হিন্দি গানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর নাচ বলে ছড়াল অসম্পর্কিত ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওয় বলিউড গানে দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত নয় বরং নেচেছেন ইনফ্লুয়েন্সর সঙ্গীতা মিশ্র।



বলিউডের লায়লা ম্যায় লায়লা গানে এক মহিলার নাচের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন সেটিতে দিল্লির (Delhi) নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে (Rekha Gupta) নাচ করতে দেখা যায়।
বুম যাচাই করে দেখে নাচের ভিডিওটি রেখা গুপ্তের নয় বরং সেটিতে ইনফ্লুয়েন্সর ও নৃত্যশিল্পী সঙ্গীতা মিশ্রকে দেখা যায়।
২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ২৭ বছর পর দিল্লিতে শাসকদল হিসাবে নির্বাচিত হয়েছে ভারতীয় জনতা পার্টি। জয়ের পর বিজেপির তরফ থেকে রেখা গুপ্তকে দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয় এবং তিনি ২০ ফেব্রুয়ারি, ২০২৫-এ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। বিজেপি নেত্রী রেখা গুপ্ত আরএসএস এবং এবিভিপিরও সদস্য।
৫০ সেকেন্ডের ভাইরাল ভিডিওয় এক শাড়ি পরিহিতা মহিলাকে লায়লা ম্যায় লায়লা গানে আরও অন্যান্য মহিলার সঙ্গে নাচ করতে দেখা যায়।
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওর মহিলাকে রেখা গুপ্ত বলে দাবি করে ক্যাপশনে লেখেন, "দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ।। শুভেচ্ছা রইল।"

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন, আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে গুগল লেন্সের সাহায্যে। সার্চের মাধ্যমে আমরা একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটি দেখতে পাই।
আমরা দেখি ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ইনফ্লুয়েন্সর সঙ্গীতা মিশ্রের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ভিডিওটি আসলে পোস্ট করা হয়েছিল।
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
আমরা দেখি সঙ্গীতা মিশ্র তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একক অথবা অন্য মহিলাদের সঙ্গে কোনও অনুষ্ঠানে করা নাচের ভিডিও নিয়মিত আপলোড করেন। তার ইনস্টাগ্রামে ৮০,০০০-এরও বেশি অনুসরণকারী রয়েছে।