না, এই ভিডিওটি কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার জয়ী ইরানের সিনেমা নয়
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি উজবেকিস্তানের টিভির নাটিকা। কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার জয়ী ইরানের সিনেমা নয়।
সোশাল মিডিয়ায় উজবেকিস্তানের (Uzbekistan) টিভির নাটিকার দৃশ্য ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে। ভিডিওটি পোস্ট করে মিথ্যে দাবি করা হচ্ছে এবছরে এটি কান (Cannes) চলচ্চিত্র (film festival) উৎসবে প্রথম পুরস্কার জয়ী ইরানের সিনেমা নয়।
৫ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক অন্ধ মেয়ের বাবার চক্ষু দানে নতুন করে চোখ ফিরে পেয়ে পৃথিবী দেখার দৃশ্য। প্রেক্ষাগৃহে অনেকে ছবিটি দেখে আবেগ বিহ্বল হয়ে পড়ে।
ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "পাঁচ মিনিটের ইরানের ছবি। দেখার মতো। এবছর কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার পেয়েছে।"
ভিডিওটি দেখুন এখানে।
ভিডিওটি একই ক্যাপশন সহআরও অনেকেই ফেসবুকে পোস্ট করেছেন।
আরও পড়ুন: উত্তরপ্রদেশের ছবি দিল্লির জামে মসজিদের ভাঙ্গা গম্বুজ বলে ছড়াল
তথ্য যাচাই
বুম ভিডিওটিতে 'জর টিভি' (ZO'R TV) লেখা লোগো দেখতে পায়। কিওয়ার্ড সার্চ করে জানা যায় সেটি উজবেকিস্তানের একটি টিভি চ্যানেল। জর টিভির ইউটিউবে নিজস্ব চ্যানেলও রয়েছে।
আমরা ভিডিওটির দৃশ্য মন দিয়ে দেখি এবং অনুমান করি করি এটি বাবা ও মেয়ের গল্প। উজবেক ভাষায় 'বাবা ও চোখ' (উজবেক ভাষায়: ota ko'zi) শব্দ সার্চ করে ইউটিউবে 'জর টিভি'র চ্যানেলে ৫ মিনিট ৩১ সেকেন্ডের একটি ভিডিও দেখতে পায়।
জোর টিভির শিরোনামে ওটা (ota) দেওয়া রয়েছে, যারা অর্থ বাবা। (মূল শিরোনাম: Aristokratlar- Ota...!) ভিডিওটি ইউটিউবে ৭ ডিসেম্বর ২০১৯ জর টিভির ইউটিউবচ্যানেলে প্রকাশ করা হয় ভিডিওটি।
কানে পুরস্কার জেতেনি এই ছবি
কান চলচ্চিত্র উৎসেবের নিয়ম অনুযায়ী নিয়ম হল সংশ্লিষ্ট সিনেমাটি এক বছরের বেশি পুরনো হবে না। বাণিজ্যিক ভাবে বা অনলাইনে কোথাও ছবিটিকে প্রদর্শন করা যাবে না। কানের ওয়েবাসইটের নিয়মাবলী পড়ুন এখানে।
কান চলচ্চিত্র উৎসেবের ওয়েবাসাইটে ২০২২ সালে পুরস্কৃত চলচ্চিত্রের তালিকা রয়েছে। এই তালিকায় 'ওটা' নামের কোনও উজবেকের কোনও চলচ্চিত্রের নাম নেই।
বুম আগেও কান চলচ্চিত্র উৎসব সৎংক্রান্ত ভুয়ো খবরের তথ্য-যাচাই করেছে। অন্য চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া সিনেমাকে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়া শর্ট ফিল্ম বলে দাবি করা হয়।