মুর্শিদাবাদে বিজেপি-আরএসএস ভাঙচুর করছে বলে ছড়াল আগ্রায় করণী সেনার ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওয় রানা সংগ্রাম সিংহের জয়ন্তী পালন করে ফেরার পথে করণী সেনার সদস্যদের আগ্রায় ভাঙচুর করতে দেখা যায়।



সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একদল লোকের রাস্তায় জড় হয়ে ভাঙচুর (vandalisation) করার ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে (Samsherganj) বিজেপি (BJP) ও আরএসএস (RSS) কর্মীদের ভাঙচুর করতে দেখা যায় এবং ভাঙচুরের দায় পড়েছে মুসলিম (Muslim) সম্প্রদায়ের উপর। ভিডিওয় ভাঙচুরকারীদের কয়েকজনের হাতে গেরুয়া পতাকা ও মাথায় গেরুয়া পাগরি দেখা যায়।
বুম দেখে এবছরের ১২ এপ্রিলে উত্তরপ্রদেশের আগ্রায় করণী সেনা কর্মীদের করা ভাঙচুর দৃশ্য দেখা যায় ভাইরাল ভিডিওয়।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হওয়া সাম্প্রতিক সাম্প্রদায়িক অশান্তিতে প্রাণ হারায় তিন জন, ভাঙচুর-লুঠপাটের জেরে ক্ষতিগ্রস্ত হয় ওই জেলার সাধারণ মানুষ। আতঙ্কিত এলাকাবাসীদের মধ্যে অনেকেই প্রাণ ভয়ে মুর্শিদাবাদ থেকে পালিয়ে, প্রতিবেশী জেলা মালদায় আশ্রয় নেন।
১৯ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেন, "মুর্শিদাবাদ সামশেরগঞ্জে ভাঙচুর সন্ত্রাসী কারা করেছে বিজেপি আরএসএস এর লোক আর দোষ দিচ্ছে মুসলমানদের মমতা ব্যানার্জী পুলিশ করছে সব ভিতরে ভিতরে বিজেপি আরএসএস হয়ে কাজ করছে,ভিডিও ফুটেজ দেখুন।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজে সার্চ করে যার ফলে আমরা ১৩ এপ্রিল, ২০২৫-এর একটি এক্স পোস্টে ভাইরাল ভিডিওটি দেখতে পাই।
সমাজবাদী পার্টির স্বেচ্ছাসেবী শাখা সমাজবাদী প্রহারির এক্স হ্যান্ডেলে পোস্ট করা ক্যাপশন অনুযায়ী ভিডিওতে করণী সেনার কর্মীদের উত্তরপ্রদেশের আগ্রায় ভাঙচুর করতে দেখা যায় যখন তারা রানা সাঙ্গার জন্ম জয়ন্তী পালন করে ফিরছিল।
ক্যাপশনে আরও বলা হয়, "করণী সেনা প্রত্যেক কর্মীকে একটি ডাণ্ডা এবং একটি গেরুয়া ঝাণ্ডা সাথে নিয়ে আসার কথা বলেছিল।"
আমরা এই সূত্রধরে, কিওয়ার্ড সার্চের মাধ্যমে নিউজ ১৮ হিন্দি ও লাইভ হিন্দুস্তানে এবিষয়ে প্রতিবেদন খুঁজে পাই।
নিউজ ১৮-এর ১২ এপ্রিল, ২০২৫-এ প্রকাশিত প্রতিবেদনেও, ভাইরাল ভিডিও দেখা যায়। প্রতিবেদন অনুসারে, রক্ত স্বঅভিমান মিছিল থেকে ফেরার পথে করণী সেনার কর্মীরা ভাঙচুর করে ও ঝামেলা সৃষ্টি করে।
করণী সেনার আয়োজিত মিছিল সম্পর্কে লাইভ হিন্দুস্তানের গত ১৩ এপ্রিল প্রকাশিত ভিডিও রিপোর্টে ৫৯ সেকেন্ড থেকে ভাইরাল দৃশ্য দেখা যায় যেখানে ভাঙচুরকারীদের একটি ব্যারিকেড ভাঙতে থাকে।
ঘটনার প্রেক্ষাপট
২০২৫ সালের ২৬ মার্চ করণী সেনা সংগঠনের কর্মীরা সমাজবাদী পার্টির সাংসদ রামজীলাল সুমনের বাড়িতে হামলা করে। তাদের অভিযোগ সুমন রানা সংগ্রাম সিংহকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। তার এই বিতর্কিত মন্তব্যের জন্য করণী সেনা কর্মীরা তার আগ্রার বাড়িতে হামলা করে।
এরপর, সমাজবাদী পার্টির সাংসদ সুমনের মন্তব্যের প্রতিবাদে ১২ এপ্রিল অর্থাৎ রানা সংগ্রাম সিংহের জন্ম জয়ন্তীর দিন করণী সেনা কর্মীরা রক্ত স্বঅভিমান মিছিল আয়োজন করে এবং ফেরার পথে ভাঙচুরের ঘটনাটি ঘটে।