না, ছবিতে দেখতে পাওয়া ব্যক্তিরা বিষাক্ত পোকার কারণে প্রাণ হারাননি
বুম দেখে অসম্পর্কিত ছবিগুলি পোস্ট করে বিষাক্ত পোকার কামড়ে মৃত্যুর ভুয়ো এই দাবি করা হয়েছে।
সম্প্রতি সবুজ রঙের বর্ণময় এক পোকার (Insect) ছবির সাথে মাটিতে পড়ে থাকা দুই ব্যক্তির মৃতদেহের এক ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।
ওই দুই ছবি পোস্ট করে দাবি করা হয় সবুজ রঙের বিষাক্ত ওই পোকার কামড়ে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয় ছবিতে দেখতে পাওয়া দুজন ব্যক্তির।
বুম যাচাই করে দেখে ভাইরাল ওই ছবিগুলির সাথে করা বিষাক্ত পোকার কামড়ে মৃত্যুর দাবিটি ভুয়ো। বজ্রাঘাতের কারণে ছবিতে দেখতে পাওয়া ওই দুই ব্যক্তির মৃত্যু হয় মহারাষ্ট্রে।
ছবিগুলি পোস্ট করে ক্যাপশন হিসাবে লেখা হয়, "বিষে ভরা বিষাক্ত। এই পোকা থেকে সবাই সাবধান। 5 মিনিটে মৃত্যু নিশ্চিত"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
২০২২ সালের সেপ্টেম্বরে এই দুটি ছবি একই দাবি সহ হিন্দিতে ভাইরাল হলে বুম হিন্দি এই দাবির তথ্য যাচাই করে।
বুম প্রথমে ওই পোকার ছবিটি দিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইটে ওই বিরল পোকাটি কে নিয়ে কিছু রিপোর্ট দেখতে পাই। ওই প্রতিবেদনগুলিতে পোকাটিকে স্লাগ ক্যাটারপিলার তথা শুঁয়োপোকা হিসেবে চিহ্নিত করা হয়। প্রজেক্ট নোয়া নামক একটি ওয়েবসাইটে পোকাটি ক্ষতিকারক নয় বলে জানান হলেও তা চামড়াতে লাগলে চুলকানি হয় বলে উল্লেখ করা হয়।
এছাড়াও আমরা রিভার্স ইমেজ সার্চ করে শাটার স্টক নামের এক স্টক ছবির ওয়েবসাইটেও ভাইরাল হওয়া ওই পোকার ছবি খুঁজে পাই। ছবিটির ক্যাপশন হিসেবে সেখানে, "নেটেল স্লাগ শুঁয়োপোকার নিকট চিত্র" লেখা হয়।
এরপর বুম ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ডিডি নিউজ অন্ধ্রর এক টুইট দেখতে পায় যেখানে ওই পোকার ছবি পোস্ট করে জানায় ভাইরাল দাবিটি ভুয়ো বলে সচেতন করা হয়। ছবিটি টুইট করে ক্যাপশন হিসেবে লেখা হয়, "হোয়াটসঅ্যাপে একটি পোস্ট ভাইরাল হচ্ছে যাতে দাবি করা হয়েছে যে ফটোতে দেখা পোকাটি বিষাক্ত এবং এটি কোনও ব্যক্তিকে কামড়ানোর ৫ মিনিটের মধ্যে মারা যাবে। তবে, কৃষি বিজ্ঞান কেন্দ্র স্পষ্ট করেছে যে এটি একটি ভুয়ো পোস্ট"।
টুইটটিতে পোকাটি সাধারণতঃ আখের ক্ষেতে এবং বাগানে দেখতে পাওয়া যায় বলে জানান হয়। ওই তথ্য অনুযায়ী, পোকাটিকে ছুঁলে জ্বালা ও চুলকানি হলেও মৃত্যুর ভয় নেই।
এরপর আমরা দুই ব্যক্তির মৃতদেহের ছবিটি রিভার্স সার্চ করে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর প্রকাশিত আধার নিউজের এক রিপোর্ট খুঁজে পাই। ওই রিপোর্টার ১২ সেকেন্ড অংশে ভাইরাল ছবিটি দেখতে পাওয়া যায়। ভিডিওটির মারাঠিতে শিরোনাম হিসাবে উল্লেখ করা হয়, "চালিসগাওয়ে বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যু"।
নিচে ভাইরাল ছবির সাথে সংবাদ প্রতিবেদনের অংশটির তুলনা করা হল।
সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে আমরা ঘটনাটি সংক্রান্ত মহারাষ্ট্র টাইমস ও হিন্দুস্তান সমাচারের ২০২২ সালের ৯ সেপ্টেম্বর প্রকাশিত দুটি প্রতিবেদন খুঁজে পাই। ওই প্রতিবেদন অনুযায়ী, জলগাঁও জেলার চালিগাঁও গ্রামে সেসময় বজ্রপাতের ফলে ছবিতে দেখতে পাওয়া পিতা ও পুত্রের মৃত্যু হয়েছিল।