তাইওয়ানের ধর্মীয় উৎসবে বাজি পোড়ানো দৃশ্য ছড়াল দীপাবলি উদযাপন বলে
বুম দেখে ভাইরাল ভিডিওটি তাইওয়ানের বার্ষিক বাইসাতুন মাজু ধর্মীয় উৎসবে বাজি পোড়ানোর দৃশ্য।
সোশাল মিডিয়ায় তাইওয়ানের (Taiwan) বাইসাতুন মাজু (Baishatun Mazu Pilgrimage) ধর্মীয় উৎসবে রাস্তার উপর বাজি (bursting firecrackers) পোড়ানোর পুরনো দৃশ্যকে দীপাবলি (Diwali 2021) উদযাপন বলে ছড়ানো হচ্ছে।
২ মিনিট ৫৯ সেকেন্ডের ওই ভিডিওটিকে দেখা যায় রাস্তার উপরে বাজি পোড়াতে। একদল ব্যক্তিকে সেই বাজি পোড়ানোর দৃশ্য ক্যামেরাতে রেকর্ড করে রাখতে দেখা যায়।
দীপাবলির সময় ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়, "শুভ দীপাবলি।" (মূল ইংরেজিতে: Happy Diwali)
ভিডিওটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি দ্বীপাবলি উদযাপনের নয়। মূল ভিডিওটি আসলে
বাইসাতুন মাজু (Baishatun Mazu Pilgrimage) নামের ধর্মীয় উৎসব পালনের দৃ্শ্য। যা পশ্চিম তাইওয়ানের মিয়াওলি দেশে জানুয়ারি এবং এপ্রিল মাসে চন্দ্রমাস অনুসারে প্রতিবছর অনুষ্ঠিত হয়।
ভিডিওটি মূল ফ্রেমে ভেঙে নিয়ে দেখা যায় ২০২১ সালের এপ্রিল মাসের আগে থেকেই ভিডিওটি অনলাইনে রয়েছে।
এরকম একটি একই দৃশ্যের ভিডিও ফেসবুক পোস্টে চিনা ক্যাপশন সহ শেয়ার করা হয় যার অর্থ, "বাইসাতুন মাজুর পরিক্রমা কী টাকা পোড়ানো হচ্ছে? টাকা পোড়ানোর প্রমাণ!"
আমরা ফেসবুকের এই ভিডিও এবং বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পায়।
আমরা আরও দেখি বাজি পোড়ানোর দৃশ্য রেকর্ড করতে থাকা ব্যক্তিদের টি-শার্টের পিছনে চিনা শব্দও লেখা রয়েছে।
বুম এই ধর্মীয় উৎসবের ব্যাপারে প্রতিবেদন খুঁজে পেয়েছে; আগে পালিত হওয়া উৎসবের ছবি খুঁজে পেয়েছে, যেখানে পুণ্যার্থীদের শৃঙ্খলাকার বাজির পাশ দিয়ে হাঁটতে দেখা যায়।
চন্দ্রমাস অনুসারে মিয়াওলি দেশের তংশিয়াওয়ের বাইসাতুনের গংটিয়ান মন্দিরের মাজু মূর্তিকে পালকিতে চাপিয়ে শোভাযাত্রার মাধ্যমে অন্য আরেকটি ইয়ুনলিন দেশের বিগ্যাঙ্গ এলাকার চাওটিয়ানের মাজু মন্দিরে নিয়ে যাওয়া হয়। গংটিয়ান মন্দিরে পুনরায় মাজু মূর্তি ফিরিয়ে এনে সম্পন্ন হয় এই ধর্মীয় উৎসব।
বুম একই ভিডিও ২০২১ সালের জুলাই মাসে তথ্য-যাচাই করেছিল। ভিডিওটি সে সময় ইতালির ২০২০ ইউরো কাপ জয়ে উল্লাস বলে ভুয়ো দাবি সহ ছড়ানো হয়েছিল।
আরও পড়ুন: সাঁতারু সায়নী দাসের সদ্য রেকর্ড ভুয়ো দাবিতে ছড়াল বুলা চৌধুরির ছবি