SFI ছাত্র ধর্মঘটে পুলিশের লাঠিচার্জ দাবিতে ভাইরাল নবান্ন অভিযানের ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিও দুটি পুরনো। সেখানে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ডাকা নবান্ন অভিযানের দৃশ্য দেখা যায়।



সম্প্রতি কলকাতা পুলিশের (Kolkata Police) সঙ্গে সংঘর্ষ ও লাঠিচার্জের দুটি ভিডিও বিভ্রান্তিকর দাবিসহ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশের দাবি ভিডিও দুটিতে পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার (higher secondary examination) প্রথম দিনে এসএফআইয়ের (SFI) ডাকা ছাত্র ধর্মঘটে (0 পুলিশের সঙ্গে সংঘর্ষের দৃশ্য দেখা যাচ্ছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর এবং ভিডিওর সঙ্গে এসএফআইয়ের ডাকা সাম্প্রতিক ছাত্র ধর্মঘটের কোনও সম্পর্ক নেই। ভিডিওগুলিতে ২০২৪ সালের অগাস্ট মাসে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ডাকা নবান্ন অভিযানের দৃশ্য দেখা যায়।
১ মার্চ, ২০২৫ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওপেন এয়ার থিয়েটারে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বৈঠকে যোগ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সময় এসএফআই সহ অন্যান্য বাম ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ করে যার ফলে বিশ্ববিদ্যালয়ে চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দুজন ছাত্র, কয়েকজন অধ্যাপক ও ব্রাত্য বসু ঘটনায় আহত হন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসএফআইয়ের তরফ থেকে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বন্ধের ডাক দিয়ে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে ৩ মার্চ যেদিন পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে।
এক ব্যবহারকারী ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, "টসে জিতে কোলকাতা পুলিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শান্তি বজায় রাখতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
আরেকজন ব্যবহারকারী পুলিশের সঙ্গে সংঘর্ষের অন্য একটি দৃশ্য একই দাবিসহ শেয়ার করেছেন।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
আমরা প্রথমে দাবিটির সত্যতা যাচাই করতে গুগলে কিওয়ার্ড সার্চ করি তবে, এসএফআইয়ের ডাকা ধর্মঘটে পুলিশের লাঠিচার্জ বা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ায় বাধা দেওয়ার কোনও প্রতিবেদন পাইনি। প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলিতে বিক্ষোভ হলেও কোনও পরীক্ষার্থীকে বাধা দেয়নি বা রাস্তা অবরোধ করেনি বাম ছাত্র সংগঠনগুলি।
প্রথম ভিডিও
বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ২৭ অগাস্ট, ২০২৪ তারিখে ইউটিউবে আপলোড করা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে ভাইরাল ভিডিওর অনুরূপ দৃশ্য ২৪ সেকেন্ড থেকে দেখতে পায়।
প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি অভয়া কাণ্ডের প্রতিবাদে ডাকা নবান্ন অভিযানের দৃশ্য এবং ঘটনাস্থল হাওরার সাঁতরাগাছি।
দেখুন এখানে।
দ্বিতীয় ভিডিও
দ্বিতীয় ভিডিওটিতে এবিপি আনন্দের একটি লোগো দেখা যায়। এই সূত্রধরে, আমরা ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে ২৭ অগাস্ট, ২০২৪ তারিখে এবিপি আনন্দের নবান্ন অভিযানের সরাসরি সম্প্রচারে ভাইরাল ভিডিওর দৃশ্য দেখতে পাই।
প্রায় সাড়ে পাঁচ ঘন্টার প্রতিবেদনটিতে ২:২৫:৩৫ ঘন্টা থেকে ২:২৫:৪৭ ঘন্টা অবধি ভাইরাল ভিডিওর দৃশ্য দেখা যায়। প্রতিবেদন অনুযায়ী ভিডিওর ঘটনাস্থল সাঁতরাগাছি।
ভিডিওটি দেখুন এখানে।
নবান্ন অভিযান কি?
২০২৪ সালের অগাস্ট মাসে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনার বিচারের দাবি জানিয়ে প্রতিবাদে সামিল হন রাজ্যসহ সারা দেশের চিকিৎসক, সাধারণ জনতা ও বিভিন্ন ক্ষেত্রের মানুষ। ২৭ অগাস্ট, ২০২৪ তারিখে আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নবান্ন অভিযানের ডাক দেয়। এই অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পুলিশের সঙ্গে অভিযানকারীদের সংঘর্ষ হয়।