BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • "আটা ৪০ টাকা লিটার": রাহুল গাঁধীর...
ফ্যাক্ট চেক

"আটা ৪০ টাকা লিটার": রাহুল গাঁধীর ভাইরাল ভিডিও সম্পাদিত

বুম দেখে ভাইরাল ভিডিওটি কাটছাঁট করা। রাহুল গাঁধী পরে শুধরে নেন।

By - Archis Chowdhury |
Published -  12 Sept 2022 4:38 PM IST
  • আটা ৪০ টাকা লিটার: রাহুল গাঁধীর ভাইরাল ভিডিও সম্পাদিত

    কংগ্রেস নেতা (Congress Leader) রাহুল গাঁধীর (Rahul Gandhi) একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে তিনি আটার (Wheat Flour) দাম কেজি (Kilogram) প্রতি না বলে লিটার (Liter) প্রতি বলছেন। বেশ কিছু উল্লেখযোগ্য হ্যান্ডেল থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে এবং আটা মাপার (Flour Measurement) একক কী, তা না জানার জন্য ক্যাপশনে তাঁর প্রতি কটাক্ষ করা হয়েছে।

    বুম যাচাই করে দেখে, যে ভিডিওটি শেয়ার করা হচ্ছে সেটি সম্পাদনা করে তৈরি এবং পর মুহূর্তেই যেখানে রাহুল গাঁধী নিজের ভুলটি শুধরে নেন সেই অংশটি কেটে ফেলা হয়েছে। ভিডিওটির অসম্পাদিত সংস্করণটিতে রাহুল গাঁধীকে বলতে শোনা যায়, ""আটা ছিল প্রতি লিটারে (২০১৪ সালে) ২২ টাকা, আর আজ তা প্রতি লিটারে ৪০ টাকা... প্রতি কেজি।"

    ৪ সেপ্টেম্বর, ২০২২ দিল্লির রামলীলা ময়দানে 'মেহঙ্গাই পর হল্লাবোল' নামক জনসভায়, অত্যাবশ্যকীয় জিনিসের মূল্য বৃদ্ধি সম্পর্কে বলতে গিয়ে উনি ওই মন্তব্যটি করেন। কিন্তু ওই উক্তির শেষের দিকে তিনি ভুল সংশোধন করে নিলেও সেই অংশটি বাদ দিয়ে দেওয়া হয়। ফলে যে হ্যান্ডেলগুলি থেকে ওই সম্পাদিত ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয় সেগুলিতে কংগ্রেস নেতার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

    বেশ কিছু নামকরা সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। তার মধ্যে ছিল টিভি খবরের সঞ্চালক নবিকা কুমারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। তিনি পরে টুইটটি ডিলিট করে দেন। কিন্তু সেটির আর্কাইভ সংস্করণ এখানে দেখা যাবে।

    বিজেপির সদস্য প্রীতি গাঁধী ও আরও অনেক টুইটার হ্যান্ডেল ভিডিওটি শেয়ার করেন।

    Atta is measured in litres?!🤔 pic.twitter.com/7KkAQblFDQ

    — Priti Gandhi - प्रीति गांधी (@MrsGandhi) September 4, 2022

    অনেক ব্যবহারকারী ভিডিওটি ফেসবুকেও শেয়ার করেন। সেগুলি এখানে এখানে এখানে এখানে ও এখানে দেখা যাবে।

    আরও পড়ুন: না, ওনাম পালনের জন্য কেরলে মুসলিম ছাত্রীদের বাড়ি পাঠানো হয়নি

    তথ্য যাচাই

    বুম ৪ সেপ্টেম্বর, ২০২২ জনসভার মূল দৃশ্যের সন্ধান করে এবং এএনআই-এর টুইটার হ্যান্ডেলে সেটি দেখতে পাওয়া যায়।

    #WATCH Congress MP Rahul Gandhi talks about price rise in petrol, diesel and Atta, during the party's 'Halla Bol' rally against inflation pic.twitter.com/qpf1Mg7pTv

    — ANI (@ANI) September 4, 2022

    তাতে রাহুল গাঁধীকে ভুল করতে দেখা যায়। কিন্তু ৪০ সেকেন্ডে তিনি ভুলটি শুধরে নেন।

    জনসভায় দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে বলার সময়, তিনি ২০১৪ সালে কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার থাকাকালিন মূল্য পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করেন। পেট্রোল ও এলপিজির মতো দ্রব্যের দামের কথা বলার পর, উনি আটার প্রসঙ্গ উত্থাপন করে বলেন "আটা (২০১৪ সালে) ছিল লিটার প্রতি ২২ টাকা। আজ তা হয়েছে প্রতি লিটারে ৪০ টাকা।" তারপরেই উনি ভুলটা বুঝতে পারেন ও শুধরে নিয়ে বলেন, "আরম কেজি প্রতি"।

    কংগ্রেস পার্টির আপলোড করা ভিডিওটিও আমরা দেখি। সেটির নয় মিনিট ৫৬ সেকেন্ড সময়ে রাহুল গাঁধীকে একই ভুল করতে ও সঙ্গে সঙ্গে তা শুধরে নিতে দেখা যায়।

    পরের ক্লিপটিতে ভুলটি ও তার সংশোধন দেখতে পাওয়া যায়।

    আরও পড়ুন: ২০১১ সালে জাপানে সুনামির ভিডিও জিইয়ে উঠল পাকিস্তানে বন্যার দৃশ্য বলে

    Tags

    CongressRahul Gandhi
    Read Full Article
    Claim :   ভিডিওর দাবি রাহুল গাঁধী আটা মাপার একক হিসাবে লিটার ব্যবহার করছেন
    Claimed By :  Navika Kumar
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!