বোরখা পরে ভারত-পাকিস্তান খেলা দেখেছেন সোনাক্ষী সিন্হা? AI ছবি ভাইরাল
বুম দেখে ভাইরাল ছবিতে আসল কোনও দৃশ্য দেখতে পাওয়া যায় না; কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি করা হয়েছে এই ছবি।



বোরখা পরে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha) তার স্বামী জ়াহির ইকবালের (Zaheer Iqbal) সাথে বসে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখেছেন দাবি করে সম্প্রতি এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ওই ছবিতে সোনাক্ষী সিন্হার পাশে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে জাহির ইকবালকে স্টেডিয়ামে উপস্থিত থাকতে লক্ষ্য করা যায়।
বুম যাচাই করে ছবিটি ভুয়ো বলে নিশ্চিত হয়। আমরা দেখি, কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসির তত্ত্বাবধানে গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, চলবে মার্চের ৯ তারিখ পর্যন্ত। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ স্টেজের ম্যাচে গত ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানকে হারায় ভারত, হাই-ভোল্টেজ সেই ম্যাচে শতরান করেন বিরাট কোহলি। এরই প্রেক্ষিতে নেট দুনিয়ায় ভাইরাল হয় তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিন্হার কন্যা সোনাক্ষী সিন্হার এই ছবি।
ছবিটি পোস্ট করে এক ব্যবহারকারী লেখেন, "১১ জন পাকিস্তানি ভাশুরের সামনে হিজাব,বোরখা পরে হাজির সোনাক্ষী খাতুন....."
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে সোনাক্ষী সিন্হা বোরখা পরে ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছেন - এমন তথ্যসমেত কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন অথবা সূত্রে ছবিটির উল্লেখ পায়নি।
এর থেকে সন্দেহ হওয়ায়, আমরা ছবিটিকে এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশনে ছবিটিকে পরীক্ষা করি। ওই পরীক্ষায় ধরা পড়ে ছবিটির কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি হওয়ার সম্ভাবনা।
নীচে ছবিটির বিষয়ে করা পরীক্ষার সেই ফলাফল দেখতে পাওয়া যাবে।
হাইভ মডারেশন টুল দিয়ে করা পরীক্ষায় ছবিটি ৯৮.৭ শতাংশ বলে উল্লেখ করা হয়।