BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের...
ফ্যাক্ট চেক

২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সাথে দেখা করেননি মনমোহন সিংহ— দাবিটি ভুয়ো

বুম দেখে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দল তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পরে সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করে।

By - Srijit Das |
Published -  1 July 2024 6:54 PM IST
  • ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সাথে দেখা করেননি মনমোহন সিংহ— দাবিটি ভুয়ো

    ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) এবং তার ২০০৭ টি-২০ ক্রিকেট (T-20 Cricket) বিশ্বকাপ সতীর্থদের সাথে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) একটি ছবি ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। ছবিটি শেয়ার করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ দাবি করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের (Dr. Manmohan Singh) পরিবর্তে বিজয়ী দলের সাথে ফটোশুট করেন।

    বুম দেখে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপ জেতার পর দেশে ফিরে ভারতীয় ক্রিকেট দল একই দিনে গান্ধী এবং সিংহ উভয়ের সঙ্গেই দেখা করে ছবি তুলেছিল।

    রোহিত শর্মার নেতৃত্বাধীন ২০২৪ টি-২০ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলকে অভিনন্দন জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনার জবাবে বেশ কয়েকটি ডানপন্থী অ্যাকাউন্ট ভাইরাল দাবিটি শেয়ার করে। কোনও সরকারি পদে অধিষ্ঠিত না থাকা সত্ত্বেও, ২০০৭ সালের বিজয়ী দলের সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ নিয়েও তারা প্রশ্ন তোলেন।

    Those who have a problem with 'Indian PM' Modi ji talking/meeting Indian players, can they explain in what capacity Sonia Gandhi met the Indian cricket team after they won the World Cup in 2007?

    She was neither PM nor minister...!! pic.twitter.com/hwvlaLSVw5

    — Mr Sinha (@MrSinha_) June 30, 2024

    এক্সে একটি যাচাই করা হ্যান্ডেল ছবিটি পোস্ট করে ক্যাপশনে হিন্দিতে লেখে, "ভারতীয় ক্রিকেট দল ২০০৭ সালে বিশ্বকাপ জিতেছিল। মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়ক ছিলেন এবং রাজীব শুক্লা বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পরিবর্তে, ফটোশুটটি সুপার প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধীর সাথে করা হয়েছিল। তখন কোনও সাংবাদিক প্রশ্ন তোলেননি সোনিয়া গান্ধী কে যে তিনি ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ফটোশুট করছেন। ভাবুন, ভারতে কংগ্রেস কতটা একনায়কতন্ত্র দেখিয়েছে এবং প্রধানমন্ত্রী পদের মর্যাদাকে কতটা অপমান করেছে।"


    পোস্টটি দেখুন এখানে এবং আর্কাইভের জন্য এখানে ক্লিক করুন।

    আরও পড়ুন -গোমাংস বিতর্কের বহু আগেই সুদীপার সাথে কাজ শেষ হয় জি বাংলার

    তথ্য যাচাই

    বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে আন্তর্জাতিক স্টক ছবির ওয়েবসাইট গেটি ইমেজেসে ছবিটি খুঁজে পায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায় ২০০৭ সালের ৩০ অক্টোবর তা নয়াদিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে তোলা হয়েছিল।

    ছবির বর্ণনায় লেখা হয়, "সোনিয়া গান্ধী, সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সভাপতি এবং ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (ইউপিএ) চেয়ারপার্সন, এবং ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তার ২০-২০ ক্রিকেট বিশ্বকাপ সতীর্থদের সাথে নয়াদিল্লিতে গান্ধীর বাসভবনে বৈঠকের সময়, ৩০ অক্টোবর ২০০৭। ২০-২০ ক্রিকেট বিশ্বকাপজয়ী।"

    Embed from Getty Images

    ইন্ডিয়া টুডে গ্রূপের তরফে ছবিটি শিপ্রা দাস তোলেন বলে ছবিটির কৃতিত্ব অংশে উল্লেখ করা হয়।

    এরপরে, আমরা সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ২০০৭ সালে প্রকাশিত সংবাদ প্রতিবেদন দেখি যা নিশ্চিত করে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ টি-২০ বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের সাথে অভিনন্দন জানাতে দেখা করেছিলেন। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) ৩০ অক্টোবর, ২০০৭-এর একটি প্রতিবেদন থেকে জানা জানা যায়, সিংহ ও তার স্ত্রী গুরশরণ কৌর এক সঙ্গে বিজয়ী দলকে সংবর্ধনা দেন এবং নয়াদিল্লিতে তাদের বাসভবনে ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন।

    Embed from Getty Images

    ২০০৭ সালের ৩০ অক্টোবর তোলা ছবিগুলি প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল ওয়েবসাইটের আর্কাইভে পাওয়া যাবে। ভারতীয় ক্রিকেট দল তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের সঙ্গেও দেখা করে।


    ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সিংহের এমনই একটি ছবি নীচে দেখা যাবে।



    আরও পড়ুন -পরীক্ষা না দিয়েই আইএএস স্পিকার ওম বিড়লার কন্যা অঞ্জলি? না, দাবিটি ভুয়ো

    Tags

    Fact CheckFake NewsSonia GandhiManmohan SinghT-20 World Cup
    Read Full Article
    Claim :   ছবিতে সোনিয়া গান্ধীকে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দেখা যাচ্ছে, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে নয়
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!