BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • সংসদে জাতীয় সঙ্গীতের সময় রাহুল...
ফ্যাক্ট চেক

সংসদে জাতীয় সঙ্গীতের সময় রাহুল গান্ধী অনুপস্থিত? না, ভাইরাল দাবিটি অসত্য

বুম দেখে সংসদ ভবনে জাতীয় সঙ্গীত চলাকালীন রাহুল গান্ধী সারাক্ষণ সেখানেই ছিলেন।

By - Hazel Gandhi |
Published -  2 July 2024 4:28 PM IST
  • সংসদে জাতীয় সঙ্গীতের সময় রাহুল গান্ধী অনুপস্থিত? না, ভাইরাল দাবিটি অসত্য

    লোকসভার (Lok Sabha) একটি অধিবেশনে ভারতের জাতীয় সঙ্গীত (Indian National Anthem) চলাকালীন তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবির সঙ্গে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি হচ্ছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) জাতীয় সঙ্গীতের সময় অনুপস্থিত ছিলেন এবং সেটি শেষ হওয়ার পরেই অধিবেশনে যোগ দেন।

    বুম দেখে দাবিটি ভুয়ো, ভিডিওতে জাতীয় সঙ্গীতের শুরু থেকেই রাহুল গান্ধী উপস্থিত ছিলেন।

    ২০২৪ সালের ২৪ জুন নয়াদিল্লির নতুন সংসদ ভবনে ১৮তম লোকসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। দুই দিন ধরে নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের পর, ওম বিড়লা পুনরায় স্পিকার পদে নির্বাচিত হন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী ২৬ জুন বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

    লোকসভার প্রথম অধিবেশনের দিন জাতীয় সঙ্গীত চলাকালীন তোলা একটি ভিডিও অনলাইনে শেয়ার করে দাবি করা হচ্ছে রাহুল গান্ধী ভারতের জাতীয় সঙ্গীতের সময় অনুপস্থিত ছিলেন এবং সেটি শেষ হওয়ার পরেই সংসদে আসেন।

    ভিডিওটি পোস্ট করে বিজেপি নেতা বিষ্ণু রেড্ডি এক্সে ক্যাপশনে লিখেছেন, "তাহলে, শেহজাদা @RahulGandhi মনে করেন তিনি আমাদের দেশের জাতীয় সঙ্গীতের চেয়েও বড়। তিনি দেরি করে আসেন এবং জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংসদে প্রবেশ করেন।"


    পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন এবং আর্কাইভ দেখুন এখানে ।

    ভিডিওটি ফেসবুকেও শেয়ার করে একজন ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, "বরাবরের মতো ভাঁড় রাহুল গান্ধী দেরি করেন এবং জাতীয় সঙ্গীতের সময় উপস্থিত ছিলেন না। "জন গণ মন" শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংসদে প্রবেশ করেন!"


    পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন এবং আর্কাইভ দেখুন এখানে।

    আরও পড়ুন -২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সাথে দেখা করেননি মনমোহন সিংহ— দাবিটি ভুয়ো

    তথ্য যাচাই

    বুম দেখে দাবিটি ভুয়ো, জাতীয় সঙ্গীত চলাকালীন রাহুল গান্ধী লোকসভা কক্ষের ভেতরেই উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত চলার সময় তিনি তার সারির উপরের বাম দিকে দাঁড়িয়েছিলেন এবং তা শেষ হওয়ার পর নিজের আসন গ্রহণ করেন।

    আমরা ইউটিউবে সংসদ অধিবেশনের সরকারী সম্প্রচারক সংসদ টিভির চ্যানেলে দেখি ভাইরাল ক্লিপটি যে ভিডিও থেকে নেওয়া সেটি লোকসভা অধিবেশনের প্রথম দিন, ২০২৪ সালের ২৪ জুন, ১৮তম আপলোড করা হয়।

    আমরা ৩:২০ মিনিটে লক্ষ্য করি, রাহুল গান্ধীর মতো একজন ব্যক্তিকে ভিডিওর বাম কোণে দাঁড়িয়ে থাকতে। তবে, তাঁর মুখটি সংসদ টিভির লোগো দিয়ে ঢাকা ছিল।


    আমরা ভিডিওতে ওই ব্যক্তির অবস্থানের সঙ্গে সংসদ ভবনের লোকসভা কক্ষের ভিতরের ছবির তুলনা করে বুঝতে পারি যে তিনি লোকসভা কক্ষের একেবারে শেষ কোণে দাঁড়িয়েছিলেন।


    রাহুল গান্ধীকেও লোকসভা কক্ষে একই কোণ থেকে উপস্থিত থাকতে দেখা যায়। এর ফলে, আমরা নিশ্চিত হতে সক্ষম হই জাতীয় সঙ্গীত চলাকালীন তিনিই উপরের বাম দিকে দাঁড়িয়ে ছিলেন।


    ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভি এক্সে ভাইরাল দাবিটি নস্যাৎ করে পোস্টে ইংরেজিতে ক্যাপশন হিসাবে লিখেছেন, "মিথ্যা ছড়ানো বন্ধ করুন! জাতীয় সঙ্গীত চলাকালীন সারাক্ষণ রাহুল জী উপস্থিত ছিলেন। এই ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে এবং শেষে তাকে উপরের বাম কোণে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।"

    Stop spreading lies!

    Rahul ji was present during the National Anthem for the entire duration.

    He can be seen standing in the top left corner in the initial seconds of this video and at the end. https://t.co/XejsVuddgZ pic.twitter.com/KLv3iAXWXl

    — Srinivas BV (@srinivasiyc) June 24, 2024

    আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

    আরও পড়ুন -পরীক্ষা না দিয়েই আইএএস স্পিকার ওম বিড়লার কন্যা অঞ্জলি? না, দাবিটি ভুয়ো

    Tags

    Fact CheckFake NewsLok SabhaBJPCongressRahul Gandhi
    Read Full Article
    Claim :   ভিডিওতে সংসদে জাতীয় সঙ্গীতের সময় রাহুল গান্ধীকে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না
    Claimed By :  BJP workers, X and Facebook Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!