারপর, ২০২১ সালে ওই একই ছবি রাহুল গাঁধীকে কটাক্ষ করার জন্য ব্যবহার করা হলে, সেটিকে ভুয়ো বলে শনাক্ত করে ফ্যাক্টলি।
আরও পড়ুন: সাঁতারু সায়নী দাসের সদ্য রেকর্ড ভুয়ো দাবিতে ছড়াল বুলা চৌধুরির ছবি