BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ২০২০-তে স্মৃতি ইরানির বিরুদ্ধে...
ফ্যাক্ট চেক

২০২০-তে স্মৃতি ইরানির বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ ছড়াল সাম্প্রতিক বলে

বুম দেখে ২০২০ সালের অক্টোবর মাসে হাথরস গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে কংগ্রেস কর্মীরা স্মৃতি ইরানিকে কালো পতাকা দেখান।

By - Sumit Usha |
Published -  21 Oct 2021 11:45 AM IST
  • ২০২০-তে স্মৃতি ইরানির বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ ছড়াল সাম্প্রতিক বলে

    কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) গাড়িকে কালো পতাকা (Black Flag) দেখানোর একটি এক বছরেরও বেশি পুরনো (Old Video) ভিডিওকে সাম্প্রতিক বলে দাবি করা হয়েছে।

    বুম দেখে ভিডিওটি ২০২০ সালের, যখন হাথরস গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে উত্তরপ্রদেশের কংগ্রেস কর্মীরা বারাণসীতে (Varanasi) সফরে যাওয়া কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন।

    ভাইরাল হওয়া ভিডিওটিতে এক দল লোককে পোস্টার ও কালো পতাকা নিয়ে স্মৃতি ইরানির গাড়ি থামানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে, যখন পুলিশও ওই লোকগুলিকে নিরস্ত করার চেষ্টা চালাচ্ছেl

    ভিডিওটি শেয়ার করা একটি ফেসবুক পোস্টে হিন্দি ক্যাপশনে লেখা হয়েছে— "বারাণসীতে স্মৃতি ইরানির বিরুদ্ধে বিশাল বিক্ষোভ প্রদর্শিত হয়েছে, কিন্তু দালাল মিডিয়ায় কোনও চ্যানেলই তা দেখায়নি।"

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।


    কংগ্রেস দলের জাতীয় সমন্বয়কারী মনোজ মেহতাও তাঁর যাচাই-করা টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করে ব্যঙ্গভরে লিখেছেন—"স্মৃতি ইরানিকে বারাণসীতে যে বিপুল সম্বর্ধনা দেওয়া হল, তাতে মনে হয় মন্ত্রীদের জেড প্লাস-এর থেকেও বেশি নিরাপত্তা দেওয়া উচিত l"

    Smriti Irani's grand welcome in Banaras,
    Ministers need security stronger than Z plus! 😂#मोदी_टेनी_को_बर्ख़ास्त_करो pic.twitter.com/r7QhfokAQ1

    — Manoj Mehta (@ManojMehtamm) October 18, 2021

    একই ক্যাপশন দিয়ে অন্যান্য ফেসবুক পেজেও ভিডিওটি শেয়ার হয়েছে।




    পোস্টগুলি দেখতে ক্লিক করুন এখানে এবং এখানে।

    আরও পড়ুন: বাংলাদেশের দুর্গা পুজো মণ্ডপে তাণ্ডবের ভিডিও পশ্চিমবঙ্গের বলে ছড়াচ্ছে

    স্মৃতি ইরানির বারাণসী সফরের সময় প্রতিবাদ? একটি তথ্য যাচাই

    বুম স্মৃতি ইরানির বারাণসী সফরকালের প্রতিবাদ নিয়ে খোঁজখবর চালিয়ে বেশ কয়েকটি সংবাদ-প্রতিবেদন পেয়েছে ২০২০ সালের একটি ঘটনারl

    ই-টিভি তেলেঙ্গানা এক বছর আগে তার যাচাই-করা ইউ-টিউব চ্যানেলে ঘটনাটির ওই একই ভিডিও আপলোড করে, যেটি এখন ভাইরাল হয়েছে—যার শিরোনাম ছিল, "প্রতিবাদের সম্মুখীন স্মৃতি ইরানি, তাঁকে কালো পতাকা দেখানো হচ্ছে"।

    বুম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটির স্ক্রিনশটের সঙ্গে ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া ভিডিওটির স্ক্রিনশটের তুলনা করে দেখেছে, দুটি ভিডিওই একই।


    একই সঙ্গে আমরা ২০২০ সালের অক্টোবর মাসের কিছু সংবাদ-রিপোর্টও দেখেছি, যেখানে লেখা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির গাড়ি থামিয়ে কংগ্রেস কর্মীদের হাথরস গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর কথাl বিক্ষোভকারীরা সরকার-বিরোধী স্লোগান দিচ্ছিলেন এবং ধর্ষিতার পরিবারের ন্যায়বিচার পাওয়ার দাবি জানাচ্ছিলেন।

    ২০২০ সালের অক্টোবর মাসেই ইরানি বারাণসী সফরে গিয়েছিলেন কৃষক এবং কৃষি-বিজ্ঞানীদের সঙ্গে কথাবার্তা বলতে।

    সে সংক্রান্ত প্রতিবেদন পড়ে দেখতে পারেন এখানে এবং এখানে।

    আরও পড়ুন: নবরাত্রির সাথে মিথ্যে দাবিতে জুড়ল অখিলেশ যাদবের খাবার দানের পুরনো ছবি

    Tags

    Smriti IraniBJPVaranasiViral VideoFact CheckFake NewsProtestUttar Pradesh
    Read Full Article
    Claim :   বারাণসীতে স্মৃতি ইরানির বিরুদ্ধে বিক্ষোভ
    Claimed By :  Facebook Posts & Twitter Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!