BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • সিনেমার দৃশ্য ছড়িয়ে দাবি ইউক্রেনীয়...
ফ্যাক্ট চেক

সিনেমার দৃশ্য ছড়িয়ে দাবি ইউক্রেনীয় সৈন্যের হাতে চেচেন হত্যা

বুম দেখে ভাইরাল হওয়া ক্লিপটি ইউক্রেনীয় সৈনার হাতে চেচেন হত্যা নয়, 'দ্য সার্চ' নামে একটি ফরাসি চলচ্চিত্রের শুরুর দৃশ্য।

By - Sumit Usha |
Published -  25 March 2022 4:41 PM IST
  • সিনেমার দৃশ্য ছড়িয়ে দাবি ইউক্রেনীয় সৈন্যের হাতে চেচেন হত্যা

    দু'জন সৈন্য এক দল লোককে বিদ্রূপ করছে এবং তারপর একজনকে গুলি করছে—এমন একটি দৃশ্যের ভিডিও ক্লিপ ভাইরাল করে ভুয়ো ক্যাপশন দেওয়া হয়েছে যে, ইউক্রেনীয় (Ukraine) সেনারা এক চেচেন (Chechen) জনজাতীয়কে গুলি করে হত্যা করছে।

    বুম দেখে দাবিটা সম্পূর্ণত ভুয়ো এবং দৃশ্যটি আসলে "খোঁজ" (The Search) নামের একটি ফরাসি ফিল্মের শুরুর দৃশ্য।

    রাশিয়া বনাম ইউক্রেনের বর্তমান সংঘাত ও যুদ্ধের প্রেক্ষাপটে এই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে।

    ভিডিওটি শেয়ার করা ফেসবুক পোস্টে ক্যাপশন দেওয়া হয়েছে, "মনে রাখা ভালো, এই ইউক্রেনীয় সেনাবাহিনী কিছু কাল আগে চেচনিয়ায় ঢুকে এক বৃদ্ধকে নির্মমভাবে হত্যা করেছিল, যখন তিনি তাঁর স্ত্রীর সঙ্গে সুরাত-আল-ফাতিহা পাঠ করছিলেন। আজ সেই পাশার দান উল্টে গিয়েছে এবং চেচনিয়ার সেনারা রুশ ফৌজের সঙ্গে ইউক্রেনে ঢুকেছে সে দিনের সেই হত্যাকাণ্ডের বদলা নিতে, যাতে ইউক্রেনীয়দের প্রকৃত চরিত্র লোকে বুঝতে পারে।"


    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    টুইটারে এবং বেশ কয়েকটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার হয়েছে।

    আবার এই একই ভিডিও শেয়ার করে অন্য একটি টুইটে ক্যাপশন দেওয়া হয়েছে, "রুশ ও ইউক্রেনীয় সৈন্যরা চেচনিয়ায় ঢুকে এমনটাই করেছিল, তারা এক বৃদ্ধ দম্পতিকে হত্যা করেছিল।"

    This is what the Russian and Ukrainian army did When they entered Chechnya They executed an old man and his wife
    !!!$#Ukraine#Chechnya #Russia #Kiev #WARINUKRAINE #attack #Syria #Africa #NATO #cyberattacks #Putin #Kharkhiv #Gazprombank #Poland #RETWEEET pic.twitter.com/otv1WbNbt1

    — ArchiveNews (@Archive__News) March 8, 2022

    আরও পড়ুন: লস এঞ্জেলসের সড়কের সম্পাদিত ছবি ভুয়ো দাবিতে ছড়াল চিনের যানজট বলে

    তথ্য যাচাই

    ভিডিওটির একটি মূল ফ্রেম নিয়ে খোঁজখবর চালিয়ে আমরা 'জেন ইয়ানডেক্স বাই' নামের এক ওয়েবসাইটে পৌঁছে ২০১৯ সালের ১৪ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাই।


    প্রতিবেদনটিতে লেখা হয়েছিল, ভিডিওটি একটি যুদ্ধের ছবির দৃশ্যl দৃশ্যটির অভিনেতাদের একজনকে ম্যাক্সিম জাপিসোচনি নামে শনাক্ত করা হয়েছিল, যিনি ইউক্রেনীয় হলেও রুশ সৈনিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। সিনেমাটি চেচনিয়ার যুদ্ধের উপর ভিত্তি করেই বানানো হয়েছিল।

    প্রতিবেদনটিতে আরও লেখা হয়, এই ইউক্রেনীয় অভিনেতাটিকে পরে চেচেন বিদ্রোহীরা বিচার করেছিল। তারা সৈন্যদের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। ওরা বুঝতেই পারেনি যে এই দৃশ্যগুলো সিনেমায় অভিনীত দৃশ্য, সত্যিকারের যুদ্ধের ঘটনা নয়।

    আমরা ট্রিনিক্সি ডট আরইউ নামের একটি ওয়েবসাইটে এক প্রতিবেদনে দেখি, ভিডিওটি ফরাসি-জর্জীয় যৌথ প্রযোজনায় নির্মিত একটি সিনেমার দৃশ্য।

    এই সূত্র ধরে আমরা ইউটিউবে চেচনিয়ার উপর তৈরি ফরাসি সিনেমার খোঁজ করতে থাকি। এবং আমরা দেখি, ২০২১ সালের ২৯ মার্চ ইউটিউবে সিনেমাটি আপলোড হয়েছে।

    (মূল রুশ ভাষায়: французский фильм о поиске в чечне)

    সিনেমাটির পরিচালক মিশেল হাজানাভিশিয়াস এবং অভিনেতাদের মধ্যে রয়েছেন ম্যাক্সিম জাপিসোচনি।

    আমরা চলচ্চিত্রটি দেখি এবং তার মধ্যে ভাইরাল ভিডিওর দৃশ্যগুলিও দেখতে পাই।

    ভিডিওটির বিবরণে লেখা হয়েছে, এটি দ্বিতীয় চেচেন যুদ্ধ নিয়ে তৈরি ছবি। ২০১৪ সালের কান চলচ্চিত্র উৎসবে এটি পাম দি'ওর পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।

    আরও পড়ুন: মাধ্যমিকে 'কাঁচা বাদাম' নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো

    Tags

    Fake NewsFact CheckMovie SceneUkraine Russia CrisisUkraine
    Read Full Article
    Claim :   ভিডিওর দাবি ইউক্রেন সেনার চেচেন হত্যা
    Claimed By :  Facebook Posts & Twitter Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!