লস অ্যঞ্জেলেসের আগুনে রক্ষা পেয়েছে মসজিদ? না, ভাইরাল ভিডিও AI নির্মিত
বুম দেখে ভাইরাল ভিডিওতে দৃশ্যমান আগুনের থেকে রক্ষা পাওয়া তিনটি ইমারতের ক্লিপই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) ব্যপকভাবে ছড়িয়ে পড়া দাবানলের (wildfires) মাঝেই কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) দিয়ে তৈরি একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীদের একাংশের দাবি ভিডিওর তিনটি ইমারতই মসজিদ (mosque) হওয়ার ফলে লস অ্যাঞ্জেলেসের দাবানলের কবল থেকে মুক্তি পেয়ছে।
বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো, ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগে তৈরি করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস গত ৭ জানুয়ারি থেকে এক ভয়ঙ্কর দাবানলের কবলে পড়েছে যা প্রবল হাওয়ার প্রকোপে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ইতিমধ্যেই, ২৭ জন ব্যক্তির প্রাণহানি হয়েছে।
ভাইরাল ভিডিওতে তিনটি ইমারতের আশেপাশে জ্বলন্ত আগুন এবং পুড়ে যাওয়া ঘরবাড়ি বা গাছপালার অবশিষ্ট অংশ দেখা যায়। ক্লিপটিতে একটি হলুদ বাড়ি, একটি সাদা-কালো বাড়ি ও একটি সোনালি গম্বুজ যুক্ত ইমারতের দেখা যায়।
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "আল্লাহ চাইলে কিনা করতে পারে তার প্রমাণ রেখেছে মসজিদগুলোকে সুরক্ষিত রেখে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাইঃ ভাইরাল ভিডিও AI নির্মিত
বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে। তবে, সার্চের মাধ্যমে আমরা কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন খুঁজে পায়নি যা ভাইরাল দাবিকে সমর্থন করে।
এরপর, আমরা ভাইরাল ভিডিওর দৃশ্যগুলি ভালো করে পর্যবেক্ষণ করে আমরা দেখি ক্লিপটিতে ইমারতগুলির আশেপাশে জ্বলতে থাকা আগুনের শিখার নড়াচড়া অস্বাভাবিক।
এরথেকে ইঙ্গিত নিয়ে, ভিডিওটির বিভিন্ন দৃশ্য আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়াজ ইট এআই ওয়েবসাইটে পরীক্ষা করি যার ফলাফল অনুসারে ভিডিওর দৃশ্যগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
নীচে ভিডিওর হলুদ রঙের ইমারতের দৃশ্য পরীক্ষার ফলাফল দেখা যাবে।
ভিডিওর সাদা ও কালো রঙের ইমারতের দৃশ্য পরীক্ষার ফলাফল নীচে দেওয়া হল।
সর্বশেষে, সোনালি গম্বুজ যুক্ত ইমারতের দৃশ্য ওয়াজ ইট এআই ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল দেখুন নীচে।