পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা বলে ছড়াল গণমাধ্যমের পুরনো ভিডিও
বুম দেখে ভাইরাল হওয়া ভিডিওটি ২০২০ সালে ২৩ থেকে ২৭ মার্চ পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করার খবর।
সোশাল মিডিয়ায় ২০২০ সালে পশ্চিমবঙ্গে (West Bengal) লকডাউন (Lockdown) ঘোষণা করার গণমাধ্যমের খবরের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে রাজ্য সরকার ২০২১ সালে, ২৭ মার্চ থেকে লকডাউন ঘোষণা করেছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২২ মার্চ ২০২০ প্রচারিত জি ২৪ ঘন্টা (Zee 24 Ghanta) চ্যানেলের সম্প্রচারিত বুলেটিনের অংশ।
২৩ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় জি ২৪ ঘন্টা বাংলা গণমাধ্যমে সাংবাদ পাঠকের ঘোষণা। ২৩ মার্চ থেকে পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করার জানানো হয় ওই বুলেটিনে।
ভিটিওটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, ''কাল থেকে নাকি লকডাউন!''
পোস্টের স্ক্রিনশট ও ভিডিও নিচে দেওয়া হল। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
ভিডিওটির শেষে কৌতুকের ছলে কপিল শর্মার কমেডি শোয়ের অংশ জুড়ে নেটিজেনদের বিভ্রান্ত করা হচ্ছে। পোস্টের নিচের মন্তব্য দেখলে বোঝা যায় অনেকেই বিভ্রান্ত হয়েছেন এই ধরণের সম্পাদিত ভিডিও দেখে।
বুম কিওয়ার্ড সার্চ করে দেখে ভিডিওটি ২২ মার্চ ২০২০ প্রচারিত জি ২৪ ঘন্টা চ্যানেলের বুলেটিনের অংশ।
জি ২৪ ঘন্টা ওই বুলেটিন ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখে, "২৩ মার্চ বিকেল ৪টে থেকে ২৭ মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন, ঘোষণা রাজ্যের"
নিউজ ১৮ গণমাধ্যমে তাদের প্রতিবেদনেও উল্লেখ করে ২৩ মার্চ থেকে পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করার কথা। ওই দফায় ২৭ মার্চ পর্যন্ত ওই লকডাউন ঘোষণা করা হয়ছিল পশ্চিমবঙ্গে।
এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত এবছর পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা নিয়ে কোনও সংবাদ প্রকাশিত হয়নি।
আরও পড়ুন: ভুয়ো দাবিতে ছড়াল ২০১৮ সালে তৃণমূল সাংসদ দেবের সিনেমা প্রচারের ভিডিও